West Bengal News Live: বাংলাতে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ, ফিরল কোভিডবিধি
Get the latest West Bengal News and Live Updates: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে
LIVE
Background
প্রথমবার লড়েই জিটিএ (GTA)-তে ফুটল ঘাসফুল। দার্জিলিঙের (Darjeeling) ১০টি আসনে লড়ে অর্ধেকেই জয়। ডালিতে জিতলেন বিনয় তামাঙ্গ। সাফল্য মিরিকেও।
দার্জিলিঙে এবার অনীত থাপার উত্থান। জিটিএ-র ৪৫টি আসনের ২৭টিতেই বিজিপিএমের জয়। ৮টিতে জিতল হামরো।
৩৩ বছর পরে বাম হাতছাড়া শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদ। ২২টির পঞ্চায়েতের ১৯টিই তৃণমূলের (TMC)। ৩টি ত্রিশঙ্কু। বহু দূরে থেকে ২ নম্বরে বিজেপি।
উপনির্বাচনেও জোড়াফুলের ঝড়। পানিহাটি, দমদম, দঃ দমদম, ভাটপাড়া দখলে। কংগ্রেসের হাতেই রইল ঝালদা, চন্দননগরে ফিরল বাম।
এগিয়ে আসতে পারে কি পঞ্চায়েত ভোট? দুর্গাপুরের সভায় মুখ্যমন্ত্রীর (Chief Minister) মন্তব্যে জল্পনা। কাজগুলো ঝটপট করুন, নইলে ইলেকশনে (Election) ললিপপ খাবেন। ইলেকশন যে কোনও দিন ঘোষণা হয়ে যাবে, বলেছেন মুখ্যমন্ত্রী।
লক্ষ্য পঞ্চায়েত, দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে কোঅর্ডিনেশন কমিটি গড়ল বিজেপি। কো-ইনচার্জ ২ সাংসদ-সহ ৩ জন। ৬ বিধায়ক-সহ ১৫ জন সদস্য।
শুভেন্দুদের নালিশের পরেই মন্তব্য-বিতর্কে মুখ্যমন্ত্রীকে পত্রাঘাত রাজ্যপালের। সাংবিধানিক অরাজকতার ইঙ্গিত বলে আক্রমণ। শব্দ প্রত্যাহারের কড়া বার্তা।
এসএসসি-র পর কলেজ সার্ভিস কমিশনেও দুর্নীতির অভিযোগ। নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য তলব হাইকোর্টের। ২১ জুলাই মামলার শুনানি।
আড়াই মাস পর রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ (Covid Infection) দেড় হাজার ছুঁইছুঁই, ২জনর মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ৫৮৯, উত্তর ২৪ পরগনায় ৩৮৮
WB News Live: বোর্ড মিটিংয়েই ঝামেলা
তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার বোর্ড মিটিংয়ে কাউন্সিলরদের তীব্র বাদানুবাদের ভিডিও ভাইরাল। কার্যত শুরু হল হাতাহাতিও! টেন্ডার, কর্মী নিয়োগ নিয়ে বিবাদের অভিযোগ। দুই কাউন্সিলর অভিযোগ অস্বীকার করলেও, বিবাদের কথা মানলেন পুরপ্রধান। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।
West Bengal News Live: আন্দোলনে নামতে চলেছে চিটফান্ড সাফারার্স ফোরাম
বেআইনি অর্থলগ্নি সংস্থায় প্রতারিতদের নিয়ে ফের আন্দোলনে নামতে চলেছে চিটফান্ড সাফারার্স ফোরাম। আগামী চার জুলাই ধর্মতলার ওয়াই চ্যানেলে হবে বিক্ষোভ সমাবেশ। বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে এ কথা জানান ফোরামের সদস্যরা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা আব্দুল মান্নান।
WB News Live: বাংলাতে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ, ফিরল কোভিডবিধি
দেশের পাশাপাশি বাংলাতেও ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। আজ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের দেড় হাজার পেরিয়ে গেল! এই পরিস্থিতিতে আজ সব রাজ্যকে নির্দেশিকা পাঠাল স্বাস্থ্যমন্ত্রক। পাশাপাশি অ্যাডভাইসরি দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরও।
West Bengal News Live: গান ‘চুরি’, অভিযুক্ত রূপঙ্কর
গান চুরির অভিযোগ উঠল সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে। নিউটাউন থানায় গায়ক ও সুরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ইউটিউবার ও গায়িকা মনোরমা ঘোষাল। ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন, সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী।
WB News Live: রান্না বন্ধের চরম হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের
জিনিসপত্রের চরম মূল্যবৃদ্ধি, সেন্টার চালাতে অপারগ আইসিডিএস কর্মীরা, সঠিক সময়ে মিলছে না বিল, ডেপুটেশন সিডিপিওকে, অবিলম্বে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি ও সঠিক সময় বিল না পেলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি রান্না বন্ধেরও চরম হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের