West Bengal News Live : পুর নিয়োগ দুর্নীতিতে ৪ জেলার ৯ জায়গায় দিনভর সিবিআই তল্লাশি
West Bengal Top News : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
- পুর-নিয়োগ দুর্নীতি (Municipal Recruitment Scam) মামলায় এবার পুরমন্ত্রীর বাড়িতে সিবিআই। সাড়ে ৯ ঘণ্টা পর বেরোল ফিরহাদ হাকিমের বাড়ি থেকে।
- ফিরহাদের (Firhad Hakim) বাড়িতে তল্লাশি। মদনের বাড়ি-ফ্ল্যাট অফিসেও সিবিআই হানা।
কার নির্দেশে গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগে কারচুপি? উত্তরের খোঁজে সিবিআই। তল্লাশি অনেক হয়েছে, এবার ধরুন, হুঙ্কার শুভেনদুর। এজেন্সি দিয়ে দমানো যাবে না, পাল্টা কুণাল। সবটাই আইওয়াশ, কটাক্ষ বামেদের।
- বাড়িতে সিবিআই-তল্লাশি, নারদ ইস্যু টেনে আক্রমণে ফিরহাদ। পাল্টা শুভেন্দু (Suvendu Adhikari)
- বকেয়ার দাবিতে অভিষেকের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্নায় তৃণমূল কংগ্রেস। কলকাতায় ফিরেই আজ বিকেল চারটেয় তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিলেন রাজ্যপাল, রাজভবন সূত্রে খবর।
- ১৪৪ ধারা সত্ত্বেও কীভাবে রাজভবনের সামনে মঞ্চ বেঁধে তৃণমূলের অবস্থান? কে দিয়েছে ধর্নার অনুমতি? মুখ্যসচিবকে চিঠি রাজভবনের। ধনকড় জমানায় তো আসর বসাতো বিজেপি, পাল্টা তৃণমূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে বিজেপির রিমঝিম মিত্র। তুললেন জয় বাংলা স্লোগান। - গুরু পাপে লঘু দণ্ড, বিচারের দাবিতে এবার কলকাতার পথে কামদুনি। নাগরিক মঞ্চের ব্যানারে মঙ্গলবার মহামিছিলের ডাক। বিদ্বজ্জনেদের যোগ দেওয়ার আহ্বান। সুপ্রিম কোর্টেও যাওয়ার প্রস্তুতি শুরু।
- ইজরায়েল-প্যালেস্তাইনের রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্যুমিছিল, নিহত এগারোশ, আহত বহু। প্রাণ গেল ১০ নেপালি পড়য়ুার, তীব্র নিন্দা নেপাল সরকারের। ইজরায়েলের পাশে ভারত-আমেরিকা।
- ব্যাটে বিরাট-রাহুলের ম্যাজিক, জাদেজা, কুলদীপের ঘূর্ণিতে উড়ে গেল অস্ট্রেলিয়া। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ক্যাচ নিয়ে নজির বিরাটের।
- রাজডাঙা নব উদয় ও মুদিয়ালি ক্লাবে অমৃতা চট্টোপাধ্যায়ের সঙ্গে 'করুক মাথা থিমথিম'। বোসপুকুর শীতলা মন্দির ও হিন্দুস্তান পার্কে বনির সঙ্গে 'তারকার চোখে তারকা পুজো'।
- এবার ববি হাকিমের বাড়িতে সিবিআই। CRPF দিয়ে পুরমন্ত্রী-মেয়রের বাড়ি ঘিরে ম্যারাথন তল্লাশি। জিজ্ঞাসাবাদ মদনকেও, অভিযান বাড়ি-অফিসে।
West Bengal Live News: পুর নিয়োগ দুর্নীতিতে ৪ জেলার ৯ জায়গায় দিনভর সিবিআই তল্লাশি
পুর নিয়োগ দুর্নীতিতে ৪ জেলার ৯ জায়গায় দিনভর সিবিআই তল্লাশি। এই প্রথম কোনও বিজেপি বিধায়কের ঘরেও হানা। অভিযান ডায়মন্ড হারবারেও।
WB Live News: হলদিয়ার দুর্গাচকে নেশার আসরের প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী বাবা ও মেয়ে
পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচকে নেশার আসরের প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী বাবা ও মেয়ে। প্রতিবাদী যুবতীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন বাবাও। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
West Bengal Live News: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে নদিয়ার রানাঘাটে ১৩ বছরের নাবালক ছেলেকে কুপিয়ে খুন করলেন বাবা
স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে নদিয়ার রানাঘাটে ১৩ বছরের নাবালক ছেলেকে কুপিয়ে খুন করলেন বাবা। স্ত্রী এবং শ্বাশুড়িকেও ধারালো অস্ত্র দিয়ে কোপান অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত দুই মহিলা। পলাতক অভিযুক্ত।
WB Live News: তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে, প্রকাশ্যে চলে এল বিজেপির দ্বন্দ্ব
তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে, প্রকাশ্যে চলে এল বিজেপির দ্বন্দ্ব। পঞ্চায়েত সমিতির অফিসে সভাপতি সঙ্গীতা আদক মাইতি ঢুকতে গেলে, তাঁকে বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা বাধা দেয় বলে অভিযোগ। পাল্টা জবাব দিয়েছেন তাপসী মণ্ডল।
West Bengal Live News: কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার
কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। ধর্ষণ-খুন মামলায় অভিযুক্তদের জেলমুক্তি রুখতে সুপ্রিম কোর্টে রাজ্য। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা। আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশের আবেদন। রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল আইনজীবী কপিল সিব্বলের। নোটিস জারি সর্বোচ্চ আদালতের, ৭ দিন পর ফের শুনানি।