WB News Live Updates: সপ্তমী-অষ্টমী-নবমী, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রাতভর চলবে মেট্রো
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম ( Headlines )
- এসএসসি দুর্নীতিকাণ্ডে এবার গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। টানা জেরার পরে গ্রেফতার কল্যাণময়। পার্থ, ২ এসএসসি কর্তা, মিডলম্যানের পরে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ভুয়ো নিয়োগপত্রে কল্যাণময়ের সই, অভিযোগ সিবিআইয়ের।
- টাকা নিয়ে চাকরি বিক্রি, মূল চক্রী কল্যাণময়। এফআইআর করা উচিত। রিপোর্ট দিয়েছিল বাগ কমিটি। শান্তিময়ের সঙ্গে নিবিড় যোগের অভিযোগ।
- ইডির পর এবার পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চায় সিবিআই। ভার্চুয়ালি নয়, আজ জেল থেকে সশরীরে হাজির করতে নির্দেশ আদালতের।
- নিয়োগে দুর্নীতির অভিযোগ। বিজেপির নবান্ন অভিযানের পর বামেদের পুরসভা অভিযানে ধুন্ধুমার।
- নবান্ন অভিযান ঘিরে সংঘাত গড়াল কলকাতা বন্দরে ২০০ কোটির বাজেয়াপ্ত মাদকে। ফেরার কারবারীর তৃণমূল যোগের অভিযোগ বিজেপির।
- আফগানিস্তান-করাচি-দুবাই হয়ে কীভাবে কলকাতায় ২০০ কোটির মাদক? কেন মন্ত্রীর সঙ্গে তৃণমূল নেতার বৈঠক? প্রশ্ন বিজেপির।
- মাদক-কারবারীর সঙ্গে যোগের বিস্ফোরক অভিযোগ বিজেপির। পাল্টা চ্যালেঞ্জ ২ তৃণমূল নেতার।
- পার্টি অফিসে স্বর্ণ ঋণ ব্যবসার আড়ালে কীসের কারবার বিজেপি নেতার? বিজেপির আক্রমণের মুখে পাল্টা কুণাল।
- স্পর্শ নিয়ে অভিষেকের আক্রমণ, পাল্টা দঃ ২৪ পরগনার ৪ তৃণমূল নেতার বেলাগাম সম্পত্তি নিয়ে আক্রমণে শুভেন্দু।
- তৃণমূল নেতাদের সম্পত্তি নিয়ে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ। পাল্টা আক্রমণে কুণাল। নবান্ন অভিযানে স্পর্শ-সংঘাত গড়াল এবার ব্যক্তিগত আক্রমণে।
- বিজেপির নবান্ন অভিযানের আঁচ এবার বিধানসভায়। শাসক-বিরোধী বিক্ষোভ, পাল্টা ওয়াকআউট।
- অভিষেকের গুলি-মন্তব্যের পাল্টা আক্রমণে বেলাগাম অগ্নিমিত্রা। বললেন, আমারও ইচ্ছে হয় যারা গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচারে যুক্ত তাদের বাজারে দাঁড় করিয়ে পাথরবৃষ্টি করাতে !
- নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ। ঘটনার অনুসন্ধান করে রিপোর্ট দিতে কেন্দ্রীয় দল গঠন করলেন নাড্ডা।
- বড়বাজারে পুলিশের গাড়িতে আগুন। আরও গ্রেফতার। সাঁতরাগাছিতে ইট-বৃষ্টিতে অভিযুক্তদের ছবি প্রকাশ। পাল্টা তদন্ত কমিটি গড়ল বিজেপি।
West Bengal News Live: পুজোর আগেই খুলে যাচ্ছে ৪ লেনের টালা ব্রিজ
অবশেষে প্রতীক্ষার অবসান। পুজোর আগেই খুলে যাচ্ছে ৪ লেনের টালা ব্রিজ। ভারবহন ক্ষমতার রিপোর্ট হাতে পেলেই উদ্বোধনের দিন ঘোষণা করা হবে। জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
WB News Live: সিআইডি-হাজিরা এড়ালেন জিতেন্দ্র তিওয়ারি
হাইকোর্টের দ্বারস্থ হবেন। সূত্রের দাবি, চিঠিতে এ’কথা বলে সিআইডির হাজিরা এড়ালেন জিতেন্দ্র তিওয়ারি। CBI যখন তদন্ত করছে, তখন CID কেন তাঁকে সাক্ষী হিসেবে সমন করছে? সূত্রের দাবি এই প্রশ্নও তুলেছেন বিজেপি নেতা।
West Bengal News Live: পুজোর ৩দিন দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রাতভর চলবে মেট্রো
সপ্তমী-অষ্টমী-নবমী পুজোর ৩দিন দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রাতভর চলবে মেট্রো। পঞ্চমী-ষষ্ঠীতেও রাতে বাড়ানো হয়েছে পরিষেবার সময়। পুজোর দিনগুলোয় ইস্ট ওয়েস্ট মেট্রোর সময়-সূচিতেও বদল। দেখে নিন একনজরে।
WB News Live: নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ, রাজ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল।
রাজ্যে এল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ, রাজ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। দলীয় নেতাদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ। আহত দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করবে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল।
West Bengal News Live: পার্থ-কল্যাণময়কে মুখোমুখি বসিয়ে জেরা?
এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ২১ সেপ্টেম্বর পর্যন্ত পার্থ-কল্যাণময়ের সিবিআই হেফাজত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের ।
তদন্তের স্বার্থে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, সওয়াল সিবিআইয়ের।