West Bengal News Live: আরাবুল-পুত্র হাকিমুলকে প্রগতি ময়দান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের
West Bengal News: এক নজরে আজকের শিরোনাম ।
LIVE
Background
ত্রিপুরা (Tripura), মেঘালয় (Meghalaya), নাগাল্য়ান্ডে (Nagaland) উঠবে গেরুয়া ঝড়? ত্রিপুরা-মেঘালয়ে কেমন হবে তৃণমূলের (TMC) ফল?
বেসরকারি কেন্দ্রে খরচ সাড়ে ৪ হাজার থেকে ২২ হাজার! বেড, আইসিইউয়ের পরে এবার সরকারি কেন্দ্রে অ্যাডিনো টেস্ট (Adenovirus Test Kit) কিটেরও সঙ্কট। ১ সপ্তাহ বন্ধ পরীক্ষা।
কো মর্বিডিটিতে (Co morbidity) বাড়ছে শিশু মৃত্যু, দাবি স্বাস্থ্য সচিবের। দুর্বল পরিকাঠামো, তাই শুধুই রেফার, কটাক্ষ বিরোধীদের। করোনাকাল মনে করিয়ে জবাব তৃণমূলের।
অর্পিতার পর এবার শান্তিপ্রসাদের (S P Sinha) বাড়িতে কেজি কেজি সোনা, কাঁড়ি কাঁড়ি টাকা, দেড় হাজার প্রার্থীর তালিকা পেল সিবিআই। সন্তোষপুরের ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি।
জেলবন্দি এসএসসির প্রাক্তন উপদেষ্টার ফ্ল্যাট থেকে সোনা-টাকা-প্রার্থীর তালিকা উদ্ধার। বেনামে সন্তোষপুরের ফ্ল্যাট, সম্পত্তির নথিও পাওয়ার দাবি সিবিআইয়ের।
দুর্নীতিতে উপকৃত, কাটাতেই হবে কিছু বিনিদ্র রাত, তাড়াহুড়ো নেই কোর্টের। চাকরিচ্যুতদের জানিয়ে দিলেন বিচারপতি। সহানুভূতি চাইবেন না বলেও কড়া বার্তা।
মেধার ভিত্তিতে প্রাথমিকে শূন্যপদ পূরণের নির্দেশ হাইকোর্টের। ২০০৯-এ দক্ষিণ ২৪ পরগনায় ৩২৮টি শূন্যপদ। ১৭ এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ।
West Bengal Live: আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়ি দুর্ঘটনার কবলে
রাতের কলকাতায় ফের বেপরোয়া গতি। মেট্রোপলিটনের কাছে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে ঢুকল গাড়ি। ধাক্কা মারল উল্টোদিক থেকে আসা গাড়ির সঙ্গে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সোয়া দশটা নাগাদ বেপরোয়াভাবে সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটামুখী একটি গাড়িতে ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। প্রত্যক্ষদর্শী সূ্ত্রে দাবি, গাড়িটি চালাচ্ছিলেন হাকিমুলই। মেট্রোপলিটনের কাছে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে উল্টোদিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা মারে। পুলিশ বেপরোয়া গাড়িটিকে আটক করেছে। আরাবুল-পুত্র হাকিমুলকে প্রগতি ময়দান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রগতি ময়দান থানায় পৌঁছোলেন আরাবুল ইসলাম।
WB News Live Update: সাগরদিঘি নিয়ে কী প্রতিক্রিয়া মমতার
সাগরদিঘিতে বাম-কংগ্রেসের অনৈতিক জোট হয়েছে, তীব্র নিন্দা করছি, প্রতিক্রিয়া তৃণমূল নেত্রীর।
WB News Live: লাল-সবুজ আবির মিলে মিশে গেল সাগরদিঘির উপনির্বাচনের ফলে
লাল-সবুজ আবির মিলে মিশে গেল সাগরদিঘির উপনির্বাচনের ফলে। পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। বামের সমর্থনে বিধানসভায় খাতা খুলল কংগ্রেস, হাতে এল সাগরদিঘি।
West Bengal Live: জামিনের আবেদন খারিজ, ফের জেল হেফাজতে পার্থ, শান্তিপ্রসাদরা
জামিনের আবেদন খারিজ, ফের জেল হেফাজতে পার্থ, শান্তিপ্রসাদরা। পার্থ, শান্তিপ্রসাদ, কল্যাণময়, সুবীরেশ, চন্দন-সহ ১৩জনেরই জেল হেফাজত। নিয়োগ দুর্নীতে ১৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের।
WB News Live Updates: 'বোমা বাঁধতে পারলে কি বাড়তি নম্বর পাওয়া যায়?'
'বোমা বাঁধতে পারলে কি বাড়তি নম্বর পাওয়া যায়?' 'বীরভূমে পেটো বাঁধলে কত নম্বর পাওয়া যায়?' প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলার শুনানিতে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের