West Bengal News Live Updates: কাল শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, 'এর সঙ্গে বাণিজ্য বা বিশ্বের কোনও যোগ নেই', কটাক্ষ শুভেন্দুর
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: ২৯ নভেম্বর ধর্মতলায় (Dharmatala) সমাবেশে 'না' পুলিশের (Police), হাইকোর্টের (Calcutta Highcourt) দ্বারস্থ বিজেপি (BJP)। বিজেপি সভায় উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। আগামী বুধবারের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজ্যকে নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। 'আমাদের দেশ স্বাধীন, মানুষ যেখানে মন চায় সেখানে যেতে পারেন', সবার সমানাধিকার থাকা উচিত, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 'কোনও কারণ না দেখিয়ে দু'বার অনুমতির আবেদন খারিজ করা হয়েছে'। এতেই সন্দেহের উদ্রেক হয়, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে-
জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি। জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এক সপ্তাহ পর ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত নজরুল মণ্ডল, আকবর ঢালি ও আমানুল্লা জমাদার তৃণমূলের সক্রিয় কর্মী বলে স্থানীয় সূত্রে খবর। গত সোমবার ভোরে জয়নগরের বামনগাছিতে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে। অভিযোগ, তার জেরে ৫ কিলোমিটার দূরে দলুয়াখাকি গ্রামে সিপিএম কর্মী, সমর্থকদের ১৬টি বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশি পাহারায় গ্রামে ফিরলেও, এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে মাথার ওপর ছাদ হারানো পরিবারগুলো। তৃণমূল নেতা খুনে সিপিএমের এক নেতা-সহ ৩ জনকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।
আসল অপরাধীদের আড়াল করতে চাইছে সরকার। এটা বুঝতে পারছে না যে, এতে রাজ্যের অন্যান্য অংশে শাসক দলের কর্মীরা খুনোখুনিতে উৎসাহ পাবে, মন্তব্য সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যর।
বাম-কংগ্রেসের পর এবার আমরা আক্রান্ত-কেও বাধা। দলুয়াখাকি গ্রামে যেতে বাধা অম্বিকেশ মহাপাত্রদের। আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিরও রাস্তা আটকেছিল পুলিশ।
পূর্ব মেদিনীপুরের মহিষাদলে কেশবপুর সমবায় সমিতির অনুষ্ঠানে ধুন্ধুমার। মহিষাদলের তৃণমূল বিধায়কের সামনেই 'চোর ধরো, জেল ভরো স্লোগান'। ঘটনা ঘিরে সমবায় সমিতির অনুষ্ঠানে তুলকালাম। তৃণমূল বিধায়কের সামনেই মারপিট, চেয়ার ছোড়াছুড়ি ।
তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্বে'র জেরে মুর্শিদাবাদে আক্রান্ত পুলিশ। রেজিনগরে পুলিশের গাড়ি ভাঙচুর। রেজিনগরের বিধায়ক রবিউল আলমে অনুগামী কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ। তৃণমূল ব্লক সভাপতি আতাউর রহমানের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ, গতকাল রাতে আক্রান্ত ছাত্রকেই গ্রেফতার করতে যায় পুলিশ। পরিবার ও গ্রামবাসীরা বাধা দিলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রেজিনগরের তৃণমূল বিধায়কের।
WB News LIVE Updates: বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করল শান্তিনিকেতন থানার পুলিশ
বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করল শান্তিনিকেতন থানার পুলিশ। হইকোর্টের নির্দেশে ৩ টি মামলায় এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রেকর্ড করা হয় বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের বয়ান।
West Bengal News LIVE Updates: মহেশতলায় পুলিশ-প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দখল করা হয়েছে সরকারি জমি
মহেশতলায় পুলিশ-প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দখল করা হয়েছে সরকারি জমি। রাতারাতি খাস জমিতে বানিয়ে ফেলা হয়েছে দোকানঘর। বেআইনি নির্মাণের নেপথ্যে রয়েছে প্রভাবশালী-যোগ, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। খাস জমি দখলের কথা স্বীকার করেও পুলিশের ঘাড়ে দায় ঠেলেছেন পুর চেয়ারম্যান। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
WB News LIVE Updates: ধর্মতলায় অমিত শাহর সভা নিয়ে, বুধবারের মধ্যে রাজ্য় সরকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
ধর্মতলায় অমিত শাহর সভা নিয়ে, বুধবারের মধ্যে রাজ্য় সরকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক দশক আগে এই ধর্মতলাতেই, অমিত শাহর সভার অনুমতি দেয়নি প্রশাসন। যার জেরে হাইকোর্টে গিয়ে অনুমতি আদায় করতে হয় বিজেপিকে। কয়েকমাস আগে ধর্মতলায় ইনসাফ সভার অনুমতি পায়নি বামেরাও। বারবার অনুমতি বিতর্ক নিয়ে রাজ্য় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা যুক্তি দিয়েছে শাসকও।
West Bengal News LIVE Updates: ভর সন্ধ্যায় কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন
ভর সন্ধ্যায় কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন। ৬ নম্বর জাতীয় সড়কের দেউলবাড়ে ব্যবসায়ীকে গুলি করে লুঠ । কোলাঘাটে দোকান বন্ধ করে পাঁশকুড়া ফেরার সময় হামলা । বাড়ি ফেরার সময় স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ধরে গুলি, টাকা নিয়ে চম্পট। জাতীয় সড়কেই সমীর পড়িয়া নামে স্বর্ণ ব্য়বসায়ীকে গুলি করে খুন
WB News LIVE Updates: মুর্শিদাবাদে তৃণমূল বিধায়কের অনুগামীকে মারধরের অভিযোগ উঠল দলেরই ব্লক সভাপতির দলবলের বিরুদ্ধে
মুর্শিদাবাদে তৃণমূল বিধায়কের অনুগামীকে মারধরের অভিযোগ উঠল দলেরই ব্লক সভাপতির দলবলের বিরুদ্ধে। আক্রান্তের পরিবারের দাবি, পুলিশ অভিযোগই নেয়নি।উল্টে আক্রান্তকেই গ্রেফতার করতে আসে। তখনই গ্রামবাসীদের রোষের মুখে পড়ে পুলিশ। অন্য়দিকে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সমবায় সমিতির অনুষ্ঠানে, তৃণমূল বিধায়কের সামনেই, 'চোর ধরো, জেল ভরো স্লোগান' দিলেন বিজেপি কর্মীরা।