West Bengal News Live : তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস
মুর্শিদাবাদের বড়ঞায় বোমাবাজি, নিহত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের অনুগামী।] কনভয়-হামলার তদন্তে সিআইডি। গ্রেফতার কুড়মি নেতা।
LIVE
Background
বাংলায় ফের বোমার বলি: মুর্শিদাবাদের বড়ঞায় বোমাবাজি, নিহত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের অনুগামী। দলীয় কোন্দলের শিকার, দাবি পরিবারের। উদ্ধার ২০টি তাজা বোমা।
কনভয়-হামলার তদন্তে সিআইডি: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ। কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ ৮ জনের জেল হেফাজত। আজ ফের তোলা হবে আদালতে।
কুড়মি নেতার জেল হেফাজত: খড়গপুর থেকে কোচবিহারে বদলির পর এবার গ্রেফতার কুড়মি নেতা। একদিনের জেল হেফাজত। জামিন অযোগ্য ধারায় মামলা।
কুড়মি-কাজিয়া : রাজেশের গ্রেফতারির পর কুড়মিদের ক্লিনচিট অভিষেকের। দায় চাপালেন বিজেপির উপর। ধৃত কুড়মি নেতার পাশে থাকার বার্তা শুভেন্দুর।
শুভেন্দুর নতুন 'সেটিং' তত্ত্ব: তৃণমূলের সঙ্গে সেটিং সিপিএম-কংগ্রেসের, বিস্ফোরক শুভেন্দু। মমতার ভাষায় কথা, পাল্টা সুজন।
পাটনায় ১২ জুন জোট-বৈঠক : ২৪-এর আগে বিরোধী জোট গঠনে নয়া মোড়। পাটনায় ১২ জুন ২১ বিরোধী দলের প্রথম বৈঠক। তৃণমূলের সঙ্গে থাকবে কংগ্রেস। ভেসে থাকার চেষ্টা, কটাক্ষ বিজেপির।
'রাজ্যে চলবে তৃণমূল বিরোধিতা': রাজ্যে চলবে তৃণমূল বিরোধিতা, সাফ ঘোষণা অধীরের। জাতীয় প্রেক্ষাপটে অধীর চৌধুরীর গুরুত্ব নিয়ে প্রশ্ন কুণালের।
নতুন সংসদ ভবনের উদ্বোধন: দেশ পেল নতুন সংসদ ভবন। উদ্বোধনের আগে যজ্ঞ-হোম, বিশেষ পুজোয় প্রধানমন্ত্রী। স্পিকারের আসনের কাছে বসল ঐতিহাসিক রাজদণ্ড। প্রণাম করলেন মোদি।
উদ্বোধন-তরজা: নতুন সংসদ ভবন, নতুন ভারতের প্রতীক, দাবি প্রধানমন্ত্রীর। সংসদ গণতন্ত্রের জন্য, প্রধানমন্ত্রী মনে করছেন রাজ্যাভিষেক, কটাক্ষ রাহুলের। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয় বয়কট ২১ বিরোধী দলের।
যন্তরমন্তরে তুলকালাম: নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই যন্তরমন্তরে তুলকালাম। আন্দোলনকারী কুস্তিগীরদের সংসদ অভিযানে বাধা পুলিশের, ধস্তাধস্তি। আটক বজরঙ্গ পুনিয়া,সাক্ষী মালিক। সরব মমতা, প্রিয়ঙ্কা।
তৃণমূলের 'নবজোয়ার রেডিও': জনসংযোগে তৃণমূলের নতুন হাতিয়ার 'নবজোয়ার রেডিও'। পডকাস্টে শোনা যাবে নেতানেত্রীদের বক্তব্য। কটাক্ষ শুভেন্দুর।
West Bengal News LIVE Updates: প্রাথমিক স্কুলের সামনে কোটি টাকার হেরোইন সমেত পাকড়াও দুই মাদক পাচারকারী
প্রাথমিক স্কুলের সামনে কোটি টাকার হেরোইন সমেত পাকড়াও দুই মাদক পাচারকারী। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় আঁধারমানিক গ্রামে হানা দেয় বেঙ্গল এসটিএফ। এক হাজার গ্রাম হেরোইন সমেত হাতেনাতে ধরে ফেলে দুই মাদক পাচারকারীকে। ধৃতরা বসিরহাট ও বনগাঁর বাসিন্দা। মাদক ছাড়াও একটি মোটরবাইক ও নগদ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসটিএফ। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় বিক্রির পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে।
WB News Live Updates : হেলা বাড়িতে হিমশিম
বিধাননগরে বহুতল হেলে পড়ে বিপত্তি। হেলে যাওয়া বহুতল সোজা করতে হরিয়ানা থেকে আনা হল মিস্ত্রি। লোহার কাঠামো তৈরি করে আপাতত সাপোর্টে রাখা হয়েছে আশপাশের বাড়িগুলিকে। জ্যাক দিয়ে সোজা করার চেষ্টা চলছে হেলে যাওয়া বহুতল।
West Bengal News LIVE Updates: মুর্শিদাবাদে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়ে গেলেন তৃণমূল কর্মী
নওদার পর বড়ঞা। মুর্শিদাবাদে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়ে গেলেন তৃণমূল কর্মী! স্থানীয়দের দাবি, মুড়ি-মুড়কির মতো গ্রামে বোমা পড়ে। তৃণমূল কর্মী আমির শেখকে লক্ষ্য করে ১০-১২টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতি সহ ২৫ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে।
WB News Live : সাইবার প্রতারণা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৫ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের
সাইবার প্রতারণার অভিযোগ প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৫ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ। প্রতারণার অভিযোগে গল্ফগ্রিন থানায় অভিযোগ দায়ের সুব্রত ভট্টাচার্যের। অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, কোনও ওটিপি বা এসএমএস না পাওয়ার দাবি ।
West Bengal News Live : বেসরকারি বাস-মিনিবাসে ভাড়া হয়রানি
বেসরকারি বাস-মিনিবাসে উঠলেই ৭টাকার জায়গায় অন্তত ১০টাকা ভাড়া গুণতে হচ্ছে। অথচ সরকারিভাবে ভাড়া বাড়েনি। মালিক সংগঠন ইচ্ছেমতো ভাড়া বাড়িয়েছে বলে স্বীকার করছেন বাস কর্মীরা। তাঁদের দাবি, ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। রোজকার হয়রানি এড়াতে যাত্রীদের একাংশও চাইছেন ভাড়া বাড়িয়ে সঠিক তালিকা দেওয়া হোক।