West Bengal News Live: শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির
West Bengal news live updates : সব জেলার খবর এক ক্লিকে
LIVE
Background
বাবার পর মেয়ে। গরুপাচার মামলায় গ্রেফতার কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল। দিল্লিতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করল ইডি। আজ আদালতে পেশ (Cattle Smuggling Case)।
স্কুলের শিক্ষিকা হয়েও কীভাবে রাইস মিল-সহ অগাধ সম্পত্তির মালিক? আয়ের সঙ্গে সম্পত্তিহীন সম্পত্তির অভিযোগে গ্রেফতার সুকন্যা। বাবার সঙ্গে মুখোমুখি জেরার সম্ভাবনা (Anubrata Mondal)।
ইডির জালে কেষ্ট-কন্যা। প্রতিহিংসার রাজনীতি দেখছে তৃণমূল। কুণাল ঘোষ বলেন, "এটা ভয়ঙ্কর, কাস্টডিতে না নিয়ে জেরা করা যেত না?" সুকান্ত মজুমদার পাল্টা বলেন, "আয়বহির্ভূত সম্পত্তির উত্তর তাকেই দিতে হবে।"
মালদার সকুলে বন্দুকবাজ! পিস্তল-ছুরি-পেট্রোল বোমা নিয়ে ক্লাসরুমে ঢুকে রেখে হুমকি। ঝাঁপিয়ে পড়ে গ্রেফতার করল পুলিশ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ুয়াদের।
পণবন্দির কথা বলে মালদার সকুলে বন্দুকবাজ। দিল্লির চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, "এর মধ্যে দিল্লি আছে। হস্টেজ করা যায় এভাবে, এই বুদ্ধিটা কে দিল।"
কালিয়াগঞ্জে অসহায় আত্মসমর্পণ, মালদায় প্রাণ বাজি রেখে বন্দুকবাজকে ধরলেন ডিএসপি। মালদায় ঝাঁপিয়ে পড়ে বন্দুকবাজকে গ্রেফতার।কালিয়াগঞ্জে মারমুখী তাণ্ডবকারীদের কাছে হাত জোড় করে চাইলেন প্রাণভিক্ষা! দুই জেলায় পুলিশের দুই ছবি দেখল বাংলা।
কালিয়াগঞ্জে থানায় হামলা, চলেছিল গুলিও? টোটো চালকের বাঁ হাতে গুলি লাগার অভিযোগ। ভর্তি রায়গঞ্জ মেডিক্যাল কলেজে।
কেউ রক্তাক্ত, কেউ হাত জোড় করে চাইলেন প্রাণভিক্ষা! কালিয়াগঞ্জে প্রাণ বাঁচাতে থানার পিছনে বাড়িতে আশ্রয় নিয়েও হয়নি রক্ষা। ঘরে ঢুকে বেধড়ক মার।
লাঠি-রড দিয়ে দাঁড়িয়ে পুলিশকে মার! উন্মত্ত জনতার নিশানায় সিভিক ভলান্টিয়াররাও। ঘর থেকে টেনে বের করে পাথর-হামলা। বাঁচাতে গিয়ে ছাড় পেলেন স্থানীয়রাও।
কালিয়াগঞ্জ থানায় তাণ্ডব। ৪টি ওয়ার্ডের সঙ্গে রায়গঞ্জের একাংশেও ১৪৪ ধারা। পুলিশের ভূমিকা নিয়ে ডিজিকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর। তড়িঘড়ি ফিরলেন রাজ্যপাল।
কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ। সিবিআই চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মৃতার বাবা। কালিয়াচককাণ্ডেও সিবিআই তদন্তের দাবি।
সিবিআই চেয়ে হাইকোর্টে
ময়নাতদন্তের রিপোর্টে কেন মৃত নির্যাতিতার পরিচয় প্রকাশ? চূড়ান্ত অপেশারিত্ব। ডিজিপিকে চিঠি জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের।
পঞ্চায়েতের টিকিট নিয়ে ফের কড়া বার্তা অভিষেকের। বললেন, "তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হতে চাইলে দরকার নেই, বেরিয়ে যান।"
তুফানগঞ্জে অভিষেকের জনসংযোগ যাত্রার দিনই তৃণমূলে ধাক্কা। ইস্তফা ৩২ জন নেতার। পুরনো কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ।
WB News Live Update: জমি-বিতর্কে বিশ্বভারতীর উচ্ছেদের নোটিসের পর, অমর্ত্য় সেনের পাশে দাঁড়ালেন বিদ্বজ্জনরা
জমি-বিতর্কে বিশ্বভারতীর উচ্ছেদের নোটিসের পর, অমর্ত্য় সেনের পাশে দাঁড়ালেন বিদ্বজ্জনরা। বৃহস্পতিবার নন্দন থ্রি-তে সভা করে, নিন্দা প্রস্তাব গ্রহণ করে সামাজিক মর্যাদা রক্ষা সমিতি নামে নামে সংগঠন। নোবেলজয়ী অর্থনীতিবিদকে হেনস্থার নিন্দায় সরব হয়েছেন অনিতা অগ্নিহোত্রী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দেবশঙ্কর হালদারের মতো বিদ্বজ্জনরা।
West Bengal News LIVE Updates: গরুপাচার মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচের পর, অভিযুক্ত আব্দুল লতিফের জামিনের আবেদন মঞ্জুর
গরুপাচার মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচের পর, অভিযুক্ত আব্দুল লতিফের জামিনের আবেদন মঞ্জুর। ৬ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন বিচারপতি। এদিকে, গরুপাচারকাণ্ডে আজই লতিফকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই।
WB News Live Update: নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তির দাবিতে এসএসসি, এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তির দাবিতে এসএসসি, এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। সল্টলেকের আচার্য সদন অভিযানে উত্তেজনা। মেট্রো স্টেশন, বাসস্ট্যান্ডে জমায়েতের সময়ই আটক করা হয় বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে। এরই মধ্যে, আচমকাই উইপ্রো মোড় হয়ে আচার্য সদনের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন চাকরিপ্রার্থী। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বিক্ষোভকারীদের।
West Bengal News LIVE Updates: কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে বজ্রপাতে মৃত্যু হল এক দিনমজুর এক যুবকের
কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে বজ্রপাতে মৃত্যু হল এক দিনমজুর এক যুবকের। মৃত যুবকের নাম কুদ্দুস মন্ডল(২৪)।দেগঙ্গা চৌরাশী গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া মাঝের পাড়ার বাসিন্দা। আজ সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে চৌরাশীর জীবনপুর বাজারে।
WB News Live Update: নবজোয়ার কর্মসূচির মধ্যেই তৃণমূলে গণইস্তফার হিড়িক
নবজোয়ার কর্মসূচির মধ্যেই তৃণমূলে গণইস্তফার হিড়িক। মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর শুরুর আগেই দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন শোভানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য-সহ শাতাধিক নেতা, কর্মী। টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচন হচ্ছে বলে অভিযোগ দলত্যাগী পঞ্চায়েত সদস্যর। যদিও গণইস্তফাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব।