Israel Lebanon Ceasefire : ১৪ মাসের লড়াই শেষ, লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা ইজরায়েলের, কেন রাজি হলেন নেতানিয়াহু?
Israel Lebanon ceasefire Starts : দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ বুধবার ভোর ৪ টে থেকেই শুরু হয়েছে যুদ্ধবিরতি । আপাতত যুদ্ধ থামল, আশা করছে বিশ্ববাসী।
পশ্চিম এশিয়ায় দীর্ঘ ১৪ মাসের রক্তক্ষয়ের পরিসমাপ্তি । অবশেষে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিল ইজরায়েল । হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করল ইজরায়েল। ঘোষণা করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ বুধবার ভোর ৪ টে থেকেই শুরু হয়েছে যুদ্ধবিরতি । আপাতত যুদ্ধ থামল, আশা করছে বিশ্ববাসী।
যুদ্ধবিরতি ঘোষণা করার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, "যুদ্ধবিরতির দৈর্ঘ্য নির্ভর করবে লেবাননে কী ঘটবে তার ওপর। আমরা চুক্তি কার্যকর করব। তার শর্ত কোনওভাবে লঙ্ঘিত হলে সর্বশক্তি দিয়ে জবাব দেব। জয় না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব।"
মঙ্গলবার ইজরায়েলের বিমান বাহিনী যখন লেবাননের বেইরুটে এলোপাথারি আক্রমণ চালাচ্ছে, তখনই মন্ত্রিসভার বিশেষ সেশন আহ্বান করেন বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকা এবং ফ্রান্সের থেকে আসা প্রস্তাব নিয়ে ২৬ নভেম্বর গভীর রাত পর্যন্ত আলোচনা হয় ইজরায়েলের মন্ত্রিসভায়। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদিত হয়। আপাতত দুই মাস যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল এবং হিজবুল্লা। এই যুদ্ধবিরতির শর্তানুসারে ইজরায়েল লেবানন থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে। অন্যদিকে হিজবুল্লাও লিটানি নদীর অপরপ্রান্তে চলে যাবে সীমান্ত ছেড়ে দিয়ে। যুদ্ধবিরতি চলাকালীন কোনওভাবেই সীমান্তে নিজেদের সেনা সাজাতে পারবে না হিজবুল্লা।
কেন ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হল, তা নিয়ে কথা বলতে গিয়ে নেতানিয়াহু বলেন, তারা এখন ইরানের প্রতি নজর রাখছে। তাছাড়া টানা ১৪ মাস রক্তক্ষয়ী যুদ্ধ চলেছে। তাতে ক্লান্ত ইরজায়েলি সেনা। তাদের কিছুটা বিশ্রাম দিয়ে চাঙ্গা করে তোলাও লক্ষ্য। এছাড়া এই সময় অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে কিছুটা দেরি হয়েছে। এই সময়টায় নতুন অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে নিজেদের সামরিক ক্ষমতা বাড়াবে নেতানিয়াহুর দেশ। এছাড়া এই যুদ্ধবিরতির ফলে হামাসকে কোণঠাসা করা যাবে। ভিন্ন ফ্রন্ট থেকে হামাসের সমর্থকদের বিচ্ছিন্ন করা সম্ভব হবে। আর এরপর হামাসের কবল থেকে যুদ্ধবন্দিদের উদ্ধার করবে ইজরায়েল।
গতকালই জো বাইডেন সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাগ করে নেন। বলেন, '''ঘোষণা করতে পেরে আনন্দিত যে তারা ইজরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে বিধ্বংসী সংঘর্ষের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেছে দুই পক্ষ।''
গত বছরের ৭ অক্টোবর প্যালেস্তাইনের গাজায় ইজরায়েল হামলা চালায়। তখন থেকেই হামাসকে সমর্থন জানিয়ে ইজরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লা। বছর গড়িয়ে যুদ্ধের বয়স এখন ১৪ মাস। এই সংঘাতের তীব্র হয়ে ওঠে গত কয়েক মাসে। সেপ্টেম্বরের মাঝামাঝি জঙ্গি সংগঠন হিজবুল্লাকে নিকেশ করতে ইজরায়েল লেবাননে আক্রমণ করে। হত্যা করা হল হিজবুল্লার শীর্ষনেতাদের। যুদ্ধবিরতির ঠিক আগেও লেবাননে বড় হামলা চালিয়েছে ইজরায়েল।
আরও পড়ুন :
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।