West Bengal News Live: আবার বাড়ল দাম, নয়া রেকর্ড পেট্রোল-ডিজেলে
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে বহিষ্কৃত ছাত্র নেতার তাণ্ডব। অকথ্য ভাষায় গালাগালি, খুনের হুমকি। ২ দিন পরে গ্রেফতার।
আলিয়ায় টিএমসিপির বহিষ্কৃত ছাত্রনেতার তাণ্ডব, ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত। খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু।
আলিয়াকাণ্ডে আজ মুখ্যসচিবকে তলব রাজ্যপালের।
পুলিশকে খবর দিলেও আসেনি, দাবি উপাচার্যের।
৮ মাস আগের কথোপকথন, বিকৃত করে ভাইরাল, দাবি তৃণমূল ঘনিষ্ঠ জিম নওয়াজের। পরিকল্পনা করেই হেনস্থা উপাচার্যকে ? বাইরের লোকের ইন্ধন ? উঠছে প্রশ্ন।
রামপুরহাট হত্যাকাণ্ডের দু সপ্তাহের মাথায় বগটুই গ্রামে তৃণমূল উপপ্রধান খুনে অভিযুক্তের বাড়ির পাশ থেকেই উদ্ধার ড্রামভর্তি বোমা। নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড।
আরও বড় অশান্তি সৃষ্টির জন্যই কি বোমা মজুত ? মুখ্যমন্ত্রী সহ ভিআইপিরা বগটুই যাওয়ার আগে তল্লাশিতে কেন উদ্ধার হল না বোমা ? নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন।
রামপুরহাটকাণ্ডে পেট্রোল ও বোমা নিয়ে আসার অভিযোগে ২টি টোটো থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের। ফের জিজ্ঞাসাবাদ আনারুল হোসেন সহ ধৃত ১৫ জনকে।
রিবারিক অশান্তিতে খুন ঝালদার কংগ্রেস কাউন্সিলর। খুনিকে ৭ লক্ষ টাকা দাদা নরেন কান্দুর, দাবি এসপি-র। পুলিশ হেফাজতে নরেন, আসিক। মানতে নারাজ নিহতের স্ত্রী।
ঝালদাকাণ্ডে আইসিকে ক্লিনচিট এসপির।
সিবিআই এখন আর খাঁচাবন্দি তোতা নয়। নিষ্ঠার সঙ্গে কাজ করছে সিবিআই। মন্তব্য কেন্দ্রীয় আইনমন্ত্রীর। বিরোধীদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার বিজেপির, পাল্টা তৃণমূল।
West Bengal News Live: প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ এসএসসির উপদেষ্টা কমিটির সদস্যদের
প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরলেন এসএসসির উপদেষ্টা কমিটির ৪ জন।
West Bengal News Live: শীতলকুচিতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন
কোচবিহারের শীতলকুচিতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। শীতলকুচিতে সাঙ্গারবাড়িতে ধারাল অস্ত্র গিয়ে কুপিয়ে খুন। কী কারণে খুন? তদন্তে পুলিশ।
West Bengal News Live: মঙ্গলবার ঝালদায় পুরবোর্ড গঠন
সিবিআই তদন্তের নির্দেশের পরের দিনই কাল, মঙ্গলবার ঝালদা পুরবোর্ড গঠন। কালই ঝালদায় কালা দিবসের ডাক কংগ্রেসের।
West Bengal News Live: নয়া রেকর্ড ডিজেলের দামে
কাল কলকাতায় ডিজেল লিটারপ্রতি ৯৯ টাকা পার।
West Bengal News Live: আবার বাড়ল পেট্রোলের দাম
ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। নয়া রেকর্ড পেট্রোলে। কাল সকাল ছ'টা থেকে কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১১৪ টাকা ২৮ পয়সা