Baguihati News: বাগুইআটিতে প্রোমোটার কে মারধর, আত্মসমর্পণের পর জামিন তৃণমূল কাউন্সিলরের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তোলা না দেওয়ায় বাগুইআটিতে প্রোমোটার কে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ । আত্মসমর্পণের পর জামিন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের, দাবি প্রোমোটারের আইনজীবীর । বাগুইআটিতে প্রোমোটার পিটিয়ে ২ মাস নিখোঁজ থাকার পর জামিন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর । ২ মাস ধরে তৃণমূল কাউন্সিলরের খোঁজ পেল না পুলিশ ! ১৫ ডিসেম্বর বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ । বারাসাত আদালতে আত্মসমর্পণের পর জামিন, দাবি প্রোমোটারের আইনজীবীর
বজবজে গুলি-বোমা, গ্রেফতার আরও ২
বজবজে গুলি-বোমা, গ্রেফতার আরও ২। ৪৩ জনের বিরুদ্ধে FIR হলে এখনও অধরা বাকি অভিযুক্তরা। সিন্ডিকেটের লড়াই বজবজে গুলি-বোমা, ধৃত বেড়ে ১০। ইমারতি দ্রব্যের সরবরাহের বরাত নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর লড়াই! তৃণমূল কাউন্সিলরের সঙ্গে উত্তর রায়পুর পঞ্চায়েত প্রধানের স্বামীর বিবাদ! বোমা-গুলির লড়াই, FIR-এ তৃণমূলের ৩ পঞ্চায়েত সদস্য। কাউন্সিলরের সঙ্গে সংঘাতের অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামীর।
পঞ্চসায়রে EM বাইপাসের ওপর অভিজাত উপহার আবাসনের পানীয় জলে মিলল ই-কোলাই ব্য়াক্টেরিয়া। যা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। আবাসিকদের বক্তব্য়, বাসিন্দাদের মধ্য়ে কয়েকজনের পেটের সংক্রমণ হয়। এরপরই জলের নমুনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তারা। তারপরই এই ভয়ঙ্কর তথ্য় সামনে আসে।


















