West Bengal News Live Updates: 'ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান, চিনে যাবেন' নিয়োগ দুর্নীতি মামলায় ফের মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
West Bengal Live Updates : জেলা থেকে শহর, সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকেই...
LIVE
Background
নির্যাতিতা নাবালিকার মৃত্যুতেও রেহাই নেই পরিবারের! কোচবিহার (Coochbehar) হাসপাতালেই সদ্য কন্যাহার বাবাকে নিয়েই তৃণমূল-বিজেপির নির্লজ্জ টানাটানি!
মালদাকাণ্ডে (Malda) ফের প্রশ্নের মুখে পুলিশ। বিবস্ত্র অবস্থাতেই হাঁটিয়ে ফাঁড়ি নিয়ে যাওয়ার বিস্ফোরক অভিযোগ ২ নির্যাতিতার। রিপোর্ট তলব এনএইচআরসির (NHRC)।
মণিপুর (Manipur) নিয়ে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল। পাল্টা মালদা নিয়ে বিজেপির (BJP) মুলতুবি প্রস্তাব খারিজ। নিয়ম মানা হয়নি, দাবি স্পিকারের।
ভোটে অবিরাম হিংসা। বাংলা থেকে ফিরেই নাড্ডার কাছে রিপোর্টে সিবিআই (CBI) তদন্তের দাবি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। মণিপুর দেখতে পান না? পাল্টা প্রশ্ন তৃণমূলের।
অপর্ণাদের খোলা চিঠি, পাল্টা আসরে তৃণমূলপন্থী বিশিষ্টরা। 'ভোটে তো গোলমাল হবেই, ভোট হয়ে যায় না, করাতে হয়। বন্দুকের নল দিয়ে ভোট হয়, যেদিন থেকে বোধবুদ্ধি, সেদিন থেকেই দেখছি', সাফাই কবীর সুমনের
পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, এবার কি কলকাতা পুলিশের (Kolkata Police) অধীনে আসছে ভাঙড়? পুলিশ কমিশনারকে নতুন ডিভিশন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
ভোটের পরেও বোমার পাহাড়! নন্দীগ্রামে (Nandigram) রাস্তায় পড়ে থাকা বোমা ফেটে আহত বালক। বাসন্তীতে ফের বোমাবাজি! খড়গ্রাম, সিউড়িতে ফের বোমার হদিশ।
নিয়োগের পর পোস্টিংয়েও দুর্নীতি (Recruitment Scam)! দফায় দফায় জেলে গিয়েই মানিককে সিবিআইয়ের জেরা। ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় ৯৯ পাতার এফআইআর দায়ের।
একাধিক প্রশ্নের উত্তর এড়াচ্ছেন মানিক। হাইকোর্টে (High Court) জানাল সিবিআই। ৩ অগাস্ট জেরার ভিডিও পেশ। যুদ্ধের জন্য অপেক্ষা করছি, মন্তব্য বিচারপতির।
পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে ছুটিতে পাঠানোর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। নিজে না এসে কর্মচারীকে দিয়ে হলফনামা জমা দেওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট।
পুরসভার নিয়োগে (Municipality Rcruitment Scam) দুর্নীতি-মামলায় সিবিআই নজরে শান্তিপুর-কৃষ্ণনগর পুরসভা। অয়ন শীলের সংস্থার যোগসূত্রের খোঁজে আধিকারিকদের ডেকে জিজ্ঞাসাবাদ।
West Bengal News Live: নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ, ফের তীব্র কটাক্ষ কুণালের
নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ, ফের তীব্র কটাক্ষ কুণালের। বন্দি মুক্তি কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন পার্থর, তীব্র কটাক্ষ কুণালের। 'এটাও জানেন না, রাজনৈতিক বন্দিদের জন্য তো বন্দি মুক্তি কমিটি', 'দিনকাল কারও একরকম যায় না, মনে রাখা উচিত', 'আর্থিক, নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত, রাজনৈতিক বন্দি কীভাবে?' জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
WB News Live: কলকাতায় এসে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে কী মন্তব্য করলেন বাংলাদেশের মন্ত্রীর?
'বাংলাদেশে ভোটে সামান্য কিছু হলেও গ্রেফতার হয়', 'পশ্চিমবঙ্গের স্থানীয় স্তরে ভোটে কী হয়েছে, জানেন', 'প্রার্থীকে ঘুষি মারলেও, আশপাশের সবাই গ্রেফতার হয়', কলকাতায় এসে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে মন্তব্য বাংলাদেশের মন্ত্রীর।
West Bengal News Live: কলকাতা লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ
কলকাতা লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ। গড়াপেটার অভিযোগে তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ আইএফএ। কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি আইএফএ-র। ১৮ জুলাই হয়েছিল চুঁচুড়ায় পিয়ারলেস-টালিগঞ্জ ম্যাচ। পিয়ারলেসের একমাত্র গোলে হেরে যায় টালিগঞ্জ। পিয়ারলেস-টালিগঞ্জ ম্যাচে গড়াপেটার অভিযোগ। ম্যাচের শেষ মুহূর্তে পিয়ারলেসের সাজন সাহানির গোল। ম্যাচের শেষমুহূর্তে পিয়ারলেসের গোল নিয়ে সন্দেহ। ইতিমধ্যেই গড়াপেটার অভিযোগের তদন্তে অ্যান্টি ম্যাচ ফিক্সিং সংস্থা।
WB News Live: 'ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান, চিনে যাবেন' নিয়োগ দুর্নীতি মামলায় ফের মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
'ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান, চিনে যাবেন', নিয়োগ দুর্নীতি মামলায় ফের মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। 'হাইকোর্টের বিচারপতি, আইনজীবীরা বোকা নন', যারা ভাবছেন তারা কিং নন, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। নিয়োগ মামলায় এসএসসির বিরুদ্ধে ২ আদালতে ২ বয়ানের অভিযোগ। 'কমিশন হাইকোর্টে যা বলছে, সেটা ভয়ে বা চাপে কিনা, পরিষ্কার করে বলুন', নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
West Bengal News Live: পুরী-বিহারের জয়নগর এক্সপ্রেসে আগুন আতঙ্ক
পুরী-বিহারের জয়নগর এক্সপ্রেসে আগুন আতঙ্ক। ভদ্রকে পৌঁছনোর পরেই কামরা নীচ থেকে ধোঁয়া দেখতে পাওয়ায় আতঙ্ক। হুড়োহুড়ি করে কামরা থেকে নেমে আসেন যাত্রীরা। আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোচের নিচে ব্রেক বাইন্ডিংয়ের জন্য বিপত্তি, দাবি ইস্ট কোস্ট রেলওয়ে সূত্রে।