West Bengal News Live: রাজ্যে ১ দিনে নতুন করে করোনা আক্রান্ত ৪৩ জন, মৃত ১
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই
LIVE
Background
২ ঘণ্টায় ২ কাউন্সিলর খুনে তোলপাড়। পানিহাটিতে তৃণমূলের মিছিল। ঝালদায় কংগ্রেস নেতার শেষকৃত্যে মানুষের ঢল। ১২ ঘণ্টার পুরুলিয়া বন্ধের ডাক।
কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে চম্পট। ২০০ মিটার দূরে হোগলা বন থেকে আততায়ী পাকড়াও।
কেন খুন পানিহাটির তৃণমূল কাউন্সিলর? বিস্ফোরক অভিযোগ স্ত্রীর।
জমি জবরদখলের প্রতিবাদ করাতেই পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুন, দাবি ফিরহাদের। চেয়ারম্যান পদ নিয়ে অন্তর্দ্বন্দ্বেই খুন, পাল্টা অর্জুন।
হত্যা-তরজা
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন। পরাজিত তৃণমূল প্রার্থী ভাইপোর সঙ্গে দাদা আটক।
কেন খুন ঝালদার কংগ্রেস কাউন্সিলর? চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের।
নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকেও উঠল ২ কাউন্সিলর খুনের প্রসঙ্গ। অশান্তির চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। রং না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পুলিশকে।
শেষ দেখে ছাড়ব, কেউ ছাড় পাবে না। এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, দাবি কাসেম সিদ্দিকির। সিট নয়, সিবিআইতেই অনড় পরিবার।
মুখ্যমন্ত্রীর কাছে সিদ্দিকি
কোনওভাবে প্রভাবিত হওয়া চলবে না। আনিসকাণ্ডে সিটকে জানিয়ে দিল হাইকোর্ট। ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। ফরেন্সিক রিপোর্ট তলব।
উচ্চমাধ্যমিক চলাকালীনই উপনির্বাচন। ভোটের দিন বদলে কমিশনকে চিঠি রাজ্যের। একইদিনে জয়েন্ট, আইএসসি-র পরীক্ষা পড়ায় সঙ্কটে পড়ুয়ারা।
এবার পাঞ্জাবে আন্তর্জাতিক মানের কবাডি খেলোয়াড় খুন। জলন্ধরে ম্যাচ চলাকালীন শ্যুটআউট।
এবার ১২ ঊর্ধ্বদেরও করোনার ভ্যাকসিন। বুধবার থেকে শুরু, জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ষাট পেরোলে সবারই বুস্টার ডোজ।
কলকাতা বইমেলায় কেপমারির অভিযোগ। অভিনেত্রী রূপা দত্তের ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজত। কাল গোপন জবানবন্দি দেবেন প্রত্যক্ষদর্শী।
বেজিকাণ্ডে ফের শ্রাবন্তীকে কেন্দ্রীয় সংস্থার ম্যারাথন জিজ্ঞাসাবাদ। কেন শ্যুটিং স্পটে শিকল পরিয়ে আনা হয়েছিল বেজিকে? জানতে বয়ান রেকর্ড।
কিভ, ডনবাসে বহুতল লক্ষ্য করে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। বুধবার ইউক্রেন ফেরত বাঙালি পড়ুয়াদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।
চতুর্থবার বৈঠকে রাশিয়া-ইউক্রেন। লাগাতার হামলায় ধ্বংস্তূপ কিভ। খারকিভ-ডনবাসে রকেট হানা। চিনের কাছে সাহায্য চেয়েছে রাশিয়া, দাবি আমেরিকার।
অশ্বিন-ঘূর্ণি, বুমরাহর পেসে ধরাশায়ী শ্রীলঙ্কা। ২৩৮ রানে পিঙ্ক টেস্ট জয় রোহিত-ব্রিগেডের। ২-০য় সিরিজ জয়। সিরিজ শেষে অবসর লকমলের।
WB News Live Updates: ঝালদা হত্যাকাণ্ডের আঁচ পৌঁছল সংসদেও
ঝালদা হত্যাকাণ্ডের আঁচ পৌঁছল সংসদেও। লোকসভায় দাঁড়িয়ে, আদালতের নজরদারিতে CBI তদন্তের দাবিতে সরব হলেন অধীর চৌধুরী। সমর্থন জানালেন সনিয়া গান্ধী। পাল্টা, কুণাল ঘোষ
West Bengal News Live: কেন্দ্রীয় সরকারের ‘অপারেশন গঙ্গা’য় অংশগ্রহণ দমদমের মহাশ্বেতা চক্রবর্তীর
কেন্দ্রীয় সরকারের ‘অপারেশন গঙ্গা’য় অংশগ্রহণ নিয়েছিলেন দমদমের মহাশ্বেতা চক্রবর্তী। যুদ্ধক্ষেত্র ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়া, ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনেন মহাশ্বেতারা। কীভাবে দিন-রাত জেগে কাজ করেছিলেন, সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন তিনি।
WB News Live Updates: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার চৈতন্যপুর গ্রামে শুরু হল শিলাবতীর পাড় বাঁধানোর কাজ
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার চৈতন্যপুর গ্রামে শুরু হল শিলাবতীর পাড় বাঁধানোর কাজ। বালির বস্তা দিয়ে চলছে পাড় বাঁধানো। যদিও স্থায়ী বাঁধ তৈরির দাবি তুলেছেন গ্রামবাসীরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃক্ষকে জানাবেন বলে জানিয়েছেন বিডিও।
West Bengal News Live: কাল থেকে রাজ্যে শুরু হচ্ছে না ১২ ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন
কাল থেকে রাজ্যে শুরু হচ্ছে না ১২ ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন। ‘প্রস্তুতি তুঙ্গে, ভ্যাকসিনেশনের জন্য ২-৩দিন সময় লাগবে। ১২ ঊর্ধ্বদের প্রথম ডোজের জন্য রয়েছে পর্যাপ্ত ভ্যাকসিন।' ১২ ঊর্ধ্বদের করোনার ভ্যাকসিনেশন নিয়ে জানালেন স্বাস্থ্য অধিকর্তা
WB News Live Updates: বিজেপি-তৃণমূল বাগযুদ্ধের সাক্ষী থাকল বিধানসভা
মঙ্গলবার বাজেটের জবাবি ভাষণ ঘিরেও, বিজেপি-তৃণমূল বাগযুদ্ধের সাক্ষী থাকল বিধানসভা। রাজ্যের আর্থিক অবস্থা থেকে শিল্প নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুর চড়িয়ে পাল্টা সরব দিলেন অর্থমন্ত্রী।