West Bengal News Live Updates: রোদ্দুর রায়কে গ্রেফতার করে গোয়া থেকে কলকাতায় আনল পুলিশ
West Bengal Live News: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
LIVE
Background
বঙ্গ বিজেপিতে কোন্দলের মধ্যেই কলকাতায় নাড্ডা (JP Nadda)। ২ দিনের সফরে আজ যাবেন চুঁচুড়া। কাল সাংসদ-বিধায়ক-পদাধিকারীদের সঙ্গে বৈঠক।
জেপি নাড্ডার সফরের আগেই বিজেপিতে (BJP) কোন্দল। ব্যারাকপুরে সুকান্তর সভায় চরম বিশৃঙ্খলা। কমিটি নিয়ে ক্ষোভের কথা বলতে মহিলাকে বাধা দেওয়ার অভিযোগ।
ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনে এখনও অধরা আততায়ী। দুপুরের দিকে খুন (Murder) বলে অনুমান। ৩ জনকে জিজ্ঞাসাবাদ। কেন কম দামে ভবানীপুরের বাড়ি, মেহতা বিল্ডিংয়ের দোকান বিক্রি করতে চেয়েছিলেন অশোক শাহ? কে দিয়েছিল অগ্রিম? সূত্রের খোঁজে পুলিশ। ২ বছর ধরে নিহতের বাড়ির সামনের ৩টি ক্যামেরা বিকল! জানত আততায়ী? গুলি করে খুন, তাও জানতে পারল না কেউ!
আলাদা রাজ্যের দাবিতে কেএলও (KLO)-র হুমকি। আলিপুরদুয়ারে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর।
কেকের মৃত্যুর পরে মুখ্যমন্ত্রীর (Chief Minister) উদ্দেশে অশালীন আক্রমণ। একাধিক অভিযোগে গোয়ায় ইউটিউবার রোদ্দুর রায় গ্রেফতার। আজ আনা হচ্ছে কলকাতায়।
আনিস-খুনে সিবিআই (CBI) চেয়ে মামলা। শুনানি শেষ। রায়দান স্থগিত। পুলিশের বিরুদ্ধেই অভিযোগ, মানুষ পুলিশি তদন্তে আস্থা রাখবে? প্রশ্ন বিচারপতির।
কেতুগ্রামে স্ত্রীর কব্জি কাটায় অভিযুক্ত স্বামী অবশেষে গ্রেফতার। হামলার জন্য বন্ধুর নামে ২জনকে ভাড়া করে আনা হয়েছিল, অনুমান পুলিশের।
২০১৪-র প্রাথমিক টেটে ফেল করে চাকরি করে যাওয়ার অভিযোগ! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই শুনানি। জরুরি ভিত্তিতে মানলার অনমতি।
WB News Live Updates: সোনাদার কাছে লাইনচ্যুত টয় ট্রেন, হতাহতের খবর নেই
সোনাদার কাছে লাইনচ্যুত টয় ট্রেন। এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার পথে বেলাইন টয় ট্রেন। ট্রেনে ছিলেন ৩২জন পর্যটক। টয় ট্রেন লাইনচ্যুত হলেও কোনও হতাহতের খবর নেই।
West Bengal News Live: ডিজে বাজিয়ে শোভাযাত্রার প্রতিবাদ করে পুলিশ ডাকায় BDO-কে হেনস্থার অভিযোগ
ডিজে বাজিয়ে শোভাযাত্রার প্রতিবাদ করে পুলিশ ডাকায় BDO-কে হেনস্থার অভিযোগ। প্রতিবাদে বুধবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভে বসে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতিরাজ এমপ্লয়িজ ফেডারেশন। কাঁথিতে বিডিওকে হেনস্থার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।
WB News Live Updates: ভবানীপুরে দম্পতিকে খুন করে সম্ভবত ট্যাক্সি ধরে পালায় আততায়ীরা
দম্পতিকে খুন করে, ভবানীপুরের মতো এলাকা থেকে কীভাবে পালিয়েছিল খুনিরা ? পুলিশ সূত্রে খবর, সম্ভবত ট্যাক্সি ধরে পালায় আততায়ীরা। নিহত দম্পতির একটি মোবাইল ফোন ডালহৌসি চত্বর থেকে উদ্ধার করেছে পুলিশ।
West Bengal News Live: রোদ্দুর রায়কে গ্রেফতার করে গোয়া থেকে কলকাতায় আনল পুলিশ
মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জের। ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতার করে গোয়া থেকে কলকাতায় আনল পুলিশ। মহিলাদের অসম্মান, অশান্তিতে উস্কানি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা। কাল আদালতে তোলা হবে রোদ্দুর রায়কে। একাধিক থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে মামলা। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে গোয়া থেকে রোদ্দুরকে গ্রেফতার করে লালবাজারের সাইবার সেল ও গুন্ডাদমন শাখা।
WB News Live Updates: গরু পাচার মামলায় বিকাশ মিশ্রের জামিন
গরু পাচার মামলায় বিকাশ মিশ্রের জামিন। গ্রেফতারের ৭দিনের মধ্যে চার্জশিট পেশ না হওয়ায় জামিন। বিকাশ মিশ্রের জামিনের আবেদন মঞ্জুর করল বিশেষ আদালত। কয়লাপাচার মামলায় এখনও জেলে বিকাশ মিশ্র