West Bengal News Live Updates: কলেজ ফেস্ট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার
West Bengal Live News : চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
LIVE
Background
কলকাতা: জীবনের প্রথম বড় পরীক্ষায় পডুয়াদের পাশে পাশে এবিপি আনন্দ। সকাল ১০টা থেকে এবিপি আনন্দ ডট এবিপি লাইভ ডট ইনে সার্চ করলেই জানা যাবে রেজাল্ট (Madhyamik Result)। চোখ রাখুন wb10.abplive.com-এ।
কেকে-র (Singer KK Death) মৃত্যু থেকে শিক্ষা, কলেজ-ফেস্টে সতর্কতা। পরিকাঠামোয় নজর রাখবে সরকার। নেতাজি ইন্ডোরে স্থগিত সুরেন্দ্রনাথ কলেজের ৮ তারিখের ফেস্ট।
কনসার্টের পর গাড়িতে বসেই ছটফট করছিলেন কেকে। কখনও শুয়ে পড়ছিলেন, কখনও বসছিলেন, দাবি চালকের।
কেকে-র মৃত্যুতে এবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত চায় বিজেপি। অমিত শাহকে (Amit Shah) সৌমিত্রর চিঠি। ভেসে থাকার মরিয়া চেষ্টা, পাল্টা তৃণমূল।
কেকের মৃত্যুর ২দিন আগে প্রায় একই ঘটনার সাক্ষী কেরল। আলাপুঝায় গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়লেন শিল্পী।
৭ বছর পরে সম্পূর্ণ হল বৃত্ত। চলতি বছরেই স্নাতকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি। সমস্ত কলেজের জন্য তৈরি হচ্ছে একটাই পোর্টাল।
বাড়িতে বসেই ভর্তির আবেদন করা যাবে যে কোনও কলেজে। মিলেছে মুখ্যমন্ত্রীর অনুমোদন। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরে জানালেন শিক্ষামন্ত্রী।
অনলাইনে পরীক্ষার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অনশন-অবস্থান। হিন্দু হস্টেলে অব্যবস্থার অভিযোগে প্রেসিডেন্সিতে ঘেরাও ডিন।
কল্যাণী এইমসে নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার তদন্তে সিআইডি। প্রতারণার ধারায় বিজেপির সাংসদ-বিধায়ক-সহ ৮জনের বিরুদ্ধে এফআইআর।
এসএসসি-র ধাঁচে এইমসে দুর্নীতির অভিযোগ। তৃণমূলের চাপে এফআইআর, দাবি বিজেপির। কিছু না করলে ভয় কীসের? পাল্টা কুণাল।
ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইয়ের কাছে অনুব্রতর হাজিরা। বেরোলেন সাড়ে ৫ ঘণ্টা পরে। দুর্গাপুরে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ।
মুখ্যমন্ত্রীর ভর্ত্সনার ২দিনের মাথাতেই পুরুলিয়ার জেলা শাসক বদলি। আসানসোল পুরসভার সিইও-র সঙ্গে উন্নয়ন পর্ষদের বাড়তি দায়িত্ব।
ইডির আপত্তি খারিজ, চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ-যাত্রায় হাইকোর্টের সম্মতি। সঙ্গে যেতে পারবেন রুজিরাও। দিতে হবে টিকিট, দুবাইয়ের ফোন নম্বর।
হুগলিতে আজ মুখ্যমন্ত্রীর রেলব্রিজ উদ্বোধনের আগেই বিতর্ক। টাকা দেওয়ার পরেও কেন আমন্ত্রণ নয়? প্রশ্ন তুলে ডিএমকে চিঠি ডিআরএমের।
ব্যাঙ্কের ম্যানেজারের পর কাশ্মীরে ফের জঙ্গি নিশানায় পরিযায়ী শ্রমিক।একজনের মৃত্য, আহত আরও ১। জরুরি বৈঠকে বসলেন শাহ-ডোভাল।
WB News Live: মমতাকে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম এবং বিজেপি
জমি আন্দোলনের অন্যতম আঁতুড় ঘর সিঙ্গুরে দাঁড়িয়ে, কৃষি এবং শিল্পকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম এবং বিজেপি। শুক্রবার সিঙ্গুরের একটি মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী।
WB News Live Updates: ঝড়ের মধ্যে রবীন্দ্র সরোবরে রোয়িংয়ে মৃত্যু, পুলিশের এফআইআর
ঝড়ের মধ্যে রবীন্দ্র সরোবরে রোয়িংয়ে মৃত্যু, পুলিশের এফআইআর, অজ্ঞাতপরিচয় ক্লাব কর্তাদের বিরুদ্ধে গাফিলতিতে মৃত্যুর অভিযোগ।
WB News Live: কে কে-র মৃত্যুর পর সতর্ক কলকাতা পুরসভা, কেএমডিএ
কে কে-র মৃত্যুর পর সতর্ক কলকাতা পুরসভা, কেএমডিএ। কলকাতার সমস্ত সরকারি প্রেক্ষাগৃহ নিয়ে এসওপি তৈরির ভাবনা।
WB News Live: গতকাল রাত থেকেই শুরু হয় অনশন আন্দোলন
গতকাল রাত থেকেই শুরু হয় অনশন আন্দোলন। পরীক্ষা অফলাইন না অনলাইনে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠক রয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের। তার আগেই শুরু হল পড়ুয়াদের অনলাইনের দাবিতে বিক্ষোভ। এর আগে গত ২৭ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয় কলেজগুলির অধ্যক্ষদের। সূত্রের খবর, অধ্যক্ষরাও অফলাইন পরীক্ষার পক্ষেই মত দিয়েছেন।
WB News Live: ফের কলকাতা বিশ্ববিদ্যালেয়র কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটের সামনে পড়ুয়াদের বিক্ষোভ
অনলাইন পরীক্ষার দাবিতে ফের কলকাতা বিশ্ববিদ্যালেয়র কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটের সামনে পড়ুয়াদের বিক্ষোভ।