West Bengal News Live Updates: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: পরিবেশের (Environmental Compensation) ক্ষতি করার অভিযোগে জাতীয় পরিবেশ আদালত পশ্চিমবঙ্গ সরকারকে (West Bengal Govt) সাড়ে ৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে। সূত্রের খবর, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য এই ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। বিচারপতি আদর্শ কুমার গোয়েলের বেঞ্চ গত পয়লা সেপ্টেম্বর এই নির্দেশ দিয়েছে। নির্দেশে বলা হয়েছে, বেশ কয়েকবছর ধরে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার যথোপযুক্ত কাজ হয়নি। তার জেরে ক্ষতি হয়েছে পরিবেশের। সেইসঙ্গে জাতীয় পরিবেশ আদালত বলেছে, আগামী ২ মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে ক্ষতিপূরণের এই টাকা আলাদা একটি তহবিলে জমা রাখতে হবে। তারপর সেই টাকা খরচ করতে হবে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে।
এক নজরে অন্যান্য খবরগুলি-
পথ দুর্ঘটনায় মৃত্যু টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। আমদাবাদ থেকে মুম্বই আসার পথে ঘটনাস্থলেই মৃত্যু সাইরাস ও গাড়ির আরও এক আরোহীর।
ভারতের অর্থনীতির উন্নতিতে অগ্রণী ছিলেন সাইরাস। ট্যুইট প্রধানমন্ত্রীর। ভারতের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা, ট্যুইট রাহুল গাঁধীর। অপূরণীয় ক্ষতি, পরিবারের প্রতি সমবেদনা, ট্যুইট মমতার।
চিটফান্ডকান্ডে ধৃত রাজু সাহানি ঘনিষ্ঠ বীজপুরের তৃণমূল বিধায়কের বাড়ি ও ফ্ল্যাটে সিবিআই হানা। হালিশহরের বাড়ি ছাড়াও কলকাতার ৪টি ফ্ল্যাটে তল্লাশি। সহায়কের বাড়িতেও হানা।
সিবিআই নজরে কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান। বীজপুরের বিধায়কের ভাই কমল অধিকারীর বাড়িতেও তল্লাশি। রাজুর সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও চিটফান্ডকাণ্ডে যোগ নেই বলে দাবি।
তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে রাজনৈতিক প্রতিহিংসা কেন্দ্রের। আক্রমণ তৃণমূলের। আদালতের নির্দেশে তল্লাশি সিবিআইয়ের, পাল্টা বিজেপি।
মালদার গাজোলে ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়ের হদিশ। উদ্ধার ১ কোটি ৩৯ লক্ষ টাকা। মাদক মামলায় সিআইডির হাতে গ্রেফতার মাছ ব্যবসায়ী।
কোটি টাকার পাহাড় !
গরুপাচারকাণ্ডে সিআইডি-র হাতে জঙ্গিপুর থেকে গ্রেফতার এনামুল ঘনিষ্ঠ ব্যবসায়ী। ধৃতের সিআইডি হেফাজত। নিলামে গরু কিনে মৃত বা নিখোঁজ দেখিয়ে বাংলাদেশে পাচারের অভিযোগ।
গরুপাচার বন্ধ হওয়া উচিত। ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে, ধৈর্য ধরতে হবে। ভারতীয় গরুর ওপর বাংলাদেশ খুব বেশি ভরসা করে না। মন্তব্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর।
(অ্যাম্বিঃ আর কয়েকটা বছর বা হয়তো, বেশিদিন সমাজকর্মী বা রাজনৈতিক কর্মী থাকার ইচ্ছাও নেই, থাকবও না। সেটা আমি গত নির্বাচনে যখন দাঁড়িয়েছিলাম তখনই বলেছি। এবার দলকে জানানোর কথা শুধু। আমাকে ধরে রাখা খুব কঠিন।) বরানগরের তৃণমূল বিধায়কের ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা।
দিলীপ ঘোষকে বেলাগাম আক্রমণ মদন মিত্রর। (বাইট-পাগলা মানে দিলীপ, দিলীপদের উল্টোপাল্টা কথায় বিজেপি কর্মীদের পিঠে তাল পড়বে)।
বিতর্কের মধ্যেই তৃণমূলের কাছাকাছি জহর সরকার ? ট্যুইটে অমিত শাহকে আসল পাপ্পু বলে কটাক্ষ। ট্যাগ করলেন তৃণমূল কংগ্রেস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
ডেবরায় চাকরি-বিক্রির অভিযোগে নাম জড়াল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ আক্রান্ত তৃণমূল নেতার। মারধরের ঘটনায় থানায় অভিযোগ।
পুজোর মুখে রাজ্যে ডেঙ্গির দাপট। শেষ দু’সপ্তাহে নতুন করে আক্রান্ত ২ হাজার ২৪০ জন। মোট আক্রান্ত প্রায় সাড়ে ৬ হাজার। উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা।
West Bengal News Live : উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। ইতিমধ্যেই কলকাতা ও হাওড়ায় ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৪ জনের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই ডেঙ্গি চিকিৎসার আদর্শ চিকিৎসা বিধি সম্পর্কে সরকারি চিকিৎসকদের ওয়াকিবহাল করা হয়েছে।
West Bengal News Live Updates : ‘সিভিক ভলান্টিয়ারের মধ্যে রাখা হবে সিভিক মুখ্যমন্ত্রী’
‘সিভিক ভলান্টিয়ারের মধ্যে রাখা হবে সিভিক মুখ্যমন্ত্রী, আমাদের এরকম মুখ্যমন্ত্রী আর দরকার নেই। পুলিশের কাজ সিভিক ভলান্টিয়ার করতে পারলে, সিভিক মুখ্যমন্ত্রী চাই’, মন্তব্য সুকান্তর। নারী বিদ্বেষী বিজেপি, এটাই ওদের সংস্কৃতি, পাল্টা আক্রমণে শান্তনু সেন।
West Bengal News Live Updates : পাল্টা জবাব দিতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যর প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে, সিপিএম যখন আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে, তখন পাল্টা জবাব দিতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যর প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়ে জবাব দিয়েছে সিপিএম-ও। সিপিএমের আমলের দুর্নীতির অভিযোগ নিয়ে বলতে গিয়ে, অশোক গঙ্গোপাধ্যায়ের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে মুখ খুলেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি।
West Bengal News Live : সেনা পরিচয়ে ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেফতার কালনার যুবক
সেনা পরিচয়ে ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেফতার কালনার যুবক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় সেনার ভুয়ো আই কার্ড। কী উদ্দেশ্যে সেনার দফতরে ঢোকার চেষ্টা খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ।
West Bengal News Live Updates : দক্ষিণ দমদমে মাইক বাজানোর প্রতিবাদ করায় তৃণমূল ছাত্রনেতাকে মারধরের অভিযোগ
দক্ষিণ দমদমে মাইক বাজানোর প্রতিবাদ করায় তৃণমূল ছাত্রনেতাকে মারধরের অভিযোগ। প্রতিবাদে এলাকায় মিছিল করলেন তৃণমূল সমর্থকরা। পালটা মারের হুঁশিয়ারি দিলেন তৃণমূল কাউন্সিলর। দলীয় কোন্দলের জেরে মারধর বলে পাল্টা দাবি বিজেপির।