West Bengal News Live : কসবা থানায় বিক্ষোভ কংগ্রেসের
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
LIVE
Background
কলকাতা: বিরোধীরা নয়, এবার নারদাকে অস্ত্র করে সৌগত-ফিরহাদকে আক্রমণে কল্যাণ। কল্যাণকে পাল্টা জবাব সৌগতর। ফিরহাদ-মদনের আক্রমণের পাল্টা জবাব হুমায়ুনের। কলকাতায় এসেই অনুপ্রবেশ নিয়ে মমতাকে আক্রমণে গিরিরাজ। কসবায় কাউন্সিলরের উপর হামলা, গুলজারকে নিয়ে তল্লাশি। কসবাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই বিস্ফোরক মন্ত্রী জাভেদ খান। সরানো হল কলকাতার অ্য়াডিশনাল সিপি মুরলীধর শর্মাকে। ইডিকে না জানিয়েই জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তির অভিযোগ।
Congress Agitation: কসবা থানায় বিক্ষোভ কংগ্রেসের
কসবা থানায় বিক্ষোভ কংগ্রেসের, গুলিকাণ্ডে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস
Howrah News: ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ট্রেনের বাঙ্কার থেকে চাদর চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হল তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ। বছর ৫১-র ওই যাত্রীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান জিআরপি ও আরপিএফের। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।
BJP Inner clash: দলেরই পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ
দলেরই পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ। মালদার মানিকচকে বিজেপির পঞ্চায়েত প্রধান গ্রেফতার । অভিযোগ, পঞ্চায়েত প্রধানের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন বিজেপি সদস্যা। তাই মঙ্গলবার বিজেপি পার্টি অফিসের মধ্যেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় প্রধান-সহ দলেরই চারজনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের পরিবারের ।
Weather Update: শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা?
শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? আবহাওয়া বদলে তেমনই ইঙ্গিত। দক্ষিণ আন্দামান সাগরে আজই তৈরি হবে ঘূর্ণাবর্ত। শনিবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে এরপর গভীর নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ হবে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলে। বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
Kalyan On Mamata: তৃণমূলের অন্দরে তোলপাড়
দলের রাশ কার হাতে থাকবে। দলে কে এক নম্বর, কেই বা দুয়ে। তা নিয়ে তৃণমূলের অন্দরেই এখন তোলপাড়। এবার তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় সরাসরি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে, ততদিন তিনিই মুখ্যমন্ত্রী।সম্প্রতি সৌগত রায় প্রশ্ন তুলেছিলেন, একই লোক চালাতে পারে নাকি? তার প্রেক্ষিতে কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের সাফ কথা, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রতি যাঁদের অনাস্থা, তাঁরা দলে না থাকলেই পারে।