West Bengal News Live: মহেশতলায় বাইকের গ্যারাজে বিধ্বংসী আগুন, বালকের মৃত্যু
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
চিংড়িঘাটার সুকান্তনগরে বাড়িতে আগুন (Fire)। গ্যাস সিলিন্ডার ফেটে জখম ৭ জন। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
রাজ্যপালের হাতেখড়ি ঘিরে তুঙ্গে তরজা। হাতেখড়ি হয় নিরক্ষরদের, এতে রাজভবনের সম্মান বাড়বে না। অনুষ্ঠানে গরহাজির থেকে মন্তব্য শুভেন্দুর।
মর্যাদার কথা মনে ছিল না ধনকড়ের সময়ে? প্রশ্ন কুণালের।
রাজ্যপালের মুখে জয় বাংলা। ওটা বাংলাদেশের স্লোগান, আক্রমণে শুভেন্দু। দিল্লি গেলেন সিভি আনন্দ বোস। কেন? জল্পনা বাড়ল বিরোধী দলনেতার মন্তব্যে।
দিল্লিতে নিশ্চয়ই কিছু লোক আছেন, যাঁরা আমাকে পছন্দ করেন না! ঘুরপথে তাঁর প্রতি মোদি সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন অমর্ত্যর। জমি বিতর্কে নোবেলজয়ীকে নিশানা বিশ্বভারতীর উপাচার্যর।
পঞ্চায়েত ভোটের আগে নাম না করে তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি মীনাক্ষী মুখোপাধ্যায়ের।
বাড়িতে কীভাবে নিয়োগ সংক্রান্ত নথি? ঘুষের টাকা পৌঁছত কোন প্রভাবশালীর হাতে? হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডি-র।
WB News Live Updates: মহেশতলায় বাইকের গ্যারাজে বিধ্বংসী আগুন, বালকের মৃত্যু
মহেশতলায় বাইকের গ্যারাজে বিধ্বংসী আগুন, বালকের মৃত্যু। সন্ধে সওয়া ৭টা নাগাদ বিধ্বংসী আগুন। পুড়ে ছাই একাধিক বাইক।
আগুনে পুড়ে গ্যারাজের ভিতরে থাকা বালকের মর্মান্তিক মৃত্যু।
West Bengal News Live: মুর্শিদাবাদে ফের শ্যুটআউট, এবার ডোমকলে
মুর্শিদাবাদে ফের শ্যুটআউট, এবার ডোমকলে। যুবকের পেটে গুলি, অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি যুবক। বাইক আরোহী দুই দুষ্কৃতীর খোঁজে পুলিশের তল্লাশি । ৪ দিনে দু'বার, মুর্শিদাবাদে ফের চলল গুলি।
WB News Live Updates: আবারও কুমিরের দেখা মিলল ফরাক্কায়
আবারও কুমিরের দেখা মিলল ফরাক্কায়। ফরাক্কা বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আছুয়া গঙ্গা ঘাটের পর এ বার ফারক্কার শঙ্করপুর সংলগ্ন ফিটার ক্যানেলের এলাকায় দেখা মিলল বিশালাকার এই কুমিরের। শুক্রবার দুপুরে স্থানীয়রা গঙ্গার ধারে কুমিরটিকে শুয়ে থাকতে দেখেন। ক্যামেরাবন্দিও করেন অনেকে। কাছে যেতেই কুমিরটি গঙ্গার জলে নেমে যায়।
West Bengal News Live: জমির পর এবার নোবেল নিয়ে অমর্ত্য সেনকে নিশানা করলেন বিশ্বভারতীর উপাচার্য
জমির পর এবার নোবেল নিয়ে অমর্ত্য সেনকে নিশানা করলেন বিশ্বভারতীর উপাচার্য। অমর্ত্য সেন নোবেল প্রাইজ পাননি, দাবি বিদ্য়ুৎ চক্রবর্তীর। উপাচার্যের মন্তব্য় নিয়ে সমালোচনার ঝড় বইছে।
WB News Live Updates: বীরভূমে ফের বিক্ষোভের মুখে পড়লেন 'দিদির দূত' বিকাশ রায় চৌধুরী
বীরভূমে ফের বিক্ষোভের মুখে পড়লেন 'দিদির দূত' বিকাশ রায় চৌধুরী। সিউড়ির বিধায়কের কাছে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানালেন গ্রামবাসীরা। যদিও গ্রামবাসীদের দাবি, তাঁদের অভিযোগ জানাতে বাধা দেন তৃণমূলেরই কর্মীরা। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।