West Bengal News Live Updates: বিতর্কিত ফলক ভেঙে ফেলল বিশ্বভারতী, বসল রবীন্দ্রনাথ ঠাকুরের নাম
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
- ৭৮১ হয়ে গেল ৫৫ হাজার। রাজ্যে শূন্য শিক্ষকপদের সংখ্যা নিয়ে রাতারাতি ভোলবদল শিক্ষামন্ত্রীর। বিভ্রান্ত করছেন ব্রাত্য, পাল্টা অভিযোগ বিরোধীদের।
- ৫৫ হাজারের বেশি শিক্ষক পদ শূন্য রাজ্যে। নিয়োগ চেয়ে রাস্তায় চাকরিপ্রার্থীরা। নবান্নের দিকে আসার আগেই শিবপুরে ধরপাকড়।
- উত্তরপ্রদেশে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড, কী পদক্ষেপ, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সঙ্গে আগেও ৩বার বৈঠক, ফের সময় চাওয়া হয়েছে। গিরিরাজের পরামর্শ নিয়ে প্রতিক্রিয়া মমতার।
- ইন্ডিয়া জোটের বৈঠক স্থগিত। ফোন করেছিলেন রাহুল, বৈঠকের বিষয়ে আগে থেকে জানানো হয়নি, দাবি মুখ্যমন্ত্রীর। ৩ রাজ্যের ফলে ঘুম উড়েছে, খোঁচা সুকান্তর।
- ফের বিতর্কে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। স্বাস্থ্যকর্মীকে হেনস্থার অভিযোগে কান ধরে ওঠবোস করালেন অসিত মজুমদার।
- হাওড়ায় ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল। টিকিয়াপাড়ায় লাইন থেকে ছিটকে গেল ডাউন বাগনান লোকালের বগি। গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা। অফিসটাইমে চূড়ান্ত ভোগান্তি।
- স্থগভাগে ঢুকে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়। মিগজাউমের দাপটে লন্ডভন্ড তামিলনাড়ু। উদ্ধারে বায়ুসেনা। ত্রাণ নিয়ে বিক্ষোভ।
- দক্ষিণের ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব বাংলাতেও। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এক ধাক্কায় স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বাড়ল রাতের তাপমাত্রা। সপ্তাহান্তে ফিরতে পারে শীতের আমেজ।
- টি শার্টে চোর VS স্লোগানে চোর! FIR এর পাল্টা FIR । এবার চোর স্লোগান নিয়ে তৃণমূলের ৬০জন বিধায়কের বিরুদ্ধে থানায় বিজেপি।
- টি শার্টে চোর VS স্লোগানে চোর! FIR এর পাল্টা FIR। শাসকের অভিযোগে তড়িঘড়ি মামলা, বিজেপির অভিযোগে কী করবে পুলিশ?
- বাতিল ব্রেকফাস্ট, ‘INDIA’ জোটের নেতাদের তড়িঘড়ি ডিনারে ডাকলেন খাড়গে। মমতা-অভিষেক নয়, কংগ্রেসের ডাকা বৈঠকে যাচ্ছেন সুদীপ।
ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে থাকবেন অমিত শাহ, যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। পাটনার সরকারি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে থাকবেন চন্দ্রিমা।
West Bengal Live News Updates: বিভ্রান্ত করছেন ব্রাত্য, পাল্টা অভিযোগ বিরোধীদের
৭৮১ হয়ে গেল ৪৫ হাজার। রাজ্যে শূন্য শিক্ষকপদের সংখ্যা নিয়ে রাতারাতি ভোলবদল শিক্ষামন্ত্রীর। বিভ্রান্ত করছেন ব্রাত্য, পাল্টা অভিযোগ বিরোধীদের।
WB Live News Updates:বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে অভিষেকের সওয়াল, মুখ খুললেন ফিরহাদ
বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে অভিষেকের সওয়াল, মুখ খুললেন ফিরহাদ (Firhad Hakim)। তিনি বলেছেন, 'মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা আছে, তাকেই প্রার্থী করে পার্টি। নবীন হোক বা প্রবীণ, মানুষের কাছে গ্রহণযোগ্যতাটাই আসল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা আছে বলেই আমরা আছি। দলে সবার দরকার আছে, যেখানে অভিজ্ঞতার দরকার, সেখানে প্রবীণরা আছেন। মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকলে, নবীন বা প্রবীণ যেই হোন, তাকে প্রার্থী করা প্রয়োজন। আমি তো নবীন-প্রবীণের মাঝে, আমি তো মধ্যবয়স্ক। আমি বাইরে কিছু বলব না, আমি যা বলার পার্টির ভিতরে বলব। ডায়মন্ড হারবারে অভিষেকের গ্রহণযোগ্যতা বেশি, এরকম অনেকে আছেন।'
West Bengal Live News Updates: বিতর্কিত ফলক ভেঙে ফেলল বিশ্বভারতী, বসল রবীন্দ্রনাথ ঠাকুরের নাম
বিতর্কিত ফলক ভেঙে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati University)। লাগানো হল নতুন ফলক ৷ তাতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম-সহ শান্তিনিকেতনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায়৷ প্রসঙ্গত, শান্তিনিকেতনে বিশ্ব ঐতিহ্যের ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী ও উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর নাম ছিল৷ নাম ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশে সেই ফলক ভেঙে দেওয়া হল বলে জানিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো।
WB Live News Updates:ভোলবদল শিক্ষামন্ত্রীর
রাজ্যে শিক্ষকের শূন্যপদ নিয়ে রাতারাতি ভোলবদল শিক্ষামন্ত্রীর। ৭৮১ নয় রাজ্যে শিক্ষকের শূন্যপদ ৪৫ হাজার ১০৪, দাবি করলেন ব্রাত্য বসু
West Bengal Live News Updates: স্বাধীনতার ৭৫ বছর পরেও গ্রামে আসেনি পানীয় জল
স্বাধীনতার ৭৫ বছর পরেও গ্রামে আসেনি পানীয় জল! নকশালবাড়ির ঘটনায় ক্ষুব্ধ বিচারপতি। 'জানুয়ারিতে প্রকল্প শেষের পরও পানীয় জল না পৌঁছলে কড়া পদক্ষেপ', কত বড় পদক্ষেপ করা হবে, আপনারা ভাবতেও পারছেন না, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।