West Bengal News Live Updates: রেললাইনে দাঁড়িয়ে হাতি, হর্ন বাজিয়েও কাজ হল না, শেষে তাড়াতে হল বাজি ফাটিয়ে
West Bengal Live News : চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
LIVE
Background
মমতা-অভিষেকের বাড়ির কাছেই জোড়া খুন (Murder)! ফ্ল্যাটের (flat) মধ্যে গুজরাতি ব্যবসায়ী দম্পত্তির মৃতদেহ উদ্ধার। দেহে গুলির চিহ্ন, ধারাল অস্ত্রের আঘাত। আততায়ীর খোঁজে ৪০০ মিটার পর্যন্ত গিয়ে থামল স্নিফার ডগ। খুনের পর হেঁটে কিছুটা যাওয়ার পরে গাড়িতে পালায় আততায়ীরা, সন্দেহ পুলিশের। বসার ঘরে কুপিয়ে খুন অশোক শাহকে। বেড রুমে সম্ভবত গুলি করেই রশ্মিতাকে খুন, খাট থেকে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার। মোটিভ নিয়ে রহস্য। দরজা, আলমারি খোলা। ঘর লন্ডভন্ড, সোনার গয়নাও উধাও। চলছিল টিভি, পড়েছিল খাবার। দম্পতি খুনে লুঠের (Loot) উদ্দেশ্যও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
বেসরকারি স্কুলেও (School) এবার সরকারি নজরদারি? শিক্ষা কমিশন তৈরি করছে রাজ্য সরকার। শীর্ষে অবসরপ্রাপ্ত বিচারপতি।
শিক্ষা কমিশনে (Commision) বাড়বে জটিলতা, আশঙ্কা বেসরকারি স্কুলের। রাজনৈতিক নিয়ন্ত্রণের চেষ্টা দেখছে বিজেপি। অভিযোগ এলেও চুপ থাকবে সরকার? পাল্টা তৃণমূল।
সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিরও আচার্য হচ্ছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (University) ভিজিটর শিক্ষামন্ত্রী। আসছে বিল, মন্ত্রিসভায় পাস।
অনলাইন চেয়ে ছাত্রছাত্রীদের অবরোধ-বিক্ষোভের মধ্যেই অফলাইনেই (Offline) অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়। ২৭ জুন থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ।
WB News Live Updates: রেললাইনে দাঁড়িয়ে হাতি, হর্ন বাজিয়েও কাজ হল না, শেষে তাড়াতে হল বাজি ফাটিয়ে
রেললাইনে দাঁড়িয়ে হাতি। ট্রেনের হর্নেও কাজ না হওয়ায়, পটকা ফাটিয়ে তাড়ানো হল হাতিটিকে। প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর গন্তব্যের দিকে রওনা দিল মালগাড়ি। আজ দুপুরে আলিপুরদুয়ার ডিভিশনের গুলমা ও সেবকের মধ্যে এই ঘটনা ঘটে। লাইনে হাতি দেখতে পেয়ে ব্রেক কষেন অসমগামী ট্রেনের ড্রাইভার। কিছুক্ষণের মধ্যে হাজির হন বনকর্মীরা। পটকা ফাটানোর পর রেললাইন ছেড়ে, জঙ্গলে চলে যায় হাতিটি। রেলসূত্রে জানা গেছে, এই নিয়ে গত ৩ সপ্তাহে জঙ্গলের মধ্যে তিনবার এই ঘটনা ঘটল।
West Bengal News Live: রাজারহাটের নার্সিং হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ
রাজারহাটের নার্সিং হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেলের মধ্যেই নার্সিং পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত মহাশ্বেতা মণ্ডলের বাড়ি হাওড়ার বাগনানে। হস্টেলের ঘর থেকে মিলেছে সুইসাইড নোট: পুলিশ সূত্র। আত্মহত্যা করল কেন? কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।
WB News Live Updates: সোমবার রাতে খুনের অভিযোগে উত্তপ্ত বাগদার বাজিতপুর
সোমবার রাতে বাগদায় খুনের অভিযোগে উত্তপ্ত বাজিতপুর। দোষীদের গ্রেফতারের দাবিতে বাজিতমোড়-টালিখোলা রাজ্য সড়কে মৃতদেহ রেখে অবরোধ। অবরোধ তুলকে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বেশ কয়েকজন পুলিশ আহত।
West Bengal News Live: আগামী বছর বিশ্বকাপের আগেই ইডেনের মেকওভার
আগামী বছর বিশ্বকাপের আগেই ইডেনের মেকওভার। বদলে যাবে ক্লাব হাউস, প্রেস বক্স, থেকে ড্রেসিংরুমের চেহারা। মেকওভারের নকশা অনুমোদন করল এপেক্স কাউন্সিল।
WB News Live Updates: ব্যারাকপুরে সুকান্ত মজুমদারের সভার শেষে বিশৃঙ্খলা
ব্যারাকপুরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সভার শেষে বিশৃঙ্খলা। তাল কাটল গেরুয়া শিবিরের কর্মসূচিতে।