West Bengal News Live: শেখ শাহাজাহানকে আড়াল করছে না তৃণমূল, স্পষ্ট বার্তা অভিষেকের
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
![West Bengal News Live: শেখ শাহাজাহানকে আড়াল করছে না তৃণমূল, স্পষ্ট বার্তা অভিষেকের West Bengal News Live: শেখ শাহাজাহানকে আড়াল করছে না তৃণমূল, স্পষ্ট বার্তা অভিষেকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/baf15fdbfeedc3eb61ab001e471c8138170882344936151_original.jpeg)
Background
সন্দেশখালি (Sandeshkhali Chaos) নিয়ে তোলপাড়ের মধ্যেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ভোটের দিন ঘোষণার আগেই ১ মার্চ ১০০ কোম্পানি, ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি।
বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন কমিশন। ৩ মার্চ ফুল বেঞ্চ আসার আগেই আসছে কেন্দ্রীয় বাহিনী। আদর্শ আচরণবিধি চালুর আগে কীভাবে? প্রশ্ন তৃণমূলের।
ভোটের আগে পুলিশের বদলি নিয়ে কড়া কমিশন। একই লোকসভা কেন্দ্রের মধ্যে আমলাদের বদলিতে নিষেধাজ্ঞা। পাশের জেলায় বদলির ক্ষেত্রেও একই নির্দেশ।
৫২ দিন পার, ফেরার সন্দেশখালির বাঘ। ইডির কোর্টে বল ঠেললেন সেচমন্ত্রী।
এখনও অধরা শেখ শাহজাহান। সন্দেশখালি গিয়ে দায় এড়াতে হিমশিম মন্ত্রী।
সন্দেশখালিতে ড্যামেজ কন্ট্রোলে দুয়ারে পুলিশ। ক্যাম্পে ৭৩টি অভিযোগের মধ্যে সিরাজের বিরুদ্ধেই হাফ সেঞ্চুরি পার।
দাদার পর ফাঁস ভাইয়ের কীর্তি! শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নামে খেলার মাঠ দখলের পর এবার সিরাজের বিরুদ্ধে জমি হাতিয়ে আস্ত বাজার তৈরির অভিযোগ।
WB News Live: ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ থাকার পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া।
Abhishek on Sandeshkhali: শেখ শাহাজাহানকে আড়াল করছে না তৃণমূল, স্পষ্ট বার্তা অভিষেকের
'শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে সেটা বিচারব্যবস্থা করছে', এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস আড়াল করছে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। শেখ শাহজাহানের গ্রেফতার না হওয়া প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় বিচারব্যবস্থার একাংশ।
WB News Live: সন্দেশখালি ইস্যুতে মেয়ো রোডে গাঁধী মূর্তির নীচে বিজেপির ৩ দিনের ধর্না কর্মসূচিতে না কলকাতা পুলিশের
সন্দেশখালি ইস্যুতে মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে বিজেপির তিন দিনের ধর্না কর্মসূচিতে না কলকাতা পুলিশের। অনুমতি চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি। সন্দেশখালি ইস্যুতে সোমবার থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না কর্মসূচির প্রস্তুতি শুরু করে দেয় বিজেপি। তবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা ও গান্ধী মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের অবস্থান, এই কারণে অনুমতি দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
Sandeshkhali Incident: শেখ শেহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের
অবশেষে শেখ শেহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। জমি জবর দখল, মারধর, হুমকি সহ ১০০টিরও বেশি অভিযোগ জমা পড়ে পুলিশের ক্যাম্পে। অভিযোগ খতিয়ে দেখে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর পুলিশের। এফআইআর দায়ের হলেও এখনও সিরাজের খোঁজ পায়নি পুলিশ।
WB News Live: আনন্দপুরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ৫০-টিরও বেশি ঝুপড়ি
আনন্দপুরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ৫০-টিরও বেশি ঝুপড়ি। মাথার ওপর ছাদ হারাল বহু পরিবার। কেউ কেউ শেষ সম্বলটুকু খুইয়েছেন। দমকলের ১০টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে খাক গৃহস্থালির জিনিস থেকে শুরু করে টাকাকড়ি, সোনাদানা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)