WB News Live: কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ!
West Bengal News : জেলা জেলা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
আজকের হেডলাইন
১। পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) আগে আজ রাজ্য রাজনীতির মেগা ডুয়েল! কাঁথিতে ( Kanthi ) শান্তিকুঞ্জের কাছে সভা অভিষেকের। ডায়মন্ড হারবারে শুভেন্দুকে ( Suvendu Adhikari ) সভার অনুমতি হাইকোর্টের।
২। বিজেপি ( BJP ) নেতাদের বাড়ির সামনে সভা করে বিরক্ত করাই তৃণমূলের ( TMC ) কাজ। কাঁথিতে অভিষেকের ( Abhishek Banerjee ) সভা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। ভয় পেয়েছে বিজেপি, পাল্ট কুণাল।
৩। ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভার আগে সংঘাত। মঞ্চ বাঁধার সময় হামলা, চেয়ার ছুড়ে ফেলার অভিযোগ। ভাড়া না পেয়ে ডেকরেটর কাজ না করতে চাইলে আমরা কী করব? পাল্টা তৃণমূল।
৪। আস্থা ভোটে হেরেও ঘুরপথে ঝালদা পুরসভার দখল রাখার চেষ্টা? বোর্ড গঠনের আগের দিনই তৃণমূল কাউন্সিলরকে প্রশাসক হিসেবে বসাল রাজ্য।
৫। হাইকোর্টে বিরোধী কাউন্সিলরের রক্ষাকবচ, কয়েক ঘণ্টার মধ্যেই ঝালদা পুরসভায় প্রশাসক। ১ মাসের নোটিস দিয়ে আস্থা ভোট ডাকার সম্ভাবনা।
৬। বোর্ড গঠনের আগে ঝালদা পুরসভায় প্রশাসক! চ্যালেঞ্জ করে কাল হাইকোর্টে যাচ্ছে কংগ্রেস। প্রশাসনিক পদক্ষেপ, দাবি পুরুলিয়া তৃণমূলের।
৭। নিয়োগ দুর্নীতির পর এবার বিএড কলেজের পুনর্নবীকরণেও দুর্নীতির অভিযোগ। ফের উঠল পার্থর নাম। সিবিআই-ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা।
৮। বিএড কলেজের পুনর্নবীকরণে বছরে অন্তত ২০ কোটির দুর্নীতির অভিযোগ। ডব্লুবিইউটিটি-র উপাচার্য-সহ ৪ জনের বিরুদ্ধে মামলা। নিয়ম মেনেই কাজ, দাবি অভিযুক্ত উপাচার্যর।
৯ I অনুব্রতর ভয়ঙ্কর খেলা এবার সুকান্তর মুখে। মানসিক চাপে সুকান্ত, কটাক্ষ তৃণমূলের। তৃণমূল-বিজেপি, দুই দলই একই। আক্রমণে সুজন।
West Bengal News Live: কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ!
কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত্যু হল তৃণমূলের বুথ সভাপতি ও দলের ২ কর্মীর। বিস্ফোরণের তীব্রতায় ধূলিসাৎ হয়ে গেছে তৃণমূল নেতার বাড়ি। বিস্ফোরণকাণ্ড নিয়ে পঞ্চায়েত ভোটের আগে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
WB News Live: শুভেন্দুর এলাকা কাঁথিতে দাঁড়িয়ে, ইডি, সিবিআইয়ের নাম করে তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের
এবার শুভেন্দু অধিকারীর এলাকা কাঁথিতে দাঁড়িয়ে, ইডি, সিবিআইয়ের নাম করে তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে এনিয়ে আদালতে তথ্য পেশের চ্যালেঞ্জও ছুড়েছেন তিনি। পাল্টা ডায়মন্ডহারবারের সভা থেকে নাম না করে তোলাবাজির অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও।
West Bengal News Live: পানিহাটিতে পানীয় জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে শোভনদেব চট্টোপাধ্যায়ের চ্যালেঞ্জ
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহে পানিহাটিতে পানীয় জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে শোভনদেব চট্টোপাধ্যায়ের চ্যালেঞ্জ, যদি কোনও রাজনৈতিক দল হলফ করে বলতে পারে তাঁদের মধ্যে চোর নেই, তাহলে বাকি জীবন সেই দলের চাকরবৃত্তি করবেন তিনি। তৃণমূলের সবাই চোর, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের।
WB News Live: নাদিয়ালে কারখানার ঘর থেকে যুবকের গলা কাটা দেহ উদ্ধার হল
নাদিয়ালে কারখানার ঘর থেকে যুবকের গলা কাটা দেহ উদ্ধার হল। মহেশতলায় অবৈধ মদের ঠেকে মিলল তরুণের রক্তাক্ত দেহ। নাদিয়ালের ঘটনার তদন্তে নেমেছেন লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও।
West Bengal News Live: কাঁথি এবং ডায়মন্ডহারবার। শনিবারের দুই হাইভোল্টেজ সভা থেকে পরস্পরের বিরুদ্ধে ধারাল আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী
কাঁথি এবং ডায়মন্ডহারবার। শনিবারের দুই হাইভোল্টেজ সভা থেকে পরস্পরের বিরুদ্ধে ধারাল আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নাম না নিয়ে নিশানা করলেও, অভিষেক সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।