West Bengal News Live Updates: 'পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু সিবিআইয়ের কোনও নোটিস পাননি', দাবি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
- পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম রাজ্যের মন্ত্রীকে তলব। ৩১ অগাস্ট নিজাম প্যালেসে দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব সিবিআইয়ের। চিঠি পেলে যাব, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের।
- শান্তিপুর, কৃষ্ণনগর পুরসভার পর এবার দক্ষিণ দমদম পুরসভা। অয়ন শীলের সংস্থাকে কীভাবে পুর নিয়োগের টেন্ডার ? জানতে চায় সিবিআই।
- ২০১৬ থেকে পুর নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য সিবিআইয়ের হাতে। কী ভূমিকা ছিল দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন উপ পুরপ্রধান সুজিত বসু ও পুরপ্রধানের?
- পরামর্শ দেওয়ার নামে কোম্পানির থেকে কোটি কোটি টাকা নিয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস। কোন পরামর্শের নামে এত টাকা লেনদেন ? আদৌ অস্তিত্ব আছে কোম্পানিগুলির ? খতিয়ে দেখছে ইডি।
- কনসালটেন্সি ফার্মের আড়ালে অন্য খেলা ? নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে উদ্ধার হার্ড ডিস্কে বেশ কিছু কোম্পানির নাম, খবর ইডি সূত্রে।
- এথিক্যাল হ্যাকারের মাধ্যমে লিপস অ্যান্ড বাউন্ডসের ওয়েবসাইট থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য, দাবি সুকান্তর। ইডি প্রতিহিংসাপরায়ণ কেন্দ্রের এজেন্ট, পাল্টা সৌগত।
- স্ট্রংরুমে ব্যালটে কারচুপির অভিযোগে মামলা, সিসিটিভি ফুটেজ সরেজমিনে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে মেখলিগঞ্জে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
- মাটিগাড়ায় সকুলছাত্রীর মৃত্যুর প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। যোগীরাজ্যের মতো এনকাউন্টার দাওয়াই শুভেন্দুর। অরাজকতা তৈরির চেষ্টা, পাল্টা জয়প্রকাশ।
- খেজুরিতে শুভেনদুর সভা বাতিল করে প্রশ্নের মুখে পুলিশ। ১৪৪ ধারা জারির নির্দেশিকা খারিজ। বিরোধীদের আটকাতে বাচ্চাদের মত যুদ্ধ কেন? প্রশ্ন বিচারপতির। ২৬ অগাস্ট সভার অনুমতি।
- যাদবপুরকাণ্ডের পর এবার এসএসকেএমের লেডিস হস্টেলে নার্সিং পড় ুয়ার রহস্যমৃত্যু। শৌচাগার থেকে দেহ উদ্ধার। আজ ভবানীপুর থানায় তলব মৃতার বন্ধুকে।
- দুর্গাপুরে বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে ছাত্রের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার। নেপথ্যে কোনও রহস্য? তদন্তে নিউটাউনশিপ থানার পুলিশ।
- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভির দাবিতে সরব, স্বরূপনগরে বিরোধিতায় তাণ্ডব তৃণমূল ছাত্র পরিষদের! ভাঙচুর আসবাব, সিসি ক্যামেরা। পড়ুয়াদের দাবিতে সমর্থন তৃণমূল বিধায়কের!
- যাদবপুরকাণ্ডে ৫ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে প্রাক্তনী জয়দীপ ঘোষ। খারিজ জামিনের আবেদন। পুলিশকে বাধা ও গেট আটকানোর অভিযোগ। তথ্য গোপন করছেন জয়দীপ, খবর পুলিশ সূত্রে।
- যাদবপুরকাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে পৃথক তদন্ত করা যায় ? উপাচার্যকে দেখতে বললেন রাজ্যপাল। আজ থেকে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু, জানালেন উপাচার্য।
- র্যাগিংয়ের অভিযোগে কড়া পদক্ষেপ বিশ্বভারতীর। ৩ ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার। ২ সেমেস্টার সাসপেন্ড। বিশ্ববিদ্যালয়ের বৈঠকে সিদ্ধান্ত।
- নির্বাচন না করার জের। ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করল বিশ্ব কুস্তি সংস্থা। সিদ্ধান্তের কথা জানিয়ে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে চিঠি। বিপাকে ভারতীয় কুস্তিগিররা।
- এবার ভারতে নেইমার! এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ISL টিম মুম্বই সিটি এফসি-র সঙ্গে একই গ্রুপে সৌদির আল হিলাল। আল হিলালের হয়েই এদেশে খেলবেন ব্রাজিলিয় তারকা।
- ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সুজিত সরকারের 'সর্দার উধম' মোট পাঁচটি বিভাগে সম্মানিত। ছটি বিভাগে সেরা আরআরআর। সেরা বাংলা ছবি কালকক্ষ।
West Bengal News Live Updates : 'শিলিগুড়িতে একযোগে বিজেপির জেলা কমিটি থেকে পদত্যাগ করলেন ৩০ জন
জেলা কমিটি ঘিরে অসন্তোষ। শিলিগুড়িতে একযোগে বিজেপির জেলা কমিটি থেকে পদত্যাগ করলেন ৩০ জন। তালিকায় রয়েছেন ফাঁসিদেওয়ার বিধায়কও। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
West Bengal News Live: রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃতের নাম ববিতা রায়। বয়স ৩৫ বছর। দক্ষিণ দমদম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের, ক্ষুদিরাম সরণীর বাসিন্দা ছিলেন তিনি। ডেঙ্গির উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ, দক্ষিণ দমদম পুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুপুর ৩টেয় সেখানেই মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে NS1 পজিটিভ লেখা আছে।
West Bengal News Live Updates : 'পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু সিবিআইয়ের কোনও নোটিস পাননি', দাবি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের
'পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু সিবিআইয়ের কোনও নোটিস পাননি। সুজিত বসুর সঙ্গে কথা বলেছি, সিবিআইয়ের এরকম কোনও নোটিস পাননি', দাবি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। ৩১ অগাস্ট পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রীকে তলব, সিবিআই সূত্রে খবর । ৩১ অগাস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে সুজিত বসুকে তলব, সিবিআই সূত্রে খবর। আজ পর্যন্ত কোনও নোটিস পাইনি, দাবি দমকলমন্ত্রী সুজিত বসুর।
West Bengal News Live: এবিভিপির মিছিলে 'গোলি মারো'
এবার এবিভিপির মিছিলে উঠল গোলি মারো স্লোগান। গ্রেফতার করা উচিত, আক্রমণ কুণালের। ঘুম ভাঙুক রাজ্যের, পাল্টা বিজেপি।
West Bengal News Live : মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা রাজ্য়পালের
রাজ্য় সরকারের নীতি শ্রমিকদের পরিযায়ী হওয়ার ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলে। মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এমনই মন্তব্য় করলেন রাজ্য়পাল। উনি উপ রাষ্ট্রপতির দৌড়ে আছেন, কটাক্ষ করেছে তৃণমূল। নিহতদের পরিবার পিছু ১ জনের চাকরির দাবিতে এদিন রাজ্য়পালের কাছে ডেপুটেশন দেয় কংগ্রেসের প্রতিনিধি দল।