West Bengal News Live: পঞ্চায়েত ভোটের জন্য পরীক্ষা পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ে
WB News Live: জেলা থেকে জেলা - গুরুত্বপূর্ণ খবর এক নজরে, এক ক্লিকে ।
LIVE
Background
কলকাতা: দলের শ্রীবৃদ্ধি ঘটাতে ইডি-সিবিআই ব্যবহার বিজেপির (BJP)। মুকুল-শুভেন্দুদের ভাঙানোর পর আমাকেও ভাঙানোর চেষ্টা, না হলে জেলে ঢোকাও। দাবি অভিষেকের (Abhishek Banerjee)।
৯ দিনে সন্ত্রাসের বলি ৭। খড়গ্রাম-ভাঙড়-নবগ্রাম-সুজাপুরের পর এবার দিনহাটা (Dinhata)। বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে নিয়ে ছুরি মেরে খুন। মৃতের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
রাজনীতি নয়, খুনের নেপথ্যে মহিলা সংক্রান্ত গণ্ডগোল। দাবি উদয়ন গুহর (Udayan Guha)। নেপথ্যে উদয়নের হাত। দলদাস পুলিশ, আগে থেকে পরকীয়ার গল্প তৈরি করেছে, পাল্টা নিশীথ (Nisith Pramanik)।
দিনহাটায় নিহত বিজেপি প্রার্থীর প্রস্তাবক ছিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক, আক্রমণ শুভেন্দুর (Suvendu Adhikari)। লাশের রাজনীতি করতে টুল পেতে শ্মশানের সামনে বসে থাকুন, কটাক্ষ কুণালের।
কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ নয়। ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে রাজ্য ও কমিশনের পাল্টা সুপ্রিম কোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ।
আশঙ্কার যৌক্তিকতা আছে, প্রতিক্রিয়া বিকাশের। ডিএ আন্দোলনকারীদের বাহিনীর দাবিতে একমত সুকান্ত। চাকরি ছেড়ে দিয়ে দাবি জানাক, পাল্টা জয়প্রকাশ।
পঞ্চায়েত ভোটে তৃণমূলের ভোট বৃদ্ধি পাবে। সিবিআই-ইডি প্রার্থী খুঁজে দেবে না। কেন্দ্রীয় বাহিনী থাকলেও জিতবে তৃণমূল। পঞ্চায়েতের পর দিল্লির বুকে আন্দোলন। হুঙ্কার অভিষেকের।
বিধায়কের কথা রাখা হয়নি। তৃণমূলের যাঁরা নির্দল, তাঁদের সমর্থনে প্রচার। মমতাকে অনুরোধ, ইসলামপুর পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। হুঙ্কার আব্দুল করিম চৌধুরীর।
মনোনয়ন পর্বেই বোমা-গুলি-খুন। ভাঙড় ১ নম্বর ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। ৯টি পঞ্চায়েত সমিতিতেও জয়। ভোট হবে শুধু জেলা পরিষদের দুটি আসনে।
ভোটের আগেই জয়। বজবজ, ফলতা, ক্যানিং, কাকদ্বীপ, উদয়নারায়নপুর, বাগনান, মিনাখাঁ, সন্দেশখালি, হাড়োয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল প্রার্থীরা। ১৮-র পুনরাবৃত্তি ২৩ শেও।
ভাঙড়ে নিহত কর্মীর বাড়িতে তৃণমূলের প্রতিনিধিদল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে অশান্তি ছড়াচ্ছে আইএসএফ, আক্রমণ তৃণমূলের। রক্ষকরাই গণতন্ত্র রক্ষা করতে পারছে না, পাল্টা সুজন।
ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষের পর সওকত মোল্লাকে জেড ক্যাটিগরির নিরাপত্তা। খুনের আশঙ্কা ক্যানিং পূর্বের বিধায়কের। ক্ষমতা চলে গেলে মানুষ পিটিয়ে মারবে, কটাক্ষ বিজেপির।
মনোনয়ন পর্ব মিটলেও অব্যাহত সন্ত্রাস। আরামবাগ থেকে বারাসাত। মনোনয়ন প্রত্যাহারে বিরোধী প্রার্থীদের বাড়ি ভাঙচুর, মনোনয়ন তুলতে চাপের অভিযোগ শাসকের বিরুদ্ধে। অস্বীকার তৃণমূলের।
নাম তুলতে 'সন্ত্রাস'
রাজভবনে কন্ট্রোল রুমে ১০০র বেশি অভিযোগ। প্রাণহানির আশঙ্কা বিজেপি সাংসদের। রাজ্যপালের নির্দেশের পর দার্জিলিঙের জেলাশাসককে দ্রুত পদক্ষেপের নির্দেশ কমিশনের।
মনোনয়ন প্রত্যাহারে বিরোধীদের চাপ, এটাই বিখ্যাত ডায়মন্ডহারবার মডেল। ট্যুইট শুভেনদুর। প্রমাণ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করুন, পাল্টা কুণাল।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সবকটি আসনেই প্রার্থী দিতে পারল না বিজেপি। বাকি আসনে নির্দলদের সমর্থন, দাবি শুভেন্দুর। মুখ বাঁচানোর চেষ্টা, পাল্টা তৃণমূল।
উত্তর থেকে দক্ষিণ। দিকে দিকে সন্ত্রাস। তাও সর্বত্র কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি রাজ্যের। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টে রাজ্য ও কমিশন।
West Bengal News Live: গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর স্বামী
বিজেপি নেতাকে গুলি করে খুনের পর, এবার কোচবিহারের দিনহাটায় গুলিবিদ্ধ হলেন তৃণমূল প্রার্থীর স্বামী। আক্রান্ত হয়েছেন আরও এক তৃণমূল কর্মী। এই ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল এবং বিজেপির চাপানউতোর।
WB News Live: পঞ্চায়েত ভোটের জন্য পরীক্ষা পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ে
পঞ্চায়েত ভোটের জন্য পরীক্ষা পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পিছোল বিএ, বিএসসি অনার্স ও জেনারেলের পরীক্ষা। ২৭ জুনের পরিবর্তে পরীক্ষা শুরু হবে ১৫ জুলাই
West Bengal News Live: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের চিঠির প্রেক্ষিতে এবার পাল্টা চিঠি ইডির
শুধুমাত্র বক্তৃতা কিম্বা, কুন্তল ঘোষের চিঠি-বিতর্ক নয়, নিয়োগ দুর্নীতি মামলায় সার্বিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য় তলব করা হয়েছে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের চিঠির প্রেক্ষিতে এবার পাল্টা চিঠি দিয়ে, এমনটাই জানিয়ে দিল ED।
WB News Live: টিকিট নিয়ে 'বিদ্রোহী' তৃণমূলের আরেক বিধায়ক
টিকিট নিয়ে 'বিদ্রোহী' তৃণমূলের আরেক বিধায়ক। আব্দুল করিমের পর এবার 'বিদ্রোহী' তেহট্টের তাপস সাহা। টিকিট দেওয়ার নামে অনিয়মের অভিযোগ খোদ বিধায়কের।
তালিকা মেনে টিকিট দেওয়া হয়নি বলে অভিযোগ বিধায়কের।
WB News Live: টিকিট নিয়ে 'বিদ্রোহী' তৃণমূলের আরেক বিধায়ক
টিকিট নিয়ে 'বিদ্রোহী' তৃণমূলের আরেক বিধায়ক। আব্দুল করিমের পর এবার 'বিদ্রোহী' তেহট্টের তাপস সাহা। টিকিট দেওয়ার নামে অনিয়মের অভিযোগ খোদ বিধায়কের।
তালিকা মেনে টিকিট দেওয়া হয়নি বলে অভিযোগ বিধায়কের।