Kolkata News : মুকুন্দপুরের ঘটনায় কতটা আতঙ্কে পরিবারের লোকজন? কী জানাচ্ছেন ওঁর স্ত্রী?
ABP Ananda Live: কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ড সেখানে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার চেষ্টা। দু দিনের মাথায় পাশের ওয়ার্ড ১০৯ নম্বর ওয়ার্ডে দিনে দুপরে সোনার দোকানে হামলার অভিযোগ। ক্রেতা সেজে গয়না লুঠের চেষ্টা হল। বাধা দেওয়ায় ছুড়ি দিয়ে গলায় কোপ বসায় দুষ্কৃতী। গলায় গভীর ক্ষত। দিনে দুপরে সোনার দোকানে ডাকাতি, বাধা দিতে হামলা মালিকের উপর, কতটা আতঙ্কে পরিবারের লোকজন? কী জানাচ্ছেন ওঁর স্ত্রী?
আরও খবর, আজ প্রয়াত হয়েছেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালির 'দুর্গা', উমা দাশগুপ্ত। সোমবার সকাল আটটা চল্লিশ নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৫ বছর। সপ্তাহখানের ধরে অসুস্থ ছিলেন তিনি। ছোটবেলা থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। স্কুলে পড়ার সময় তাঁর অভিনয় দেখেই সত্যজিৎ রায় তাঁকে। বেছে নিয়েছিলেন পথের পাঁচালির দুর্গার চরিত্রটির জন্য। প্রথম ছবিতে অভিনয় করেই বাংলা সিনেমার ইতিহাসে জায়গা করে নেন তিনি। তবে সিনে-দুনিয়ার লাইম লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করতেন উমা দাশগুপ্ত।