West Bengal News Live Updates: ফের করোনা আক্রান্ত হয়ে মৃত ১
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: আচমকা 'ভ্যানিশ' মুকুল রায় (Mukul Roy)? কোথায় গেলেন কৃষ্ণনগরের বিধায়ক (MLA)? ঘনীভূত রহস্য। মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের দাবি, সল্টলেকের (Saltlake) বাড়ি থেকে তাঁর বাবাকে নিয়ে যান ২ জন। তারপর থেকেই আর মুকুল রায়ের কোনও খোঁজ মিলছে না। এই পরিস্থিতিতে বাবার খোঁজ পেতে পুলিশের (Police) সঙ্গে যোগাযোগ করেছেন বীজপুরের প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক। এরই মধ্যে, দিল্লিগামী (Delhi) একটি বিমানের (Flight) টিকিটের (Ticket) ছবি ভাইরাল (Viral) হয়েছে, যেখানে নাম রয়েছে মুকুল রায়ের। তাহলে কি মুকুল রায় দিল্লি গেছেন? হঠাৎ করে কাউকে না জানিয়ে কেন দিল্লি গেলেন? জল্পনা বিভিন্ন মহলে।
এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন-
চিনার পার্কে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড। ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডে ছড়াল আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩টি ইঞ্জিন। দমকলের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।
পঞ্চায়েত ভোটের আগে পাড়ুইতে বোমাতঙ্ক! সোমবার বিকেলে পাড়ুইয়ের কুষ্ঠিগিরি গ্রামে তৃণমূলের নবগ্রাম ২ নম্বর বুথ পার্টি অফিসে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রের দাবি, সেই সময় তৃণমূলের পার্টি অফিসটি বন্ধ ছিল। পুলিশ সেই পার্টি অফিস খুলিয়ে, ভিতর থেকে পোড়া প্লাস্টিকের বালতি-সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করে। বোমা বিস্ফোরণ না অন্য কিছু? তা জানতে সংগৃহীত নমুনা, ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।
পা ভাঙতে না পারলে তৃণমূল করা ছেড়ে দেব। এই ভাষাতেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদের উদ্দেশে হুমকি দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। গ্রেফতার করা উচিত তৃণমূল নেতাকে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।
গল্ফগ্রিনের ক্যাফে মালিকের থেকে মোটা টাকা হাতানোর ছক। ভুয়ো ইডি আধিকারিক সেজে প্রতারণার অভিযোগে ইডির হাতে গ্রেফতার অভিযুক্ত। অন্যদিকে আইএএস অফিসার সেজে আর্থিক প্রতারণার অভিযোগে ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।
বাঁকুড়ার ওন্দার সভা থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ওন্দায় পাল্টা সভা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তার জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। বাগযুদ্ধে ফের উঠে এল পরিবারের প্রসঙ্গ। বিষয়টি নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।
WB LIVE News Updates: মোবাইলে ছবি তুলতে নিষেধ করায়, ওয়ার্ড অফিসে ঢুকে তৃণমূল মহিলা কাউন্সিলর সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ
মোবাইলে ছবি তুলতে নিষেধ করায়, ওয়ার্ড অফিসে ঢুকে তৃণমূল মহিলা কাউন্সিলর সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার কল্যাণী পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড অফিসের ঘটনা।
West Bengal News and Live Updates: ফের করোনা আক্রান্ত হয়ে মৃত ১
ফের করোনা আক্রান্ত হয়ে মৃত ১। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু মথুরাপুরের বাসিন্দার। বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ৭ জন।
WB LIVE News Updates: নোবেলজয়ী অর্থনীতিবিদের চিঠিকে গুরুত্ব না দিয়ে পাল্টা দাবি বিশ্বভারতীর
'বিশ্বভারতীর তোলা প্রশ্নের জবাব নেই, কালই বিতর্কের নিষ্পত্তি', নোবেলজয়ী অর্থনীতিবিদের চিঠিকে গুরুত্ব না দিয়ে পাল্টা দাবি বিশ্বভারতীর।
West Bengal News and Live Updates: জমি বিতর্কে বিশ্বভারতীর নোটিস, পাল্টা চিঠি নোবেলজয়ীর
'শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ম্যাজিস্ট্রেট নিরাপত্তার ব্যবস্থা করেছেন', উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে প্রতীচীতে নোটিস, পাল্টা চিঠি অমর্ত্য সেনের। জুনে শান্তিনিকেতনে ফেরার কথা জানিয়ে চিঠি নোবেলজয়ীর।
WB LIVE News Updates: জমি বিতর্কে বিশ্বভারতীর নোটিস, পাল্টা চিঠি নোবেলজয়ীর
জমি বিতর্কে বিশ্বভারতীর নোটিস, পাল্টা চিঠি নোবেলজয়ীর। 'লিজ শেষ হওয়ার আগেই বিশ্বভারতীর দাবি গ্রাহ্য নয়', ১৯৪৩ সাল থেকে জমি পরিবারের হাতে থাকার কথা বলে চিঠি।