West Bengal News Live : হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল, কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
ক্যানিংয়ে ৩ তৃণমূল (TMC) নেতা খুনে এফআইআরে নাম থাকা প্রথম গ্রেফতার। মূল অভিযুক্তের খোঁজে অভিযান।
হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে ধূপগুড়িতে ফের কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ধূপগুড়ির সভার আগে হঠাৎ ময়নাগুড়ির বাজারে অভিষেক। অসম্পূর্ণ কাজ নিয়ে অভিযোগ শুনে ফোনেই জেলা সভাধিপতিকে ধমক। দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ নয়, বাংলা একটাই। বিজেপির বিরুদ্ধে রাজ্য ভাগের চক্রান্তের অভিযোগ অভিষেকের।
ডায়মন্ড হারবারের পর এবার উত্তরবঙ্গেও (North Bengal) হেল্প লাইন। কয়েকজন মমতা আর মানুষের মধ্যে দেওয়াল তুলেছিলেন। আজ ভেঙে দিলাম, মন্তব্য অভিষেকের।
মহুয়ার কালী-মন্তব্যের প্রতিবাদে সাধু-সন্ন্যাসী নিয়ে রাজভবনে শুভেন্দু। বিভাজনের রাজনীতি, আক্রমণ রাজ্যপালের। পাল্টা কটাক্ষ তৃণমূলের।
বাংলা সফরের দ্বিতীয় দিনে পাঁচলার কালী মন্দিরে স্মৃতি ইরানি (Smriti Irani)। দাশনগরে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় মন্ত্রী।
১০ বছর পর পাহাড়ে জিটিএ (GTA)-র শপথ। শোনা গেল উন্নয়নের আশ্বাস। পাহাড়ে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী (Chief Minister)। চিড়িয়াখানা যাওয়ার পথে ফুচকা বানিয়ে খাওয়ালেন বাচ্চাদের। গান গাইলেন ক্যাফে হাউসের উদ্বোধনে।
বোমা-গুলি নিয়ে মদনের মন্তব্যে তোলপাড়। বারুদের স্তূপের উপর রয়েছে বাংলা, এটা মেনে নিয়েছেন, কটাক্ষ বিজেপির (BJP)।
জাভেদের কাউন্সিলর-পুত্রের বিরুদ্ধে অভিযোগ, মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের (High Court)। তপসিয়ায় জবরদখল, মারধরের অভিযোগ। আজ শুনানির সম্ভাবনা।
২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক ঘিরে মালদায় ধুন্ধুমার। ব্লক সভাপতির দিকে তেড়ে যাওয়ার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। কোনওমতে থামালেন জেলা সভাপতি।
এবার কলকাতায় শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ের পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা। চক্রান্ত দেখছে বিজেপি। মমতার বিমান বিভ্রাটে কার হাত? পাল্টা তোপ তৃণমূলের।
কাঁথিতে শ্মশান দুর্নীতি মামলায় আরও গ্রেফতার। শুভেন্দুর ভাই সৌমেন্দুর গাড়ি চালকের পর প্রাক্তন ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল পুলিশ।
এবার কাঁথি পুরসভা থেকে সারদার বিভিন্ন প্রকল্প সংক্রান্ত ফাইল উধাও? থানায় অভিযোগ দায়ের পুরপ্রধানের। এফআইআর করে তদন্তে পুলিশ।
রাষ্ট্রপতি ভোটের প্রচারে কলকাতায় দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। বিজেপির সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক। তৃণমূলের অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন। দ্রৌপদীর বাংলা সফরের মধ্যেই দাবি দিলীপের। দিলীপ-মন্তব্যে কটাক্ষ তৃণমূলের।
খারিজ রাজ্য সরকারের যুক্তি। ২০১৪-র প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে বিজেপি নেতার মামলাকে গ্রহণযোগ্য বলল আদালত। হলফনামা তলব।
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনায় (Covid) একদিনে মৃত্যু বেড়ে ৫। আড়াই হাজারের উপরেই সংক্রমণ। শেষের ধারেকাছেও নেই করোনা, সতর্ক করল ‘হু’।
এবার গঙ্গাসাগর যাওয়ার সেতু। কাকদ্বীপ থেকে মুড়িগঙ্গা নদীর উপরে সেতু তৈরি করছে রাজ্য। ৪ লেনের সেতুর জন্য খরচ দেড় হাজার কোটি।
WB Live News: পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে বেআইনিভাবে বালি পরিবহণের প্রতিবাদে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে বেআইনিভাবে বালি পরিবহণের প্রতিবাদে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লরিতে অতিরিক্ত বালি বোঝাই করে নিয়ে যাওয়ায় রাস্তার ক্ষতি হচ্ছে। এরই প্রতিবাদে লরি আটকে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকাবাসী। গ্রামবাসীদের বিক্ষোভে আপাতত বন্ধ ড্রেজিংয়ের কাজ।
West Bengal Live News: বীরভূমে, দলীয় কর্মসূচি চলাকালীন আপের জেলা সভাপতি-সহ ৪ জনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে
বীরভূমে, দলীয় কর্মসূচি চলাকালীন আপের জেলা সভাপতি-সহ ৪ জনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানিয়েছে কেজরিওয়ালের দল। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল।
WB Live News: ভাটপাড়ায় ফের বোমা উদ্ধার
ভাটপাড়ায় ফের বোমা উদ্ধার। শনিবার কাঁকিনাড়ার যে পাড়ার নির্মীয়মাণ আবাসন থেকে ৫০টি বোমা উদ্ধার হয়েছিল, আজ সেই পাড়া থেকে উদ্ধার হল ৩৫টি বোমা। তবে কি ফের ভাটপাড়ায় ফিরে আসছে ভয়ের পরিবেশ? আতঙ্ক স্থানীয়দের।
West Bengal Live News: শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ বাতিল চেয়ে হাইকোর্টে যাচ্ছে রাজ্য
শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ বাতিল চেয়ে হাইকোর্টে যাচ্ছে রাজ্য। ২০২১, সেপ্টেম্বরে হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ খারিজের আর্জি জানাবে রাজ্য। শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার চেয়ে প্রধান বিচারপতির বেঞ্চে যাচ্ছে রাজ্য: সূত্র। ‘বারবার বিভিন্ন মামলায় তলব সত্বেও ইচ্ছেকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন শুভেন্দু’। শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রাজ্যের। কাঁথি, পাঁশকুড়া, নন্দীগ্রাম থানার মামলায় তদন্ত শুরুর আর্জি। ‘তদন্তে সহযোগিতা করতে শুভেন্দুকে নির্দেশ দিক হাইকোর্ট’। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করছে রাজ্য সরকার: সূত্র
WB Live News: নাম না করে তৃণমূলকে আক্রমণে বাঁকুড়ার বিজেপি বিধায়ক
এইমসে নিয়োগ দুর্নীতিতে মেয়েকে সিআইডি তলব, আক্রমণে বিজেপি বিধায়ক ‘বাঁকুড়া মেডিক্যাল, বিশ্ববিদ্যালয়ে লোককে ঢোকানো হয়েছে’ ‘তালিকা তুলে নিয়ে আসব, বিবস্ত্র করে রাস্তায় দাঁড় করব’ নাম না করে তৃণমূলকে আক্রমণে বাঁকুড়ার বিজেপি বিধায়ক