West Bengal News Live: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে এখনও কোনও সিদ্ধান্তই নিতে পারেনি বাম ও আইএসএফ
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
এবারও ৭ দফায় লোকসভা ভোট (Loksabha Election 2024)। পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরপ্রদেশ, বিহারেও ৭ দফা। হিংসা বরদাস্ত নয়, কড়া বার্তা কমিশনের।
দেড় মাসেরও বেশি সময় ধরে চলবে লোকসভা ভোট। শুরু ১৯ এপ্রিল। বাংলায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী। গণনা ৪ জুন।
রাজ্যে ১ম দফায় ভোট কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ, দার্জিলিং, বালুরঘাট। তৃতীয় দফায় ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে।
চতুর্থ দফায় বহরমপুর সহ নদিয়া, দুই বর্ধমান ও বীরভূমের ভোট। পঞ্চম দফায় হাওড়া, হুগলির সঙ্গে ব্যারাকপুর ও বনগাঁ। ষষ্ঠ দফায় পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুরে ভোটগ্রহণ।
১ জুন সপ্তম দফা। ভোট দেবে কলকাতা উত্তর, দক্ষিণ, যাদবপুর। দমদম, বারাসাত, বসিরহাটের সঙ্গে ভোট ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়গনগরেও।
লোকসভা ভোটের সঙ্গেই দেশজুড়ে ২৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। একদিনে বাংলার ২ কেন্দ্রে জোড়া ভোট। ৭ মে ভগবানগোলা, বরানগরে উপনির্বাচন ১ জুন।
ভোটে সন্ত্রাস রুখতে কড়া কমিশন। প্রতি জেলায় কন্ট্রোল রুম। সন্ত্রাসমুক্ত ভোট করাতে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। অভিযোগের ১০০ মিনিটের মধ্যে পদক্ষেপের আশ্বাস।
West Bengal News Live:পান্ডুয়া ব্লকের সিমলাগড় কালীবাড়িতে পুজো দিয়ে প্রচারে নামলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্য়ায়
পান্ডুয়া ব্লকের সিমলাগড় কালীবাড়িতে পুজো দিয়ে প্রচারে নামলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্য়ায়। রবিবার পুজো দেওয়ার পর হুড খোলা গাড়িতে চড়ে জনসংযোগ করেন রচনা।
WB News Live Updates:আগামী দু-তিন দিনের মধ্য়ে বাংলায় লোকসভা ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস
আগামী দু-তিন দিনের মধ্য়ে বাংলায় লোকসভা ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। সূত্রের খবর, ১০ থেকে ১২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। প্রদেশ কংগ্রেসের তরফে প্রার্থীদের নাম ইতিমধ্য়েই হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে। সূত্রের খবর, হাইকমান্ডের তরফে সবুজ সঙ্কেত এলেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
West Bengal News Live:একের পর এক গ্রেফতারির পরও আতঙ্ক কাটছে না সন্দেশখালির
একের পর এক গ্রেফতারির পরও আতঙ্ক কাটছে না সন্দেশখালির! রবিবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালির রামপুর বাজার! অন্যদিকে, শনিবারের পর রবিবার ফের বিজেপির আইনজীবী সেলের ক্যাম্পে এসে ক্ষোভ উগরে দেন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ!
WB News Live Updates:ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে এখনও কোনও সিদ্ধান্তই নিতে পারেনি বাম ও আইএসএফ
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে এখনও কোনও সিদ্ধান্তই নিতে পারেনি বাম ও আইএসএফ। একে অপরের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ২ দলই। এদিকে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ক্ষেত্রে এবারে আর ইচ্ছাপ্রকাশ নয়, প্রস্তুতির কথা বললেন নৌশাদ সিদ্দিকি। নৌশাদের প্রার্থী হওয়াতে আপত্তি নেই সিপিএমেরও। কিন্তু তবু কি কোথাও, নৌশাদের এই কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে একটা চাপ বজার রাখছে বামেরা?
West Bengal News Live:বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বাঁকুড়ায় জোরদার জনসংযোগ সুভাষ সরকারের
বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বাঁকুড়ায় জোরদার জনসংযোগ সুভাষ সরকারের। শনিবার কেশিয়াকোলে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ির আশ্রমে পুজো দিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী। পুজোর পাশাপাশি চলল জনসংযোগও।