West Bengal News Live: প্রিয় নেতাকে দেখতে ট্রাইসাইকেল চালিয়ে হাসপাতালে হাজির সিপিএম কর্মী
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর এক নজরে...
LIVE
Background
নিউমোনিয়ায় (pneumonia) আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। জ্ঞান ফিরলেও, কাটেনি সঙ্কট, রয়েছেন মেকানিক্যাল ভেন্টিলেশনে (Mechanical Ventilation)। শুনতে পারছেন, সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, জানালেন চিকিৎসকেরা।
বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে বিমান বসু (Biman Basu), সূর্যকান্ত মিশ্র, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), নৌশাদ।
খাস কলকাতায় প্রকাশ্যে খুন! ঢাকুরিয়ায় (Dhakuria) মদের দোকানে বচসার জেরে চুলের মুঠি ধরে কিল-চড়-ঘুষি, ঘটনাস্থলেই মৃত্যু। প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ। গ্রেফতার ৪।
পঞ্চসায়র অপহরণকাণ্ডে নাটকীয় মোড়, পাল্টাল বিরোধী প্রার্থীদের বয়ান। ২ দিনে বারবার ডেরা বদল। বাড়ি ফিরে বিস্ফোরক মথুরাপুরের ৪ জয়ী বিরোধী প্রার্থী।
পঞ্চসায়র অপহরণকাণ্ডে বিস্ফোরক দাবি বিরোধী প্রার্থীদের।
বাড়ি ফিরেও আতঙ্কে ৩ বিজেপি (BJP) ও ১ সিপিএম (CPM) সমর্থিত নির্দল প্রার্থীরা। কে প্রধান হবে, তাই নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা, পাল্টা তৃণমূল।
পুলিশ-বিডিও-তৃণমূলের গুণ্ডা এক হয়ে গেছে। আক্রমণ সেলিমের। যাহা তৃণমূল তাহাই পুলিশ, কটাক্ষ সুকান্তর। সস্তা নাটকের জন্য সস্তা স্ক্রিপ্ট, পাল্টা কুণাল।
কলকাতা থেকে জেলা, বর্ষা আসতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। চলতি সপ্তাহে আক্রান্ত ৬৭৫ জন, জুলাইয়েই মৃত্যু ৮ জনের। হাসপাতালে ভিড় রোগীদের।
WB News Live Updates:বিষণুপুরের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ও মণ্ডল সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল
বিষণুপুরের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ও মণ্ডল সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল। পঞ্চায়েত ভোটের পর দলের সাংগঠনিক রদবদলের বিরোধিতা করে দেওয়া হয়েছে পোস্টার। বিভ্রান্তি ছড়াতে পোস্টার দিয়েছে তৃণমূল, দাবি বিজেপির। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই পোস্টার, পাল্টা দাবি তৃণমূলের।
West Bengal News Live:রামনবমীর মামলায় রাজ্য সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত
রামনবমীর মামলায় রাজ্য সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কাল দুপুর বারোটার মধ্যে রামনবমীতে অশান্তি সংক্রান্ত মামলার সব নথি, সিসিটিভি ফুটেজ NIA-কে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। উত্তর এসেছে শাসকদলের তরফেও।
WB News Live Updates:'দলবদলের খেলা' শুরু পুরুলিয়ার ৩৩ পঞ্চায়েতে
পুরুলিয়ায় ১৭০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩৩টি এখনও ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই সেসব পঞ্চায়তে শুরু হয়েছে দলবদলের খেলা। পুলিশ দিয়ে জোর করে পঞ্চায়েত দখলের চেষ্টা করছে তৃণমূল। আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
West Bengal News Live:আগের চেয়ে কিছুটা স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য
আগের চেয়ে কিছুটা স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
WB News Live Updates: প্রিয় নেতাকে দেখতে ট্রাইসাইকেল চালিয়ে হাসপাতালে হাজির সিপিএম কর্মী
প্রিয় নেতা অসুস্থ! তাই তাঁকে দেখতে ৭২ কিলোমিটার দূর থেকে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে চলে এসেছেন এক সিপিএম কর্মী। না! ট্রেনে, বাসে অথবা গাড়ি ভাড়া করে নয়! তিনি এসেছেন ট্রাইসাইকেলে! প্রিয় নেতার প্রতি অগাধ ভরসায় তিনি জয় করেছেন সমস্ত প্রতিবন্ধকতাকে।