Rachana Banerjee: হুগলির ত্রিবেনীতে পুণ্যস্নান করলেন রচনা-সুকান্ত
ABP Ananda Live: বঙ্গীয় ত্রিবেণী কুম্ভস্নান মহোৎসব। হুগলির ত্রিবেণী ঘাট যেন মিনি কুম্ভ। মাঘী পূর্ণিমা তিথিতে সেখানেও পুণ্যস্নানের জন্য ভিড়। আজ পুণ্যস্নান করবেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুণ্যস্নান উপলক্ষে আঁটসাঁট নিরাপত্তা, চলছে পুলিশি নজরদারি। মাঘী পূর্ণিমায় গঙ্গাসাগরেও পুণ্যস্নান করছেন হাজার হাজার পুণ্যার্থী। কপিলমুনির আশ্রমের সামনেও লম্বা লাইন। এবারের মাঘী পূর্ণিমার ভিড় অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে প্রশাসনের অনুমান। সব মিলিয়ে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে সাগরতটে। কাকদ্বীপের লট এইটে ফেরিঘাটেও ভিড়, একই ছবি সাগরের কচুবেড়িয়া ঘাটেও। কাকদ্বীপ স্টেশনও ভিড়ে ঠাসাঠাসি, রাত থেকেই পুণ্যার্থীরা আসছেন। মাহেন্দ্রক্ষণে পুণ্যস্নানে মোক্ষলাভ, মাঘী পূর্ণিমায় প্রয়াগ সঙ্গমে উপচে পড়া ভিড়। অমৃতস্নানের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী কুম্ভমেলায় এসেছেন। প্রস্তুত পুলিশ-প্রশাসন, ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। সকাল থেকে ত্রিবেণী সঙ্গমে শাহি স্নানের ওপর নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।অযোধ্যায় সরযূ নদীতেও স্নান করছেন পুণ্যার্থীরা।মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে পুণ্যস্নান চলছে উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে।






















