West Bengal News Live : পঞ্চায়েত নির্বাচনে সিপিএম-কে চাঙ্গা করতে রাজ্যে আসছেন পিনারাই
West Bengal News Live : এক ক্লিকে জেলা জেলা থেকে খবর
LIVE
Background
১ । পরপর ২দিন বিরোধীদের বৈঠকে নেই তৃণমূল। দিল্লিতে এলআইসি অফিসে বিক্ষোভ। দ্বিচারিতার অভিযোগ কংগ্রেস। শুধু বৈঠকে লাভ নেই, পাল্টা তৃণমূল।
২। ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট। আগরতলায় মমতার রোড শো, পাল্টা সভা শুভেন্দুর।
৩ । আমি জানি, আমি নির্দোষ। এজেন্সি দিয়ে রাজনৈতিকভাবে মানসিক নির্যাতনের অভিযোগ পার্থর। ভার্চুয়ালি হাজিরা। ১৪ ফেব্রুয়ারি জামিনের মামলার শুনানি।
৪। নিয়োগ মামলায় জেলবন্দি পার্থ। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ, দূরত্ব বাড়িয়ে দল থেকেই পাল্টা কটাক্ষ।
৫। রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছি, আমি রাজনীতিবিদ নই। ভার্চুয়াল শুনানিতে কান্নায় ভেঙে পড়ে দাবি পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার। নির্যাতনের অভিযোগ।
৬। লন্ডনে বাড়ি থেকে জোড়া পাসপোর্ট। অভিযোগ ওড়ালেন জেলবন্দি মানিক। ' লন্ডনে বাড়ি থাকলে ফাঁসিতে ঝুলিয়ে দিন....'
৭। স্কুলে নিয়োগে দুর্নীতি মামলায় ফের ইডির কাছে তাপস-ঘনিষ্ঠ গোপাল দলপতি। কুন্তলের অভিযোগ খারিজ।
৮। বকেয়া ডিএর দাবিতে শহিদ মিনারে সরকারি কর্মীদের ধর্নামঞ্চে চাকরির দাবিতে আন্দোলনকারীরা।
৯। জয়েন্ট এন্ট্রাস মেইনসের ইঞ্জিনিয়ারিংয়ে ২০জনই একশোয় একশো! জানাল এনটিএ। বাংলা থেকে একশোয় একশো ডিপিএস রুবি পার্কের সোহম দাস।
৯। ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা। ১৫ ফেব্রুয়ারি স্কুল থেকে অ্যাডমিট কার্ড। ভুল থাকলে ২০ ফেব্রুয়ারির মধ্যে সংশোধনের সুযোগ।
Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনে সিপিএম-কে চাঙ্গা করতে রাজ্যে আসছেন পিনারাই
পঞ্চায়েত নির্বাচনের আগে বাম শাসিত কেরলের উন্নয়নকেও তুলে ধরতে চাইছেন বঙ্গ সিপিএম নেতৃত্ব। সারাভারত খেতমজুর ইউনিয়নের সম্মেলন উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি হাওড়া ময়দানে প্রকাশ্য সমাবেশ রয়েছে তাঁদের। সেখানে প্রধান বক্তা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
WB News Live : জনসংযোগে এবার বিজেপির নতুন হাতিয়ার কুইক রেসপন্স টিম
জনসংযোগে এবার বিজেপির নতুন হাতিয়ার কুইক রেসপন্স টিম। জেলায় জেলায় দল গড়ার নির্দেশ দিয়েছে রাজ্য় বিজেপি। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
Bengal News Live : বাংলায় পিএম পোষণ প্রকল্পের টাকা অনিয়মের অভিযোগ, ক্যাগকে তদন্তের নির্দেশ
মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় দলের পরিদর্শনের পরেই ক্যাগকে অডিটের নির্দেশ। গত তিন বছরে বাংলায় পিএম পোষণ প্রকল্পের টাকা অনিয়মের অভিযোগ। ক্যাগকে তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের। ক্যাগের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ, জানাল কেন্দ্র।
WB News Live :১৪ ঘণ্টার জন্য বর্ধমান স্টেশনের একাংশ বন্ধ, বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন
স্টেশন সংলগ্ন পুরনো ওভারব্রিজ ভেঙে ফেলা হবে। তার জন্য ১৪ ঘণ্টার জন্য বর্ধমান স্টেশনের একাংশ বন্ধ থাকবে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। তার জেরে হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্য়ান্ডেল, বর্ধমান-ব্যান্ডেল রুটের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে (Bardhaman Station)। বাতিল করা হয়েছে হাওড়া, কলকাতা, শিয়ালদা রুটের একাধিক দূরপাল্লার ট্রেনও।
Bengal News Live : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ক্ষমা চাইতে হবে, সুর চড়াচ্ছে বিজেপি
সংসদে কুমন্তব্য। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে সুর চড়াচ্ছে বিজেপি। পাল্টা, নিজের মন্তব্যে অনড় থেকে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে জানিয়েছেন মহুয়া মৈত্র।