HMP Virus: কলকাতাতে HMPV-র হদিশ মেলার পর অনেকের মধ্যেও তৈরি হচ্ছে উদ্বেগ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: HMPV বা হিউম্য়ান মেটানিউমোভাইরাসের সংক্রমণ মনে করিয়ে দিচ্ছে, ঠিক চার বছর আগের করোনা সংক্রমণের ভয়ঙ্কর অধ্য়ায়ের কথা। হাসপাতালে বেডের আকাল, শ্মশানে জ্বলছে গণচিতা। পাশের মানুষটা যন্ত্রণায় কাতরালেও কিচ্ছু করার নেই। করোনা-উত্তর পৃথিবীতে সল্টলেকের শুভব্রত দে-র একলা জীবনে এখন সঙ্গী বলে করোনার রেখে যাওয়া শারীরিক ও মানসিক ক্ষত। ICU, ভেন্টিলেশন থেকে বাড়ি ফিরলেও শারীরিক ক্ষত বয়ে বেড়াতে হচ্ছে মুদিয়ালির বাসিন্দা নিতাইদাস মুখোপাধ্যায়কে
সাতসকালে কেঁপে উঠল কলকাতা
এদিকে, সাতসকালে কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৬ টা ৩৫ নাগাদ কেঁপে ওঠে মাটি। দুলতে শুরু করে বহুতল। উৎসস্থল নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। কম্পনের তীব্রতা ছিল বেশ বেশি। শুধু ভারত নয়, মোট ৫টি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বছর শুরুতেই এই ভূমিকম্পে ছড়িয়েছে আতঙ্ক। রাজ্যে বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে পরপর ২ বার ভূমিকম্প অনুভূত হয়। ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।