West Bengal News Live: পুনর্নির্বাচনের আগে নাকাশিপাড়ায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সিপিএম কর্মী !
Get the latest West Bengal News and Live Updates: ৩১দিনে ৩৫ জনের মৃত্যু! ভোটের বাংলায় ভয়াবহ সন্ত্রাস।
LIVE
Background
কলকাতা: বোমা-গুলি-সংঘর্ষ। ভোটের (Panchayat Election 2023) বাংলায় (West Bengal News) ভয়াবহ সন্ত্রাস। ৩১দিনে ৩৫ জনের মৃত্যু! শুধু ভোটের দিনই নিহত ১৫। গণতন্ত্রের উৎ'শব'। রক্তস্নাত ভোটের বঙ্গ। একদিনে খুন প্রার্থী-সহ ১১ তৃণমূল নেতা-কর্মী। কোচবিহারে নিহত ভোটার ও ১ বিজেপি কর্মী। সন্ত্রাসের বলি সিপিএমের ২, নিহত ২ কংগ্রেস কর্মীও। ভোটের দিনই ১৫ মৃত্যু!
দিকে দিকে বোমা-গুলি-মৃত্যু। আজব যুক্তি রাজ্য নির্বাচন কমিশনারের! 'গুলির গ্যারান্টি নেই'। ভোটের বাংলায় মৃত্যুমিছিল। কমিশন গিয়ে দরজায় লাথি মেরে, তালা ঝুলিয়ে প্রতিবাদ শুভেন্দুর। গণনার দিন হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি।
কমিশনের দরজায় 'তালা'
ভোটে লাগাতার সন্ত্রাস। রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুর। মণিপুরে কী হবে, পাল্টা কুণাল। শুভেন্দুর 'কালীঘাট চলো'। বহু বুথে দেখা গেল না কেন্দ্রীয় বাহিনী। বুথ খালি করে দেদারে চলল ছাপ্পা! কোথাও অভিযুক্ত তৃণমূল, কোথাও সিপিএম। ভাঙড়ে ভোট শেষে রাতে এল বাহিনী। অবাধে চলল ছাপ্পা। কোথাও ব্যালট জলে। কোথাও বাক্সেই ঢালা হল জল! কোথাও পড়ে মাঠে। ধরানো হল আগুন। সিউড়িতে লোফালুফি! আছড়ে ভাঙা হল বাক্স।
ব্যালট নিয়ে 'বলখেলা'।
সন্ত্রাসের শিকার ভোটকর্মীরা। কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের । যাচ্ছে আদালতেও। রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ বাম-বিজেপির। সন্ত্রাসের শিকার ভোটকর্মীও। ভোটের দিনও নেই কেন্দ্রীয় বাহিনী! খানাকুলে গুলিবিদ্ধ ৩ ভোটার। সন্ত্রাসের শিকার ভোটকর্মীরাও। কোথাও আক্রান্ত পুলিশ, কোথাও জওয়ান।
এসেও বহু বুথে দেখাই গেল না কেন্দ্রীয় বাহিনীকে! চূড়ান্ত অব্যবস্থার জন্য কমিশনকেই দায়ী করে কড়া চিঠি বিএসএফের আইজির। বহু জায়গায় লজিস্টিক না থাকার অভিযোগ। 'অব্যবস্থায় দায়ী কমিশন'।
পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস। রাস্তায় রাজ্যপাল। ব্যারাকপুর থেকে বারাসাত-বসিরহাট। কথা বললেন আক্রান্তদের সঙ্গে। ভোটে পথে রাজ্যপাল।ভোটের বাংলায় বেলাগাম সন্ত্রাস, বোমা-গুলি-মৃত্যু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ফোন সুকান্তর কাছে। উদ্বেগপ্রকাশ নাড্ডারও। লিখিত রিপোর্ট দেব, জানালেন রাজ্য বিজেপি সভাপতি। সুকান্তকে ফোন নাড্ডার।
অবাধ ভোট নয়, চলল অবাধ সন্ত্রাস। পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে হাইকোর্টে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আর্জি। ভোট বাতিলের দাবি। আঠেরোকেও ছাপিয়ে গেল তেইশ। পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসে মৃত্যুমিছিল। আজব যুক্তি কমিশনের। থেকেও নেই কেন্দ্রীয় বাহিনী। বুথে বুথে দেদার ছাপ্পা।
WB News Live Updates: তমলুকের স্কুলে স্ট্রংরুমে ব্যালট বাক্সে কারচুপির অভিযোগ ! মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল তৃণমূল নেতার
তমলুকে নাইকুড়ি হাইস্কুলে স্ট্রংরুমে ব্যালট বাক্সে কারচুপির অভিযোগ। তমলুক শহর তৃণমূল সভাপতির ওপর চড়াও বিক্ষোভকারীরা। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল চঞ্চল খাড়ার। তৃণমূল নেতার গাড়িতে আগুন। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তমলুক মেডিক্যাল কলেজে। বিক্ষোভে হঠাতে লাঠিচার্জ পুলিশের।
West Bengal News Live Updates: পুনর্নির্বাচনের আগে নাকাশিপাড়ায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সিপিএম কর্মী !
পুনর্নির্বাচনের আগে নাকাশিপাড়ায় গুলি। তৃণমূল-সিপিএম সংঘর্ষ, চলল গুলি। নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ সিপিএম কর্মী। গুরুতর জখম অবস্থায় ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে।
WB News Live Updates: দাঁতনের মোহনপুরে তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরে তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ। তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, উদ্ধার গুলির খোল। গুরুতর আহত অবস্থায় তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
West Bengal News Live Updates: সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি
নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি। সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি। নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি মুর্শিদাবাদের সালারে। ভোট লুঠ করতে না পারায় বাধা, দাবি আইএসএফ প্রার্থীর। অভিযোগ মানতে নারাজ শাসক দল।
WB News Live Updates: ভোটের পরই রহস্যজনকভাবে উধাও দক্ষিণ ২৪ পরগনার ভোটকর্মী
ভোটের পরই রহস্যজনকভাবে উধাও দক্ষিণ ২৪ পরগনার ভোটকর্মী। খোঁজ নেই ভাঙড়ের দক্ষিণ গাজিপুরের ১০৭ নম্বর বুথের সেকেন্ড পোলিং অফিসারের । নিখোঁজ ভোটকর্মী সঞ্জয় সর্দার, দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানায় মিসিং ডায়েরি। 'ভোট শেষে কাঁঠালিয়া হাইস্কুলের ডিসিআরসি-তে পৌঁছনোর পর শেষ ফোন'। রাত ২টোয় স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর থেকেই নিখোঁজ, দাবি পরিবারের।