WB News Live Updates: প্রাইভেট চেম্বার করার অভিযোগে মুর্শিদাবাদে চিকিৎসকের ওপর হামলা
Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে জেনে নিন আজকের গুরুত্বপূর্ণ খবরের আপডেট
LIVE
Background
এসএসসির (SSC) চাকরি বিক্রির টাকা কী বিদেশে পাচার? ২ সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ, সোদপুর (Sodepur), বেলঘরিয়া (Belgharia), বাগুইআটিতে ইডির (ED) ম্যারাথন তল্লাশি।
সঙ্গদোষে কেউ বিপথে গেলে, সবার বিরুদ্ধে কুত্সা করা ঠিক নয়। মন্তব্য মমতার। শিক্ষায় তো সংগঠিত অপরাধ হয়েছে তৃণমূল (TMC) আমলে, পাল্টা বিজেপি (BJP)।
ভুল-প্রশ্ন বিতর্কে ২৩ দিনের মধ্যে ২৩ টেট (TET) উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। পর্ষদকে ভুল, শোধরাতে হবে পর্ষদকেই, মন্তব্য বিচারপতি।
টানা আন্দোলনে এসএসসির চাকরিপ্রার্থীরা। আগামীদিনে ৮৯ হাজার শিক্ষক নিয়োগ, আশ্বাস মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)।
দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন। মামলাকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী।
শিক্ষক দিবসে পথ নাটিকা, নকল ক্লাসঘরে টেট উত্তীর্ণ, এসএলএসটি চাকরিপ্রার্থীদের প্রতিবাদ। হাওড়ায় ভিক্ষাপাত্র নিয়ে পথে চুক্তিভিক্তিক কারিগরি শিক্ষকরা।
ওঁদের তো সব মোবাইলে থাকে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, কটাক্ষ শমীক লাহিড়ির।
ভোটে সন্ত্রাসের জন্যেই মজুত করা হয়েছিল বোমা! লোকপুরে তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ-মামলায় দাবি এনআইএ-র। এজেন্সির কথাই ধ্রুবসত্য? পাল্টা কুণাল।
সুপ্রিম কোর্টে স্বস্তি। বাধা দেওয়া যাবে না অভিষেকের বিদেশযাত্রায়। কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। স্বাগত তৃণমূলের।
রাজনীতি থেকে অবসরের ইঙ্গিতের পর এবার নাম না করে দলেরই ছাত্র নেতাদের ভূমিকায় প্রশ্ন তাপসের।
করোনা, ম্যালেরিয়ার পর এবার আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। হরিদেবপুরের মহিলার মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ।
ঋষি সুনককে হারিয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন লিজ ট্রাস। আজ শপথগ্রহণ।
WB News Live Updates: ডিএ-টানাপোড়েন
DA নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আইনি লড়াই, চলছে বেশ কয়েক বছর ধরে। সেই জল কখনও গড়িয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে, কখনও কলকাতা হাইকোর্টে। এবার রাজ্য সরকার হলফনামা দিয়ে যে দাবি করল, তারপর বিষয়টি কোনদিকে যাবে? সেদিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে, রাজ্য সরকারের দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
West Bengal News Live: ঝাড়খন্ডের ধানবাদে এনকাউন্টার
ডাকাতদলের সঙ্গে পুলিশের গুলি বিনিময় । পুলিশের গুলিতে নিহত হল এক ডাকাত , দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
WB News Live Updates: মাদ্রাসায় ট্রেনিং সন্দেহভাজনদের
পুলিশের হাত থেকে কীভাবে বাঁচতে হবে, রীতিমতো বই ছাপিয়ে ট্রেনিং দেওয়া হয়েছিল। চোখে ধুলো দিতে এ রাজ্যের মানুষের মতো কথা বলার ধাঁচও রপ্ত করেছিল। জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে মুম্বই ও ডায়মন্ডহারবার থেকে ধৃত ২ সন্দেহভাজনের বিষয়ে উঠে আসছে এমনই নানা তথ্য।
West Bengal News Live: মৃত্যুতে দায়ী প্রধান?
ডায়মন্ড হারবারে তৃণমূলের পঞ্চায়েত উপ প্রধানের রহস্যমৃত্যু। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যেখানে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে পঞ্চায়েতের প্রধান ও এক তৃণমূল নেতাকে। যদিও তাঁদের কারও প্রতিক্রিয়া মেলেনি। দোষীদের পাশে থাকবে না দল। বার্তা তৃণমূল নেতৃত্বের।
WB News Live Updates: পাতে পদ্মার ইলিশ
পুজোর মুখে রাজ্যে এল বাংলাদেশের ইলিশ। এবার পাতে পড়ার অপেক্ষা। এই মরশুমে প্রায় আড়াই হাজার টন ইলিশ পাঠাবে বাংলাদেশ। জোগান বাড়লে মাছের দাম কমবে বলে আশা ক্রেতা, বিক্রেতাদের।