West Bengal News Live Updates: কালনায় বিজেপির বিজয়া সম্মিলনীতে গিয়ে বিজেপিরই নেতা-কর্মীদের আক্রমণে অনুপম হাজরা
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
- রেশন বণ্টন দুর্নীতি মামলায় কলকাতা থেকে জেলা, ১৬ জায়গায় ইডির অভিযান। ধৃত ও অভিযুক্তদের বয়ান ও মেরুন ডায়েরি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি। সোমবার আদালতে তথ্য পেশের সম্ভাবনা।
-
সরকারি নিয়মে রেশন বণ্টনের পাশাপাশি সমান্তরালভাবে বাজারে রেশনের সামগ্রী অবৈধভাবে বিক্রির অভিযোগ। কোটি কোটি টাকা লেনদেন বাকিবুরদের, ইডি সূত্রে দাবি।
- বাকিবুর মডেলেই এফসিআইয়ের রেশনের গম ভাঙানোর জন্য খাদ্য দফতরের বরাতপ্রাপ্ত অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডেও দুর্নীতি ? কলকাতা থেকে নদিয়ায় একযোগে তল্লাশি ইডির।
- বনগাঁর সাহা ব্রাদার্সের চালকল, আটাকল, অফিস, সল্টলেকের হোটেলে তল্লাশি। বাকিবুরকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তিন ভাইয়ের নাম, ইডি সূত্রে খবর।
- শিক্ষা-খাদ্য দফতর জেলে, স্বাস্থ্যও জেলে যাবে। দরজায় সময় কড়া নাড়ছে, সবাই নিমন্ত্রণ পত্র পেয়ে গেছে। হুঙ্কার শুভেন্দুর। বিরোধী দলনেতাই রেজিস্টার্ড চোর, পাল্টা কুণাল।
- জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে অবস্থান বদল শোভনদেবের।
- ৫ রাজ্যে বিধানসভা ভোটের আগে বিনামূল্যে রেশন ঘোষণা মোদির। নির্বাচনী আচরণবিধিভঙ্গের অভিযোগে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল। নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই, পাল্টা বিজেপি।
- দেশের আর্থিক দুর্দশার প্রমাণ দিলেন নরেন্দ্র মোদি, আক্রমণ জয়রাম রমেশের। দারিদ্রসীমার ওপরে মানুষকে তুলতে ব্যর্থ মোদি সরকার, আক্রমণ সেলিমের।
- বাংলায় অসম্ভব ইন্ডিয়া জোট, তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নয়। ইয়েচুরির পর অবস্থান স্পষ্ট করলেন মহম্মদ সেলিম। বিজেপির বিরুদ্ধে লড়াই করে না সিপিএম, খোঁচা জয়প্রকাশের।
- 'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে ৭ নভেম্বর ফের বৈঠকে লোকসভার এথিক্স কমিটি। সংখ্যাগরিষ্ঠ সদস্যর সিলমোহর নিয়ে অধ্যক্ষের কাছে জমা দিতে তৈরি হবে খসড়া রিপোর্ট।
- এথিক্স কমিটির কথাবার্তার রেকর্ডের প্রতিলিপি আছে। চেয়ারম্যানের নিম্নরুচির প্রশ্ন, বিরোধী-প্রতিবাদ সব সাদা-কালোয় আছে। পাল্টা সোশাল মিডিয়ায় পোস্ট মহুয়া মৈত্রের।
- ফৌজদারি মামলার পরিকল্পনা বিজেপির। আদানির বিরুদ্ধেও এফআইআর হোক, আক্রমণ মহুয়া মৈত্রের। ভয় পেয়েছেন তৃণমূল সাংসদ, পাল্টা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
- ডেঙ্গি পরিসংখ্যানের ভয়াবহ ছবি বাংলায়। দেশে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত পশ্চিমবঙ্গে। ১ নভেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার। সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা।
- রেশন দুর্নীতিতে কি বাংলাজুড়েই ছড়িয়ে বাকিবুর-মডেল! কলকাতা থেকে জেলা, একযোগে ১৬ জায়গায় ম্যারাথন তল্লাশি ED-র।
- আজ ফের জ্যোতিপ্রিয়কে কোর্টে পেশ, খুলবেন মুখ? দুর্নীতির কলু মেরুন ডায়েরিতেই? জ্যোতিপ্রিয়র প্রাক্তন PA-কে ফের তলব।
- আরও ৫ বছর ফ্রি, ভোটের আগে ‘রেশন তাস’ নরেন্দ্র মোদির। বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে তৃণমূল, সরব কংগ্রেসও।
WB News Live: কালনায় বিজেপির বিজয়া সম্মিলনীতে গিয়ে বিজেপিরই নেতা-কর্মীদের আক্রমণে অনুপম হাজরা
'বিজেপির পদাধিকারীরা পদ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে রফা করছে। মনোনয়ন দাখিলে ১ লক্ষ, প্রচারে না যেতে হাজার টাকা, বিভিন্ন ক্যাটাগরিতে রফা', বিস্ফোরক অভিযোগ অনুপম হাজরার। 'ত্রুটি বিচ্যুতি বরদাস্ত নয়', হুঁশিয়ারি বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের।
West Bengal News Live: কালনায় বিজেপির বিজয়া সম্মিলনীতে গিয়ে বিজেপিরই নেতা-কর্মীদের আক্রমণে অনুপম হাজরা
কালনায় বিজেপির বিজয়া সম্মিলনীতে গিয়ে বিজেপিরই নেতা-কর্মীদের আক্রমণে অনুপম হাজরা। 'এখন বঙ্গ বিজেপির পদ পাওয়া মানে গোলাম হয়ে যাওয়া। সবাই চাকর হতে ভালবাসে না। ঘরেই শত্রু বিভীষণ যারা আছে, তাদের ঝাঁটা মেরে বের করতে হবে', বিস্ফোরক বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।
WB News Live: দলের অনুমোদন থাকলে তিনি অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়বেন, বললেন নৌশাদ
লোকসভা ভোটে কি, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী হিসেবে লড়তে পারেন, নৌশাদ সিদ্দিকি? শুরু হয়েছে এই জল্পনা। এনিয়ে আজ নৌশাদ বলেন, দলের অনুমোদন থাকলে তিনি অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়বেন। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
West Bengal News Live: একুশের বিধানসভা নির্বাচনে কোভিডের আতঙ্ক ছড়িয়ে ভোট লুঠের অভিযোগ
একুশের বিধানসভা নির্বাচনে কোভিডের আতঙ্ক ছড়িয়ে ভোট লুঠের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'কোভিডের তৃতীয় ঢেউয়ের সময় আতঙ্ক তৈরি করা হয়েছিল। অনেকেই তখন ভোট দিতে যাননি, তাঁদের ভোট লুঠ করা হয়', পুলিশকে দিয়ে ভোট লুঠ করানো হয়েছিল, অভিযোগ বিরোধী দলনেতার।
WB News Live: রেশন দুর্নীতির প্রতিবাদে হাবড়ায় মিছিল সিপিএমের
রেশন দুর্নীতির প্রতিবাদে হাবড়ায় মিছিল সিপিএমের। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে হাবড়ার তৃণমূল বিধায়ক ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।