West Bengal News Live: গরুপাচারকারী ধরতে গিয়ে নদীতে নিখোঁজ বিএসএফ জওয়ান
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
কলকাতা : প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির (Tender Scam) অভিযোগ, ৩ প্রাক্তন কাউন্সিলরকে (Councillor) জিজ্ঞাসাবাদ। ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ ৩জনকে পুলিশের জিজ্ঞাসাবাদ। হলদিয়ার প্রাক্তন পুরপ্রধানের শ্যামল আদকের বিরুদ্ধে অভিযোগ। হলদিয়া পুরসভায় (Haldia Municipality) কয়েক কোটি টাকা টেন্ডার দুর্নীতির অভিযোগ। দিল্লিতে লুকিয়ে প্রাক্তন পুরপ্রধান শ্যামল আদক, দাবি হলদিয়া পুলিশের। দিল্লি পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ হলদিয়া পুলিশের। তৃণমূলে থাকলেই সব দোষ মাফ, পাল্টা অভিযোগ বিজেপির।
'হারতে হারতে তলানিতে এসে ঠেকেছি। এখন মাঝ নদীতে হাবুডুবু খাচ্ছি', কোচবিহারে তৃণমূলের (Coochbehar TMC) কোন্দল প্রসঙ্গে এমনই অনুশোচনার সুর শোনা গেল কোচবিহারের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের (Rabindranath Ghosh) মুখে। ২০২৪-এর আগে কোনও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ শুনতে চাই না। বার্তা দিলেন বর্তমান জেলা তৃণমূল সভাপতি। যা নিয়ে আবার কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
এজেন্সি নিয়ে ফের আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'কী ভাবে এরা? পুলিশকে লাঠিপেটা করে আন্দোলন হয়? নাকি ঘরে বসে এজেন্সি দিয়ে আন্দোলন? আজ তুমি ক্ষমতায় আছো, অনেক এজেন্সিকে ব্যবহার করছো। কাল তুমি ক্ষমতায় না থাকলে, ঘরে গিয়ে এজেন্সি কান মুলে দেবে। এজেন্সির কানমোলার জন্য তৈরি থাকুন।’
গরুপাচার মামলায় এবার অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠ প্রোমোটারকে সিবিআই জিজ্ঞাসাবাদ। ‘অনুব্রত এবং অনুব্রতর ঘনিষ্ঠদের সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছে? অনুব্রতর দেহরক্ষী সায়গল কিংবা অনুব্রতর ঘনিষ্ঠরা কি তাঁর কাছ থেকে ফ্ল্যাট কিনেছেন? কিনলে কত টাকায় কিনেছেন? টাকার লেনদেন কীভাবে?’ অনুব্রত ঘনিষ্ঠ প্রোমোটার সৌমেন সরকারকে সিবিআই জিজ্ঞাসাবাদ। বেশকিছু জমির দলিলের নথি জমা দিলেন বোলপুরের রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক।
নিয়োগে দুর্নীতি, মানিককে ম্যারাথন জেরা ইডির। মানিক-জমানায় ঘুষ দিয়ে কাদের চাকরি? তালিকা তৈরির চেষ্টায় ইডি। ঘুষ দিয়ে স্কুলে চাকরি, খোঁজ চলছে মিডলম্যানদেরও: ইডি সূত্র। মানিক ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে: ইডি সূত্র।
WB News Live Updates: গরুপাচারকারী ধরতে গিয়ে নদীতে নিখোঁজ বিএসএফ জওয়ান
গরুপাচারকারী ধরতে গিয়ে নদীতে নিখোঁজ বিএসএফ জওয়ান। মুর্শিদাবাদে গঙ্গায় নিখোঁজ বিএসএফ জওয়ান অমিত জওয়ান।
West Bengal News Live Updates: প্রাথমিক শিক্ষা পর্ষদের TET-বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা
প্রাথমিক শিক্ষা পর্ষদের TET-বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা হল কলকাতা হাইকোর্টে। প্রশিক্ষণরতদের সুযোগ দেওয়া হলে, প্রশিক্ষণপ্রাপ্তদের সুযোগ কমবে। এই আশঙ্কা প্রকাশ করে মামলা করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। সোমবার মামলার শুনানি হবে।
WB News Live Updates: পুলিশকে হুমকি সংক্রান্ত মামলায়, শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠাল তমলুক থানা
পুলিশকে হুমকি সংক্রান্ত মামলায়, শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠাল তমলুক থানা। কবে, কোথায়, কখন, জিজ্ঞাসাবাদ করা হবে, তা জানতে চাওয়া হল বিরোধী দলনেতার কাছে। এই মামলাকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু।
West Bengal News Live Updates: বীরভূমে সিপিএমকে হুমকি তৃণমূল নেতার
বীরভূমে সিপিএমকে হুমকি তৃণমূল নেতার
WB News Live Updates: উত্সবের মরসুমে ডেঙ্গি নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি আরও উদ্বেগজনক। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত এক সপ্তাহে ৫ হাজার ৩৬৯ জন নতুন করে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। জেলার মধ্যে উত্তর ২৪ পরগনার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। পুরসভাগুলির মধ্যে ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি কলকাতা পুর এলাকায়।