West Bengal News Live :ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে
জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
- এবার সরাসরি মুখ্যমন্ত্রী চালুর জন্য ১৫২ কোটির টেন্ডার দিল্লির সংস্থাকে সরিয়ে আইপ্যাক ঘনিষ্ঠ সংস্থাকে পাইয়ে দেওয়ার অভিযোগ। তদন্ত করুক ইডি-আয়কর দফতর, দাবি শুভেন্দুর।
- ভিত্তিহীন অভিযোগ, নিয়ম মেনেই টেন্ডার, কাউকে পাইয়ে দেওয়া হয়নি। কাঁথি পুরসভা দুর্নীতি ও সারদাকাণ্ডে শুভেনদুকে গ্রেফতার করা উচিত ইডি-সিবিআইয়ের, পাল্টা কুণাল।
- পিএসসিতেও চিরকুট। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডবলুবিসিএস পরীক্ষার্থী কারা? পঞ্চায়েত নির্বাচনে কয়েকজন বিডিওর নিয়োগে গন্ডগোল, দাবি শুভেন্দুর। শুধুই নাটক, পাল্টা কুণাল।
- নিয়োগ দুর্নীতিতে ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ। সুজয়কৃষ্ণ ভদ্রের চার্জশিটে উল্লেখ ইডির। ১২৬ পাতার চার্জশিটে একাধিক সংস্থার নাম।
- প্রাথমিকের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল, নির্দেশ সুপ্রিম কোর্টের।
- রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধে নতুন লেভেল লাগিয়ে বিক্রি করে কোটি কোটির ব্যবসা। ই-মেলে অভিযোগ, দাবি রাজ্যপালের। মুখ্যমন্ত্রীকে জানাতে পারতেন, পাল্টা শশী পাঁজা।
- প্রয়োজনে যোগীর থেকে কিছু বুলডোজার ভাড়া নিন। মানিকতলায় বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভার আইনজীবীর উদ্দেশে মন্তব্য হাইকোর্টের বিচারপতির।
- সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের। অভিষেক-রুজিরার বিরুদ্ধে লুকআউট সার্কুলার প্রত্যাহারের নির্দেশ সর্বোচ্চ আদালতের। বিদেশ যাত্রার এক সপ্তাহ আগে ইডি-কে জানানোর নির্দেশ।
- গান পয়েন্টে খাস কলকাতার ভাড়াবাড়ি থেকে মথুরাপুরের জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণের অভিযোগ। পুরোটাই নাটক, কেউ ওদের সঙ্গে থাকতে চাইছে না, স্বেচ্ছায় আসছে, পাল্টা সওকত মোল্লা।
- সিসিটিভি ফুটেজে ছবি, তাও অসহযোগিতা থানার, অভিযোগ সিপিএমের। কান্তি গঙ্গোপাধ্যায়রা আদালতের দ্বারস্থ। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর তদন্তে নামল পুলিশ।
- বামনগোলায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা, তোলপাড় রাজ্য। ৯ দিন পর পদক্ষেপ। আইসি-সহ ৪ পুলিশ আধিকারিক ক্লোজ। পিঠ বাঁচাতে পদক্ষেপ, অভিযোগ বিজেপির।
- আজ মণিপুরে অধীরের নেতৃত্বে যাচ্ছে তৃণমূল, ডিএমকে, সিপিএম সহ বিরোধী জোট ইন্ডিয়ার ২০ সদস্য। চাঁচল, কোচবিহার, হাঁসখালি, পাঁচলা, বগটুইও যান, কটাক্ষ শুভেন্দুর।
- ফেসবুকে ভোটসন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট। কবি কল্লোল সরকারকে বেধড়ক মারধর। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত তৃণমূল। অভিযোগ অস্বীকার শাসকের।
- বাড়ছে প্রকোপ, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বারুইপুরের বাসিন্দার। উত্তর ২৪ পরগনা থেকে নদিয়া, হুগলি। বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাওড়ায় বাড়ছে ম্যালেরিয়াও।
- আর্থিক উন্নয়ন ও নগরায়ণের কারণে শহরের থেকে গ্রামীণ এলাকায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। আজব তত্ত্ব ফিরহাদের। জ্ঞান-বিজ্ঞানের ঊর্ধ্বে পুরমন্ত্রী, কটাক্ষ বিজেপির।
বর্ষায় বেহাল রাস্তা। কলকাতা থেকে সল্টলেক। পথের কঙ্কালসার চেহারা। বড় বড় গর্ত। উঠে গেছে পিচ। ঝুঁকি নিয়েই যাতায়াত।
WB News Live: রাজ্যপালকে দায়ী করে বেলাগাম আক্রমণ মদন মিত্রর
মগরাহাটে তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুন। রাজ্যপালকে দায়ী করে বেলাগাম আক্রমণ মদন মিত্রর।
West Bengal News Live:মগরাহাটে কুপিয়ে খুন করা হল তৃণমূলের জয়ী পঞ্চায়েত প্রার্থীকে
মগরাহাটে কুপিয়ে খুন করা হল তৃণমূলের জয়ী পঞ্চায়েত প্রার্থীকে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী-সহ মোট ৪ জন সিপিএমের কর্মী সমর্থককে। ভোটে জিততে না পারার আক্রোশ থেকেই খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও শাসকদলের অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে বামেরা।
WB News Live: কোচবিহারের দিনহাটায় ভোট-পরবর্তী সন্ত্রাস
কোচবিহারের দিনহাটায় ভোট-পরবর্তী সন্ত্রাস। ভেটাগুড়িতে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙচুর। অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এনিয়ে বিজেপিকে পাল্টা মারের হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে দাবি করেছে গেরুয়া শিবির।
West Bengal News Live: ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে
ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে ---
গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভর্তি উডল্যান্ডস হাসপাতালে
WB News Live: হিংসা বিধ্বস্ত মণিপুরে বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধি দল
হিংসা বিধ্বস্ত মণিপুরে বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধি দল। ২দিনের সফরে অধীর চৌধুরীর নেতৃত্বে পৌঁছলেন তৃণমূল, ডিএমকে, সিপিএম সহ ১৬ টি বিরোধী দলের ২১ সদস্য। ঘুরে দেখলেন আশ্রয় শিবির। বাংলাতেও আসুন, খোঁচা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। আপনারা মণিপুরে যাননি কেন, পাল্টা কটাক্ষ তৃণমূলের।