West Bengal News LIVE Updates: ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
LIVE
Background
কলকাতা: এই প্রথম ১০০ দিনের কাজের টাকায় দুর্নীতির তদন্তে ইডি (ED)। ৬ ঘণ্টা ধরে ৬টি জায়গায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির (Central Agency)। সন্দেশখালিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে তল্লাশি। ১০০ দিনের কাজের টাকায় দুর্নীতি-তদন্তে সল্টলেকে মুর্শিদাবাদের। ডেপুটি ম্যাজিস্ট্রেটের দুটি ফ্ল্যাটে হানা। ডেপুটি ম্যাজিস্ট্রেটের বহরমপুরের বাড়িতেও তল্লাশি। ডেপুটি ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের। ঝাড়গ্রামে ডব্লুবিসিএস আধিকারিকের সরকারি ফ্ল্যাটেও হানা ইডি-র। বহরমপুরে সাসপেন্ড হওয়া পঞ্চায়েত আধিকারিকের বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের.
এক নজরে ইডি হানার বৃত্তান্ত-
একশো দিনের কাজে দুর্নীতি মামলায় সল্টলেকেও চলছে ED-র অভিযান। হুগলির ধনেখালির বিডিও ছিলেন সঞ্চয়ন পান। বর্তমানে তিনি মুর্শিদাবাদের বহরমপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে কর্মরত এবং মনরেগা প্রকল্পের জেলা নোডাল অফিসার। এদিন সল্টলেকের EA ব্লকের বিদ্যাসাগর নিকেতনের তিনতলায় ওই সরকারি আধিকারিকের দুটি ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে বহরমপুরের বিষ্ণুপুরে সঞ্চয়ন পানের ভাড়া বাড়িতেও হানা দিয়েছে ED।
একশো দিনের কাজে দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের বহরমপুরে সাসপেন্ডেড পঞ্চায়েত আধিকারিকের বাড়িতেও চলছে ED-র তল্লাশি-অভিযান। বেলডাঙা ১ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক ছিলেন রথীন দে। অভিযোগ ওঠে, একশো দিনের কাজের প্রায় চার কোটি টাকা তিনি নিজের ও তাঁর বোনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন। সরকারি তদন্তে তা প্রমাণিত হয়। সাসপেন্ড হয়ে যান পঞ্চায়েত কর্মী। এরপরই তিনি বেপাত্তা হয়ে যান। টাকা উদ্ধার হয়নি। এর মাঝেই এলাকায় ফিরে আসেন বহিষ্কৃত পঞ্চায়েত কর্মী। এদিন তাঁর বাড়িতেই হানা দিয়েছে ED।
ফের অ্যাকশনে নামল ED। আর্থিক তছরুপ মামলায় সাতসকালে ঝাড়গ্রামে হানা দিল কেন্দ্রীয় বাহিনী। সকাল ৮টা নাগাদ বাছুরডোবায় সরকারি আবাসনে পৌঁছয় ED-র ৬ সদস্যের টিম। আবাসনের ব্লক B-র দোতলায় WBCS অফিসার ও সংখ্যালঘু দফতরের জেলা আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে ওই আবাসনে যান ঝাড়গ্রাম থানার IC বিপ্লব কর্মকার। ED-র আধিকারিকের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান। SP-কে মেল করে দেওয়া হবে বলে জানায় ED। এরপরও ঝাড়গ্রাম থানার IC আবাসনে ঢুকতে গেলে তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। ঝাড়গ্রাম জেলা পুলিশের দাবি, না জানিয়েই আবাসনে হানা দেয় ED। সেই কারণেই সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয়।
একশো দিনের কাজে দুর্নীতি মামলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে হুগলির চন্দননগরেও এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে অভিযান চালাচ্ছে ED। সন্দীপ সাধুখাঁ বর্তমানে খানাকুলের একটি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। এর আগে তিনি ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ছিলেন। এদিন ওই পঞ্চায়েত কর্মীর চন্দননগরের বাড়িতে হানা দেয় ED। সূত্রের খবর, বাড়িতে নেই ওই পঞ্চায়েত কর্মী।
নাম-বিভ্রাটের কারণে এদিন প্রথমে চুঁচুড়ার ময়নাডাঙা এলাকায় সন্দীপ সাধুখাঁ নামে এক ব্যবসায়ীর বাড়িতে যায় ED। তাঁর পরিবারের সদস্যের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় ED-র আধিকারিকদের। ভুল ঠিকানায় এসেছে বলে বুঝতে শেষপর্যন্ত ফিরে যান কেন্দ্রীয় তদন্তকারীরা।
West Bengal News LIVE Updates: সোমবার সন্দীপ সাঁধুখাকে সিজিও কমপ্লেক্সে তলব ইডির
সোমবার সন্দীপ সাঁধুখাকে সিজিও কমপ্লেক্সে তলব ইডির। একশো দিনের কাজে দুর্নীতি মামলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে হুগলির চন্দননগরে ১ পঞ্চায়েত কর্মীর বাড়িতে অভিযান চালায় ইডি। আগে ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ছিলেন সন্দীপ সাঁধুখা।
WB News LIVE Updates: ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি
ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা সম্ভব নয়, জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কেন এই বিষয় নিয়ে আলোচনা করতে পারব না? অধ্যক্ষকে প্রশ্ন শুভেন্দু অধিকারীর। বিষয়টি নিয়ে এখন বিধানসভায় আলোচনার কোন প্রয়োজন নেই, উত্তরে জানান স্পিকার। এরপরই বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা।
'লোকসভায় ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল'। আমরা আপনাদের সাসপেন্ড করব না, চিৎকার করুন, মন্তব্য স্পিকারের।
West Bengal News LIVE Updates: নরেন্দ্রপুরকাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন খারিজ
অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন, খারিজ করল আদালত । নরেন্দ্রপুরকাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন খারিজ । ১১ দিন পার, হাইকোর্টের ডেডলাইনের পরেও খোঁজ নেই প্রধান শিক্ষকের ।
WB News LIVE Updates: কেন্দ্রীয় বাহিনী নিয়ে চন্দননগরে পঞ্চায়েত কর্মীর বাড়িতে অভিযান ED-র
একশো দিনের কাজে দুর্নীতি মামলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে হুগলির চন্দননগরেও এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে অভিযান চালাচ্ছে ED। সন্দীপ সাধুখাঁ বর্তমানে খানাকুলের একটি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। এর আগে তিনি ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ছিলেন। এদিন ওই পঞ্চায়েত কর্মীর চন্দননগরের বাড়িতে হানা দেয় ED। সূত্রের খবর, বাড়িতে নেই ওই পঞ্চায়েত কর্মী।
নাম-বিভ্রাটের কারণে এদিন প্রথমে চুঁচুড়ার ময়নাডাঙা এলাকায় সন্দীপ সাধুখাঁ নামে এক ব্যবসায়ীর বাড়িতে যায় ED। তাঁর পরিবারের সদস্যের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় ED-র আধিকারিকদের। ভুল ঠিকানায় এসেছে বলে বুঝতে শেষপর্যন্ত ফিরে যান কেন্দ্রীয় তদন্তকারীরা।
West Bengal News LIVE Updates: ইংরেজবাজারে ব্যবসায়ী-কন্যা খুনের তদন্তে ঘটনাস্থলে ফরেন্সিক টিম
ইংরেজবাজারে ব্যবসায়ী-কন্যা খুনের তদন্তে ঘটনাস্থলে ফরেন্সিক টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের। ৩১ জানুয়ারি: ইংরেজবাজারে নাবালিকার মুণ্ডহীন দেহ উদ্ধার। বাড়ির ৫০ মিটারের মধ্যে মেলে মাথা, ৬ কিলোমিটার দূরে উদ্ধার হয় মৃতদেহ। ঘটনায় জড়িত সন্দেহে মৃত নাবালিকার এক প্রতিবেশী কাকুকে গ্রেফতার করে পুলিশ। ইংরেজবাজার গিয়ে পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। কিছু আড়ালের চেষ্টা পুলিশের, অসন্তোষপ্রকাশ করে বলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা।