West Bengal News Live Updates: করোনা-গ্রাফ নিম্নমুখী হলেও রাজ্যের ৫ এলাকা নিয়ে বাড়ছে উদ্বেগ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা : পাটের দাম নিয়ে ফের সুর চড়ালেন অর্জুন সিংহ (Arjun Singh)। কেন্দ্রীয় বস্ত্রসচিবের সঙ্গে বৈঠকের পরে হুঁশিয়ারি বিজেপি সাংসদের (BJP MP)। তিনি বললেন, ''৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। চূড়ান্ত সিদ্ধান্ত না হলে লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে। ললিপপের রাজনীতিতে বিশ্বাস করি না।'' হুঁশিয়ারি ব্যারাকপুরের (Barrackpore) বিজেপি সাংসদের আগামী ৯ মে ত্রিপাক্ষিক বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য সরকার, বস্ত্রমন্ত্রক, পাটশিল্পের প্রতিনিধিরা। অর্জুনের সঙ্গে বস্ত্রসচিবের বৈঠকের বিষয়ে ফোনে জানতে চাইলেন জে পি নাড্ডা।
অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee) এখন অনেকটাই সুস্থ। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তাঁকে ছাড়ার সম্ভাবনা রয়েছে। বয়সজনিত সমস্যার জন্য আরও কিছু পরীক্ষা করা হবে। দেওয়া হবে প্রয়োজনীয় চিকিত্সা সংক্রান্ত পরামর্শও। তারপরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে সূত্রের খবর। গত শুক্রবার শারীরিক দুর্বলতা ও অন্য কিছু সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী।
তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন ও রামপুরহাট হত্যাকাণ্ডে গতকাল কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই। ইতিমধ্যেই রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত ২ নাবালক জুভেনাইল কোর্ট থেকে জামিন পেয়েছে। সেই ঘটনার উল্লেখ করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, কেস ডায়েরি না দেখে, সিবিআইয়ের মতামত না নিয়ে ২ নাবালককে জামিন দেওয়া হয়েছে। ওই ২ নাবালকের মধ্যে একজনের নাম মৃত্যুকালীন জবানবন্দিতে রয়েছে বলে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। নাবালকদের জামিন খারিজের আবেদন জানানো হয়। এরপর আদালত সিবিআইকে কেস ডায়েরি জমা দিতে বলে। আগামী ৯ মে পরবর্তী শুনানি।
WB News Live Updates: বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেশে চলছে বিভাজনের রাজনীতি। বাংলার ঐক্যে হিংসা করেন অনেকে। রেড রোডে ইদের নমাজে নাম না করে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনিই দেশের বিভেদের রাজনীতি শুরু করেছেন। পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
West Bengal News Live: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধর ও উচ্ছেদের হুমকির অভিযোগ
তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধর ও উচ্ছেদের হুমকির অভিযোগ তুললেন প্রগতি ময়দান থানার বাসিন্দা এক মহিলা। অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছেও। মহিলার অভিযোগ, নার্সারি থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে তাঁকে! যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, ঝুপড়ি তৈরির চেষ্টা করছিলেন ওই মহিলা।
WB News Live Updates: করোনা-গ্রাফ নিম্নমুখী হলেও রাজ্যের ৫ এলাকা নিয়ে বাড়ছে উদ্বেগ
করোনা-গ্রাফ নিম্নমুখী হলেও রাজ্যের ৫ এলাকা নিয়ে বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড, রাজারহাট-নিউটাউন, লাভপুর, ব্যারাকপুর ও খড়গপুর পুর এলাকায় শেষ সপ্তাহে ১০ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। খড়গপুর পুর এলাকার সংক্রমিতদের ৯৫ শতাংশই আইআইটি ক্যাম্পাসের বাসিন্দা।
West Bengal News Live: ধনেখালিতে এক ব্যক্তিকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ
হুগলির ধনেখালিতে এক ব্যক্তিকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। কুয়ো থেকে উদ্ধার হয় বস্তাবন্দি মৃতদেহ। খুনের অভিযোগে মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
WB News Live Updates: বহরমপুর হত্যাকাণ্ডে রাজনীতি
বহরমপুর হত্যাকাণ্ডের ঘটনায় চরমে উঠছে রাজনীতি। কখন ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ পাঠাচ্ছেন বহরমপুরে? মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ট্যুইট শুভেন্দু অধিকারীর। পাল্টা, খুনে অভিযুক্তের সঙ্গে বিজেপি যোগের অভিযোগ তুলেছে তৃণমূল। অস্বীকার করেছে বিজেপি।