West Bengal News Live Updates: বিশেষ ট্রেন বাতিল নিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেকের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

Background
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভর্ৎসনার পর নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন। মঙ্গলবার হাজিরার নির্দেশ। আগামী সপ্তাহে অভিষেকের মা-বাবাকেও তলব ইডির (Enforcement Directorate)।
৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্নার দিন সিজিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হাজিরার নির্দেশ। সকাল সাড়ে ১০ টায় তলব ইডির। জিজ্ঞাসাবাদের ২ সপ্তাহের মধ্যে ফের সমন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মাকেও তলব ইডির। লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) ডিরেক্টর হিসেবে অমিত ও লতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস। আগামী সপ্তাহে ২ জনকেই সিজিও কমপ্লেক্সে তলব। খবর সূত্রের।
দিল্লিতে ধর্নার দিনই তলব। এটাই প্রমাণ করে কারা ভীত, সন্ত্রস্ত। পোস্ট অভিষেকের। এজেন্সির অপব্যবহারের অভিযোগ তৃণমূলের (TMC)। পাল্টা বিজেপি (BJP)। সেটিং তত্ত্ব সিপিএমের (CPIM)।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, ১০০ দিনের কাজের শ্রমিকদের নিয়ে শনিবার বিশেষ ট্রেনে দিল্লি রওনা তৃণমূলের। দিল্লি যাত্রার আগে নেতাজি ইন্ডোরে রাখার প্রস্তুতি।
মানিক ভট্টাচার্যর মোবাইলে কালীঘাটের কাকুর হোয়াটসঅ্যাপ। ২০১৮ থেকে যোগাযোগ। অস্বীকার সুজয়কৃষ্ণ ভদ্র-র। তদন্তে অসহযোগিতার অভিযোগ। হাইকোর্টে রিপোর্ট ইডি-র।
পাহাড়েও নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ? জিটিএ-র বিরুদ্ধে ভুয়ো টেটের অভিযোগ। তদন্ত দাবি বিজেপি সাংসদের। সিবিআই অধিকর্তা ও রাজ্যপালকে চিঠি। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
স্পেন থেকে বাংলায় লগ্নির ঘোষণা নিয়ে সমালোচনার জবাব সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) । মহারাজের সাফ জবাব, অনুষ্ঠানটি যদি দিল্লিতে হত, তাহলে দিল্লি থেকে ঘোষণা করতাম। আমার ভাবমূর্তি নষ্ট করবেন না।
পত্রযুদ্ধের মধ্যেই ধূপগুড়ির (Dhupguri By Election) জয়ী তৃণমূলপ্রার্থীর শপথে কাটল জট। শনিবার বিকেলে শপথ নেওয়াবেন রাজ্যপাল। থাকবেন স্পিকার, পরিষদীয়মন্ত্রী।
রাজভবনে (Raj Bhavan) পুলিশি নজরদারির অভিযোগে তোলপাড়! স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ। নির্দিষ্ট এলাকা থেকে পুলিশকে সরিয়ে এবার দায়িত্বে সিআরপিএফ (CRPF)।
টাকার বিনিময়ে পদ বিলির অভিযোগে ফের বিজেপিতে (BJP) কোন্দল। হাবড়ায় পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে তালা লাগালেন দলীয় কর্মীরাই। অস্বীকার জেলা সভাপতির।
আরও ভয়াবহ ডেঙ্গি (Dengue Scare)। বিবি গাঙ্গুলি স্ট্রিটের কিশোরের মৃত্যু। দত্তাবাদেও ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। পণ্ডিতিয়া রোডে ম্যালেরিয়ায় প্রাণ গেল প্রৌঢ়ের।
ডেঙ্গির পর এবার চিকুনগুনিয়া। ফের রাজ্যের বিরুদ্ধে আরও এক মশা-বাহিত রোগের তথ্য কেন্দ্রকে না দেওয়ার অভিযোগ ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজের।
গ্রেফতার কোটিপতি কনস্টেবল, এখনও অধরা বান্ধবী ! অ্যাকাউন্টে ২১ লক্ষ ট্রান্সফার করেও কেন তুলে নিয়েছিলেন? কীভাবে এত সম্পত্তি? সূত্রের খোঁজে এসিবি।
কোথায় কোটিপতি কনস্টেবলের বান্ধবী?
কুলি, চাষির পরে এবার নবরূপে রাহুল গাঁধী। দিল্লির কীর্তিনগরের ফার্নিচার মার্কেট গিয়ে এবার নেমে পড়লেন কাঠের মিস্ত্রির ভূমিকায়। বললেন, শেখার চেষ্টা করছি।
লোকসভায় দাঁড়িয়ে বিএসপি সাংসদকে অশালীন আক্রমণ। বিজেপি সাংসদ রমেশ বিধুরির বিরুদ্ধে বিরোধী সাংসদদের অভিযোগ প্রিভিলেজ কমিটিতে পাঠালেন স্পিকার।
নিজের বায়োপিক নিয়ে মুখ খুললেন সৌরভ। বললেন, আয়ুষ্মান (খুরানা) হতে পারে, কথা বলে জানতে হবে।
West Bengal News Live Updates: ইডির তলব নিয়ে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
'পূর্ব ঘোষিত কর্মসূচি সত্ত্বেও কেন আমাকে সেই দিনই ডাকছেন। আপনারা তদন্তের জন্য ডাকছেন না, আন্দোলন আটকাতে ডাকছেন। আমি তো বলেছি, আমার বিরুদ্ধে কিছু প্রমাণ থাকলে কোর্টে দিন। আপনি আজকে ডাকলেন না কেন? ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক', ইডির তলব নিয়ে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
West Bengal News LIVE: বিশেষ ট্রেন বাতিল নিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেকের
'দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচি আটকাতে পরিকল্পিত চক্রান্ত। আগামীকালের মধ্যে আমরা বিকল্প ব্যবস্থা করছি। গরিব মানুষকে দিল্লি যেতে বাধা দিচ্ছেন কেন? গরিব মানুষের ছাদের টাকা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন হচ্ছে!' বিশেষ ট্রেন বাতিল নিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেকের।






















