West Bengal News Live Updates: নির্দলকে সমর্থন করে ভোট নষ্ট করবেন না, বললেন অভিষেক
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের খুন (Murder)! এবার বাসন্তীর (Basanti) ফুলমালঞ্চে গুলি করে খুন করা হল তৃণমূল (TMC) কর্মীকে। যুব বনাম মাদার তৃণমূলের দ্বন্দ্বেই খুন! অভিযোগ মৃতের ছেলের! যদিও গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব! এ নিয়ে পঞ্চায়েত ভোটের আগেই প্রাণ ঝরল ১৩ জনের।
রাজ্যের অন্যান্য খবরগুলি-
ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসিতে ভর্তির আগে নেতাজি ইন্ডোরে শুরু হল 'প্রি কাউন্সেলিং ফর ই-অ্যাডমিশান'। উদ্যোক্তা অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস বা APAY।চলবে দোসরা জুলাই পর্যন্ত।
পঞ্চায়েত ভোটের আগে প্রচারে সরগরম রাজ্য! অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুকান্ত মজুমদার, অধীর চৌধুরী থেকে সুজন চক্রবর্তী। বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত, চষে বেড়ালেন নেতারা। চলল একে অপরের বিরুদ্ধে আক্রমণ!
২০১৮ সালে তারকেশ্বরে জেলা পরিষদের আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন বর্তমানে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি শান্তনু বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের ভয় দেখিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার, সেই আসনেই চতুর্মুখী লড়াই হতে চলেছে।
বিবাহ বিচ্ছেদের মামলার শুনানিতে আলিপুর আদালত চত্বরেই বাগযুদ্ধে জড়ালেন শোভন ও রত্না চট্টোপাধ্যায়। তখন সেখানেই ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। ভাইরাল হয়েছে সেই ভিডিও। এনিয়ে, রত্না চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন শোভন-বৈশাখী। এনিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি রত্না চট্টোপাধ্যায়।
ভাঙড়, ক্য়ানিং-এর পর এবার সন্ত্রাস কবলিত কোচবিহার। মৃত বিজেপি নেতার বাড়ি থেকে আহত তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। কোচবিহার সার্কিট হাউসে সি ভি আনন্দ বোসের কাছে নালিশ জানাতে হাজির হয় বিজেপি-বাম-কংগ্রেসের প্রতিনিধিরা। রাজ্য়পালের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগে ফের সরব হয়েছে তৃণমূল।
ভোটের প্রচারে গিয়ে পূর্ব বর্ধমানের ভাতারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। বিধায়ককে কাদা ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা! কেউ জোর করেনি, নিজেই হেঁটেছি, দাবি বিধায়কের। ভোট মিটলেই পাকা রাস্তার আশ্বাস। ট্যুইট করে খোঁজা শুভেন্দুর। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
বারবার কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালত পর্যন্ত ছুটে গিয়েছে বিরোধীরা। অবশেষে আদালতের ভর্ৎসনার মুখে পড়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আনছে রাজ্যে নির্বাচন কমিশন। কিন্তু, সেই কেন্দ্রীয় বাহিনীকেও বুথের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে, কমিশনকে তুলোধনা করল বিরোধী শিবির।
Abhishek Banerjee: নির্দলকে সমর্থন করে ভোট নষ্ট করবেন না, বললেন অভিষেক
নির্দল নিয়ে কড়া তৃণমূল। মানুষ যাকে চেয়েছে তাকেই প্রার্থী করা হয়েছে। নির্দলকে সমর্থন করে ভোট নষ্ট করবেন না। কারণ আগামীদিনে নির্দলদের আর তৃণমূলে ফেরানো হবে না। মালদার সভা থেকে ফের কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Abhishek Banerjee: সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী, প্রতিবাদে রাস্তা অবরোধ
পঞ্চায়েত ভোটের আগে ফের চলল গুলি। সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী। তিনপাকুরিয়া অঞ্চলের বাবুপুরে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী আরিফ শেখ। গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীকে আনা হল সামশেরগঞ্জ ব্লক হাসপাতালে। সামশেরগঞ্জের তৃণমূল বিধায়কের সামনেই গুলি চালানোর অভিযোগ কংগ্রেসের। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কংগ্রেসের।
Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটের আগে ফের চলল গুলি, সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী
পঞ্চায়েত ভোটের আগে ফের চলল গুলি। সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী। তিনপাকুরিয়া অঞ্চলের বাবুপুরে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী আরিফ শেখ। গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীকে আনা হল সামশেরগঞ্জ ব্লক হাসপাতালে।
Durga Puja 2023: খুঁটিপুজো হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে
ঢাকে কাঠি পড়তে এখনও সাড়ে তিনমাস বাকি! তার আগেই, রবিবার খুঁটিপুজো হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে।
পঞ্চাশ পেরিয়ে এবার একান্ন বছরে পা। শুধু সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বয়স নয়...বড়িশা প্লেয়ার্স কর্ণারের দুর্গাপুজোর বয়সও ততই। সৌরভকে রেখে এই খুঁটিপুজো করতে চেয়েছিলেন উদ্য়োক্তারা। কিন্তু, সামান্য ভুল বোঝাবুঝিতে তা হয়ে ওঠেনি। তবে এদিন উপস্থিত ছিলেন, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্য়ায়।
Basanti Murder: বাবার মৃত্যুর জন্য দায়ী তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দাবি বাসন্তীতে খুন হওয়া যুব তৃণমূলকর্মীর মেয়ের
বাবার মৃত্যুর জন্য দায়ী, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দাবি বাসন্তীতে খুন হওয়া যুব তৃণমূলকর্মীর মেয়ের। এবারই প্রথম তৃণমূলের হয়ে তিনি নেমেছেন ভোটের ময়দানে। রাজ্যপুলিশ নয়, রাজ্যপালে আস্থা প্রকাশ করে দাবি করেছেন সিবিআই তদন্ত। ঘটনাকে ঘিরে ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।