West Bengal News Live: আনিস খুনে জড়িতদের শাস্তির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, যাদবপুর, আলিয়ায় বিক্ষোভ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: রবিবার ১০৮টি পুরসভার (Municipal) সঙ্গেই ভোট হবে রাজপুর (Rajpur)-সোনারপুরের (Sonarpur) ৯ নম্বর ওয়ার্ডেও। বাসিন্দাদের অভিযোগ, বারবার রাস্তা থেকে পানীয় জল, নিকাশী ব্যবস্থার সমস্যার কথা প্রশাসনকে জানালেও তার সমাধান হয়নি। বাসিন্দাদের অভিযোগকে হাতিয়ার করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রাস্তার একাংশে উঠে গেছে আলকাতরার প্রলেপ। যত্রতত্র খানাখন্দ। বাসিন্দাদের অভিযোগ, অল্প বৃষ্টিতেই দুর্ভোগের অন্ত থাকে না। এ ছবি দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লীর। রবিবার ১০৮ পুরসভার ভোটের লাইনে দাঁড়াবেন এখানকারও প্রায় হাজারপাঁচেক মানুষ। তাঁদের অভিযোগ, রাস্তা থেকে পানীয় জল, নিকাশী ব্যবস্থার সমস্যা দীর্ঘদিনের।
রাজপুর সোনারপুর পুরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজয়লক্ষ্মী ভৌমিক, "রাস্তার এমন অবস্থা হাঁটা যায় না। অ্যাম্বুলেন্স ঢোকার পরিস্থিতি নেই। বর্ষাকালে খুবই সমস্যা হয়।" আরেক বাসিন্দা মলিনা নাথ, "অনেক দূর থেকে জল আনতে হয়। বর্ষাকালে আরও অসুবিধা। কল জলে ডুবে যায়। এখানে পাইপ লাইনের জল নেই।"
এলাকার বাঁশের সাঁকোটির সংস্কারের দাবি বহুদিনের। বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলরদের দায় ঠেলাঠেলিতে তা বিষ বাঁও জলে। গত ১০ বছর ধরে এই ৯ নম্বর ওয়ার্ড ছিল তৃণমূলের দখলে। সব রাস্তা মেরামত করা হয়নি বলে স্বীকার করে নিয়েছেন বিদায়ী কাউন্সিলর। যা নিয়ে আক্রমণ করতে ছাড়েনি সিপিএম।
রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূলের ৯ নম্বর ওয়ার্ড, বিদায়ী কাউন্সিলর হেমন্ত বসু বলেন, "এই ওয়ার্ডে জনসংখ্যা ও এলাকা বেশি। সেই কারণে সব রাস্তা করা সম্ভব হয়নি। এই ওয়ার্ডে ফান্ড অনেক কম।" অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার সিপিএম সম্পাদক শমীক লাহিড়ি, "শুধু লুঠ হয়েছে। আগে জল জমা কোন সমস্যা ছিল না। ১২ বছর আগে পানীয় জলের পরিকল্পনা করে ছিল বামফ্রন্ট। ১২ বছরে বাস্তবায়িত করতে পারলো না তৃণমূল। শুধুমাত্র আবাসন হবে আর কাট মানি খাবে।"
প্রতিবারের মতো এবারও প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দিয়েছেন সব দলের প্রার্থীরা। কিন্তু কাজ কি হবে? সেই অপেক্ষায় রয়েছেন রাজপুর-সোনারপুরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
WB News Live Updates: আনিসের দাদাকে হুমকির অভিযোগ
সিবিআই তদন্তের দাবি থেকে না সরলে দুনিয়া থেকেই সরিয়ে দেব! গভীর রাতে এমনই হুমকি দিয়ে ফোন আসছে বলে অভিযোগ করলেন নিহত আনিসের দাদা!
West Bengal News Live Updates: ইংরেজবাজারে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ
পুরভোটের আগে ইংরেজবাজারে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠল। ভিডিয়ো ভাইরাল হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
WB News Live Updates: প্রধান শিক্ষিকাকে মাথা কেটে নেওয়ার হুমিক বিষ্ণুপুরে
থানায় অভিযোগ জানানোর পরেও, প্রাণনাশের হুমকি দিয়ে মাওবাদীদের নামে ফের প্রধান শিক্ষিকাকে চিঠি! ঘুষ ও তোলাবাজির অভিযোগ তুলে রবিবার গভীর রাতে মাথা কেটে নেওয়ার হুমকি! বিষ্ণুপুর থানায় আবার অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষিকা। পুলিশের সন্দেহ, ঘটনার নেপথ্যে রয়েছে স্কুলেরই কোনও ছাত্রী!
West Bengal News Live Updates: ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের
পুরভোটে কাঁচা বাঁশ ব্যবহারের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইতে প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের।
WB News Live Updates: আনিস হত্যার তদন্ত নিয়ে রাজনৈতিক চাপানউতোর
আমতাকাণ্ডে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী দাবি করছেন, নিরপক্ষে তদন্ত হচ্ছে। কিন্তু, পাল্টা বিরোধীদের দাবি, যেখানে খোদ পুলিশই হত্যাকাণ্ডে জড়িত, সেখানে তাদের নিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।