West Bengal News Live : আবাস তালিকায় দুর্নীতির অভিযোগে আজও জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত
West Bengal News Live : এক ক্লিকেই আজকের বড় খবর ।
LIVE
Background
- এক নজরে শিরোনাম
- প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন । ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী নিজেই। প্রধানমন্ত্রী বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, খবর সূত্রের
- প্রধানমন্ত্রীর সফরের জন্য ধর্নায় নিষেধাজ্ঞা ? আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে ধর্মতলা চত্বরে চাকরিপ্রার্থীদের আন্দোলন বন্ধের নির্দেশ পুলিশের।
- দেশের যে কোনও জায়গা থেকে করা যাবে ভোটাধিকার প্রয়োগ। রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন চালুর ভাবনা নির্বাচন কমিশনের। ১৬ জানুয়ারি বৈঠক।
দূরে বসে ভোটের সুযোগ - ইকো পার্কে অরিজিতের কনসার্ট বাতিলে বিতর্ক। অ্যাকোয়াটিকায় জায়গা দেখতে গেল গায়কের টিম। বাড়তি নিরাপত্তা দেওয়া সম্ভব ছিল না, দাবি কুণালের।
- চলচ্চিত্র উৎসবে গেরুয়া গাওয়ায় অনুষ্ঠান বাতিল, অভিযোগ দিলীপের। বাতিলের জন্য আগাম জমার ৮ লক্ষ ফেরত ৮ ডিসেম্বর। কোথায় গেরুয়া যুক্তি ? পাল্টা সৌগত।
- ইকো পার্কে একই দিনে সলমন খানের অনুষ্ঠান বাতিলের পর টাকা ফেরত। হবে মিলন মেলায়। অ্যাকোয়াটিকা পছন্দ অরিজিতের। দাবি তৃণমূলের।
- তৃণমূল না করায় অনুষ্ঠান বাতিল, অভিযোগ বিজেপির। বিজেপি-তৃণমূলের রাজনীতির কারণে শিল্প ধ্বংস, কটাক্ষ সেলিমের। সংকীর্ণ রাজনীতি, পাল্টা তৃণমূলের।
- রবীন্দ্র সদনে আমার পরের অভিনয় ১৫ জানুয়ারি, এসে মেরে যান। বেলেঘাটায় নাট্যব্যক্তিত্বকে হেনস্থায় সরব অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সরব সুমন মুখোপাধ্যায়ও।
- আরেকটা উৎসব জুড়ে দেওয়া হোক, গণধোলাইয়ের উৎসব। এই গায়ে হাত তোলা আমাদের সকলের গায়ে হাত তোলা। ফেসবুকে পোস্ট অভিনেতা ঋদ্ধি সেনের।
- নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে হলফনামা জমা প্রাথমিকের বিতর্কিত ৮৮ জন শিক্ষকের। ৩০ জুন
- বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুন। রাতভর জেরার পর গ্রেফতার স্বামী। ছিনতাইয়ের গল্প ফেঁদে স্ত্রীকে গুলি, দাবি পুলিশের। অস্বীকার প্রকাশের।
- বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুন। স্বামীকে রাতভর জেরায় একাধিক অসঙ্গতি। ছিনতাইয়ে বাধা দিলে গুলি, দাবি ধৃতের। রিয়াকে ঘুমন্ত অবস্থায় শ্যুটআউট, অনুমান পুলিশের।
- ৩০-৪০ লক্ষ টাকার দেনা ছিল প্রকাশের। রিয়ার নামে ছিল মোটা অঙ্কের জীবন বিমা। বিমার টাকা হাতাতেই কি খুন? জানতে চাইছে পুলিশ।
West Bengal News :নন্দকুমারে বামেদের বিডিও অফিস অভিযানে ধুন্ধুমার
আবাস-যোজনায় দুর্নীতির অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বামেদের বিডিও অফিস অভিযানে ধুন্ধুমার।
পুলিশ বাধা দিলে গেট ঠেলে বিডিও অফিসে ঢুকে পড়েন বাম নেতা-কর্মীরা। বামেদের বিক্ষোভকে কটাক্ষ করেছে তৃণমূল।
West Bengal News Live :স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে টাকা মেটানো নিয়ে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার
স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে টাকা মেটানো নিয়ে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। চিকিৎসা শুরুর আগে রোগী রেফার হলে বা মারা গেলে প্যাকেজের পুরো টাকা পাবে না হাসপাতাল। নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।
West Bengal News : পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাল তৃণমূল
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাল তৃণমূল। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড়ে বিডিও অফিসে তালা ঝোলাল ক্ষুব্ধ গ্রামবাসীরা।
West Bengal News Live : আবাস তালিকায় দুর্নীতির অভিযোগে আজও জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত
আবাস তালিকায় দুর্নীতির অভিযোগে আজও জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। মুর্শিদাবাদের রানিনগর ও পূর্ব বর্ধমানের কালনায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এদিকে, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে দিনহাটার নাজিরহাট ১ নম্বর পঞ্চায়েতের সদস্যকে দল থেক বহিষ্কার করল তৃণমূল।
West Bengal News :উলুবেড়িয়ায় মহকুমা শাসকের অফিসের কাছে বিধ্বংসী আগুন
উলুবেড়িয়ায় মহকুমা শাসকের অফিসের কাছে বিধ্বংসী আগুন। আগুনে পুড়ে ছাই প্রায় ৩০ টি দোকান। চক্রান্ত করে আগুন লাগানোর অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্তরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।