WB News Live Updates: বাঁকুড়ার তালডাংরায় আইসিডিএস সেন্টার দখল করে রেশনের খাদ্য সামগ্রী মজুত রাখার অভিযোগ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
শুভেন্দু (Suvendu Adhikari)-সুজনের (Sujan Chakraborty) বিরুদ্ধে ৬ কোটি নেওয়ার বয়ান দিতে মেয়েকে চাপ CID’র। সিবিআইকে (CBI) বিস্ফোরক চিঠি সারদাকাণ্ডে জেলবন্দি দেবযানীর মায়ের।
বয়ান-বিতর্কে অভিযোগ খারিজ সিআইডির (CID)। দেবযানীর সই করা চেক খতিয়ে দেখতে গিয়েছিলেন তদন্তকারীরা, অসহযোগিতার পাল্টা দাবি এডিজির।
সিআইডিকে (CID) ব্যবহারের ছক ফাঁস। দেবযানীর মায়ের চিঠিকে হাতিয়ার করে তোপ শুভেন্দু-সুজনের। মিডল্যান্ড পার্কে কেন গিয়েছিলেন? পাল্টা কুণাল।
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই নেতাদের বার্তা মমতার (CM Mamata Banerjee)। প্যাডে কোনও চিঠি দেবেন না। ফোনেও সব নয়। চুরি করে যাতে ধরা না পড়ে তার মরিয়া চেষ্টা, পাল্টা আক্রমণে দিলীপ।
এনামুলের সঙ্গে গরুপাচারকাণ্ডে ধৃত অনুব্রতর যোগ? বোলপুরের সুরুলে কীভাবে দেড় কোটি টাকার মালিকানা এনামুলের? তদন্তে সিবিআই।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পরিবারের কেষ্ট পরিবারের সদস্যদের নামে কয়েক কোটি, দাবি সিবিআইয়ের। সোনার হদিশ পেতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
ফের অনুব্রতর পাশে থাকার বার্তা মমতার। নিলেন না পার্থর নাম।
ফের অমিত শাহকে পাপ্পু বলে আক্রমণে অভিষেক।
করিমপুর আবু তাহের দেখবে, নিজের লোকসভা নিয়ে থাকো। কৃষ্ণনগরের সাংসদ মহুয়াকে বার্তা মমতার। করিমপুরের বাসিন্দা, করিমপুরেই থাকবেন, ফেসবুক পোস্ট মহুয়ার।
খারিজ জামিনের আর্জি, জেল হেফাজতে রাজু। হংকং, ব্যাঙ্কক-সহ তাইল্যান্ডে ৩টি কোম্পানি! চিটফান্ড মামলায় কোর্টে অভিযোগ সিবিআইয়ের।
বাগুইআটিকাণ্ডে মূল অভিযুক্ত এখনও অধরা। পরিবারের সঙ্গে কথা বললেন ফিরহাদ-সৌগত।
অতনুর বান্ধবীর কাছে আসে প্রথম হুমকি মেসেজ। বারবার অবস্থান-সিম বদল সত্যেন্দ্রর, দাবি পুলিশের। মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরেই সমন্বয় বৈঠকে ডিজি।
অপহরণ-খুনের জন্য ভাড়া করা হয়েছিল ২টি গাড়ি। একটি খারাপ হয়ে যাওয়ায় আরেকটিতে তোলা হয় সবাইকে। জেরায় তথ্য পাওয়ার দাবি সিআইডির।
কলকাতা এয়ারপোর্ট থেকে উদ্ধার প্রায় সাড়ে নকোটি টাকা। কলকাতা থেকে দুবাই যাওয়ার পথে ব্যক্তিকে আটক করল শুল্ক দফতর। লাগেজের মধ্যে লুকনো ছিল মার্কিন ডলার।
West Bengal News Live: বাঁকুড়ার তালডাংরায় আইসিডিএস সেন্টার দখল করে রেশনের খাদ্য সামগ্রী মজুত রাখার অভিযোগ
বাঁকুড়ার তালডাংরায় আইসিডিএস সেন্টার দখল করে রেশনের খাদ্য সামগ্রী মজুত রাখার অভিযোগ। বাধ্য হয়ে খোলা আকাশের নীচে ত্রিপল টাঙিয়ে চলছে রান্নাবান্না। খবর জানাজানি হতেই তড়িঘড়ি আইসিডিএস সেন্টারের ঘর খালি করে দেন রেশন ডিলার। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।
WB News Live Updates: গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি তদন্ত সিআইডির
গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি তদন্ত সিআইডির। মুর্শিদাবাদে ধৃত এনামুল হকের ভাগ্নের দুটি রাইস মিলে হানা। সিল চালকল।
West Bengal News Live: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেপ্টেম্বরের মধ্যে টেট নিতে পারছে না রাজ্য, জানালেন পর্ষদ সভাপতি
"সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেপ্টেম্বরের মধ্যে টেট নিতে পারছে না রাজ্য। অ্যাডহক কমিটির প্রথম বৈঠকের পর জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ ব্যাপারে আইনি পরামর্শ নেবে পর্ষদ। পুজোর পরে হতে পারে বিজ্ঞপ্তি।'' জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি
WB News Live Updates: অভিযোগ না নিয়ে নির্যাতিতাকে ফেরানোর অভিযোগ, এবিপি আনন্দের মাধ্যমে খবর পেয়ে তৎপর পুলিশ
ধর্ষণের অভিযোগ না নিয়ে নির্যাতিতাকে ফেরানোর অভিযোগ। এবিপি আনন্দের মাধ্যমে খবর পেয়ে তৎপর পুলিশ। বারাসাত মহিলা পুলিশ থানার এক আধিকারিককে ক্লোজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। গ্রেফতার মূল অভিযুক্ত ও তাঁর স্ত্রী-সহ ৭ জন।
West Bengal News Live: বিস্ফোরক অভিযোগ টিটাগড়ের নির্যাতিতার, নাম জড়াল তৃণমূল কাউন্সিলরের
বিস্ফোরক অভিযোগ টিটাগড়ের নির্যাতিতার। নাম জড়াল টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের। তৃণমূল কাউন্সিলরের ভাই পরিচয় দিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ।