West Bengal News Live: দুর্নীতি ইস্যুতে বিজেপির ডেপুটেশন ঘিরে ব্যারাকপুরে ধুন্ধুমার
West Bengal news live updates : রাজ্যের প্রতিটি জেলার খবর এক ক্লিকে
LIVE
Background
তিলজলায় নাবালিকাকে অপহরণ করে খুনের (Murder Case) অভিযোগ। পাশের আবাসনের ফ্ল্যাট থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার, গ্রেফতার ১। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে থানার সামনে বিক্ষোভ (Agitation)।
নাবালিকা খুনের অভিযোগে তিলজলা থানার গেট ভেঙে ঢোকার চেষ্টা, ভাঙচুর গাড়ি-বাইক, থানা লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ পুলিশের। আটক বেশ কয়েকজন।
নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) পরপর গ্রেফতার। ফের বাম জমানাকে নিশানা উদয়নের। বাম জমানায় নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক উদয়ন গুহ।
বাবাকে ঢাল করে তৃণমূলের দুর্নীতি (Scam) ঢাকতে পারবেন না, আক্রমণ সিপিএমের। পিসি-ভাইপোর কাছে ভাল হতে প্রয়াত বাবাকেও ছাড়ছেন না, কটাক্ষ শুভেন্দুর।
বাম আমলে যোগ্য হয়েও বঞ্চিত চাকরিপ্রার্থী কারা? তালিকা তৈরি করছে তৃণমূল (TMC)। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত নম্বর বিকৃত হলে তথ্য পাঠান। মেল আইডি দিয়ে ফেসবুকে পোস্ট দেবাংশুর।
শিক্ষামন্ত্রী কেন তালিকা প্রকাশ করছেন না ? তৃণমূল জমানায় সবাই সৎ ? পাল্টা খোঁচা সুজনের। ক্ষমতায় আসার পর এতদিন কেন চুপ ? কটাক্ষ কংগ্রেসের।
পলিটেকনিক কলেজে বাম আমলে ২০০ অধ্যাপকের বেআইনি নিয়োগ। মন্দিরে পুরোহিত চোর হলে দেবতা চোর নয়। আক্রমণ শোভনদেবের। মানুষ দেবতা, দোষী পুরোহিত, পাল্টা সুজন ।
নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু ঘনিষ্ঠ অয়নের অফিসের দুই কর্মীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির (ED)। খতিয়ে দেখা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি, সূত্রের খবর।
নীলাদ্রির ফোনে নিয়োগ-দুর্নীতির নীল নকশা! অযোগ্যদের চাকরি দিতে, কাদের ওএমআর বিকৃত করতে হবে, মেসেজ যেত এসএসসি কর্তার নম্বর থেকে, বিস্ফোরক দাবি সিবিআইয়ের।
চাকরিপ্রার্থীদের তালিকা, রোল নম্বর নীলাদ্রির মোবাইলে। সিবিআই নজরে এসএসসি কর্তাদের সঙ্গে চ্যাট। লুকনো তথ্যের হদিশ পেতে ফরেন্সিকে যাচ্ছে ধৃত নাইসা কর্তার ফোন।
দুর্নীতি ইস্যুতে হিরণের নিশানায় দেব-বনি-সায়নী।
হিরণের মন্তব্যে গুরুত্বে নারাজ তৃণমূল সাংসদ দেব। প্রতিক্রিয়া মেলেনি সায়নী, বনির। শুভেন্দুর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না ইডি-সিবিআই ? পাল্টা কুণাল।
বকেয়া ডিএ (DA Agitation) চেয়ে ধর্মঘটে সামিল। কর্মীদের একদিনের বেতন কাটল নবান্ন। জঙ্গলমহলে বদলি ছয়। মামলার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। রুটিন বদলি, দাবি প্রশাসনের।
আজ কলকাতায় দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির দরবারে দাবি পেশ করতে রাজ্যজুড়ে গণ ই-মেল কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের। পাঠানো হবে মুখ্যমন্ত্রীকেও, জানালেন ডিএ-আন্দোলনকারীরা।
রাহুলের সাংসদ খারিজের প্রতিবাদে সঙ্কল্প সত্যাগ্রহ কংগ্রেসের। মোদিকে তীব্র আক্রমণে প্রিয়ঙ্কা।
মহিলা বিশ্ব বক্সিংয়ে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জয় ভারতের নিখাত জারিন ও লাভলিনার। ভারত গর্বিত, ট্যুইট প্রধানমন্ত্রীর। সাফল্যের উড়ান অব্যাহত, ট্যুইট মমতার।
নিয়োগ দুর্নীতি নিয়ে বামেদের নিশানা, ফের ছেলের কাঠগড়ায় বাবা! ‘বাবাকে দুর্নীতিগ্রস্ত সাজিয়ে দলনেত্রীকে দক্ষিণা’, উদয়নকে খোঁচা সুজন-শুভেন্দুর।
দুর্নীতি নিয়ে একযোগে দেব-সায়নী-বনিকে আক্রমণ হিরণের। ‘শাখা সংগঠন CBI-EDকে দিয়ে তদন্ত করুক’, পাল্টা তৃণমূল।
OMR কাণ্ডে নতুন তথ্য? নাইসা কর্তা নীলাদ্রি ও এস পি সিনহাকে ফের কোর্টে পেশ। ‘পারলে আমাকেও গ্রেফতার করুন’, রাহুল ইস্যুতে এবার মোদিকে চ্যালেঞ্জ প্রিয়ঙ্কার।
WB News Live Update: টলিউডের একাংশের দিকে তোপ হিরণের
হিরণের অভিযোগ প্রসঙ্গে ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব, ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, এই ধরণের বক্তব্যকে তিনি গুরুত্ব দিতে নারাজ। যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
West Bengal News Live Update: দুর্নীতি ইস্যুতে বিজেপির ডেপুটেশন ঘিরে ব্যারাকপুরে ধুন্ধুমার
দুর্নীতি ইস্যুতে বিজেপির ডেপুটেশন ঘিরে ব্যারাকপুরে ধুন্ধুমার। এসডিও অফিসে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। বাধা দিলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, লাঠিচার্জ।
WB News Live Update: ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন শান্তনু-ঘনিষ্ঠ আকাশ ও নিলয়
ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন শান্তনু-ঘনিষ্ঠ আকাশ ও নিলয়। সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ ও নিলয় মালিকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির। শান্তনুর সম্পত্তির বিষয়ে দু-জনকে জিজ্ঞাসাবাদ, খবর সূত্রের।
West Bengal News Live Update: অমিত শাহ, জে পি নাড্ডা, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর
অমিত শাহ, জে পি নাড্ডা, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি ও রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ। পঞ্চায়েত ভোটের আগে বৈঠক ঘিরে তুমুল জল্পনা। আগে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবি তুলেছিলেন শুভেন্দু। রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগেও সরব হতে পারেন শুভেন্দু। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে বাংলার বিজেপি সাংসদদের। সেই বৈঠকেও থাকতে পারেন শুভেন্দু অধিকারী।
WB News Live Update: সুবীরেশ-নীলাদ্রি আঁতাঁতেই চলছিল চাকরি কেনাবেচা, চার্জশিটে আর কী কী দাবি সিবিআই-এর?
সুবীরেশ-নীলাদ্রি আঁতাঁতেই চলছিল চাকরি কেনাবেচা। বাঙালি অফিসার নীলাদ্রি দাসকে পেয়ে দুর্নীতির কাজ আরও সহজ হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যের। চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। আসল ডেটা শিটেও নম্বর বদলে কারচুপি লুকোতে নেওয়া হত ব্যবস্থা, দাবি তদন্তকারী সংস্থার।