![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
West Bengal News Live Updates: 'নথি চেয়েছিল ইডি, ৬ হাজার পাতার নথি দিয়েছি', সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বললেন অভিষেক
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
![West Bengal News Live Updates: 'নথি চেয়েছিল ইডি, ৬ হাজার পাতার নথি দিয়েছি', সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বললেন অভিষেক West Bengal News Live Updates: 'নথি চেয়েছিল ইডি, ৬ হাজার পাতার নথি দিয়েছি', সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বললেন অভিষেক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/4c0cdf4767a0a159d8597e255223cdd1169949657653949_original.jpg)
Background
কলকাতা: বঙ্গ বিজেপির বিরুদ্ধে, বিক্ষোভের সুর শোনা গিয়েছিল অনেক আগেই। এবার সরাসরি বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। দিলেন নিজের কেন্দ্রে মনোনিবেশ করার পরামর্শ। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতিও। আর এরই মাঝে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। রেশন দুর্নীতিকাণ্ডে ইডির নজরে আরও চারটি কোম্পানি। তার মধ্যে তিনটি সংস্থাই কলকাতার এক ঠিকানাতেই রেজিস্টার করা হয়েছে। অপরটি হাওড়ার ব্যাঁটরার ঠিকানায়। চারটি কোম্পানিরই ডিরেক্টর পদে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন পিএ ও তাঁর স্ত্রী। যদিও মন্ত্রীর প্রাক্তন পিএ-র দাবি, এই কোম্পানিগুলো তাঁদেরই। এর সঙ্গে রেশন দুর্নীতির কোনও সম্পর্ক নেই।
নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব করল ED। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেও, তৃণমূল জানিয়েছে, আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবারই প্রথম নয়। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে এর আগে একবার CBI ও চার বার ইডি তলব করেছে। গত ১৭১ দিনে এই নিয়ে এটি কেন্দ্রীয় এজেন্সির ষষ্ঠ তলব।
২০ ঘণ্টা পার, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের রাইস মিলে এখনও চলছে আয়কর তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে চলছে আয়কর তল্লাশি। গতকাল বেলা ১২টা নাগাদ বিষ্ণুপুরের চূড়ামণিপুরের এই রাইস মিলে শুরু হয় আয়কর
তল্লাশি। রাইস মিলের কোনও কর্মীকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে রয়েছে বিধায়কের লজ, এমএলএ অফিস,ওয়াইন শপ ও পানশালা গতকাল এই লজেও তল্লাশি চালায় আয়কর দফতর। বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন: Top Entertainment News Today: আসছে নতুন ধারাবাহিক, অঙ্কিতার মুখে সুশান্তের নাম, বিনোদনের সারাদিন
মানবপাচার তদন্তে এনআইএর হাতে চাঞ্চল্যকর তথ্য
রোহিঙ্গাদের ভারতে ঢুকিয়ে চলছে জঙ্গি কার্যকলাপ। আর এরাজ্যে জঙ্গি মডিউল পরিচালনা করা হচ্ছে পাকিস্তানে বসে! মানবপাচার তদন্তে এনআইএর হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে খবর সূত্রের। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
WB News Live: কালীপুজোয় কলকাতায় অতিরিক্ত প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন
কালীপুজোয় কলকাতায় অতিরিক্ত প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন। ১৩ নভেম্বর বিসর্জনের দিনও প্রায় ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে। রাস্তায় থাকবেন ২১ জন ডিসি পদমর্যাদার অফিসার, ৩৫ জন এসি পদমর্যাদার অফিসার। কলকাতার সমস্ত ঐতিহ্যবাহী কালীমন্দির চত্বরে অতিরিক্ত বাহিনী মোতায়ন করা হবে। বেআইনি শব্দবাজি মোকাবিলায় কড়া নজরদারি, শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি। বাজির ব্যবহার নিয়ে বড় আবাসন কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছে স্থানীয় থানা।
West Bengal Live Updates: হাবড়ায় ধান কেনার নামে টাকা আত্মসাতের অভিযোগ
রেশন দুর্নীতিকাণ্ডে জেলবন্দি প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের বিধানসভা কেন্দ্রে উত্তর ২৪ পরগনার হাবড়ায় ধান কেনার নামে টাকা আত্মসাতের অভিযোগ। কৃষকদের অ্য়াকাউন্টে টাকা ঢুকিয়ে তাদের সামান্য় টাকা দিয়ে বাকি টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। সোশাল মিডিয়ায় সরব তৃণমূলেরই নেতা। যদিও জেলা খাদ্য় নিয়ামক দফতর সূত্রে দাবি, অসাধু চক্রের হদিশ মেলেনি।
WB News Live: অনুব্রতর ভাষা সুকান্ত মজুমদারের মুখে
অনুব্রতর ভাষা সুকান্ত মজুমদারের মুখে। এবার পুলিশকে পেটানোর দাওয়াই বিজেপির রাজ্য সভাপতির। 'আগামী দিনে পুলিশ সিধে না হলে, পিটিয়ে সিধে করব। দুদিন আগে মন্ত্রীর বাড়ি ভাঙচুর করেছে গ্রামবাসীরা। বাংলার মানুষ জেগে উঠছে'। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সভায় হুঙ্কার সুকান্ত মজুমদারের
West Bengal Live Updates: বিজেপির অন্তর্দ্বন্দ্বের মধ্যেই এবার তৃণমূলেও কোন্দল
বিজেপির অন্তর্দ্বন্দ্বের মধ্যেই এবার তৃণমূলেও কোন্দল। বিজেপিতে রাজ্য সভাপতির সঙ্গে সংঘাতে কেন্দ্রীয় সম্পাদক। তৃণমূলে দলের সাংসদকেই তীব্র আক্রমণে বিধায়ক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)