Partha Chatterjee : নিয়োগদুর্নীতিতে এখনই পার্থর জামিনে 'না', ভিন্নমত দুই বিচারপতির
ABP Ananda LIVE : নিয়োগদুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ঘিরে দুই বিচারপতির ভিন্ন মত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ভিন্ন মত। সকলকে জামিন দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় কিন্তু তবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ। মামলা যাবে প্রধান বিচারপতির কাছে। গঠিত হবে তৃতীয় বেঞ্চ। সেখানেই হবে ভাগ্য নির্ধারণ। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন। ED-র মামলায় জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে যান কুন্তল। মামলা হাইকোর্টে ফিরিয়ে একমাসের মধ্যে নিষ্পত্তির পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত। ED-র মামলায় জামিন পেলেও CBI-এর মামলায় এখনও জামিন পাননি কুন্তল। ফলে এখনই জেলমুক্তি হচ্ছে না বহিষ্কৃত যুব তৃণমূল নেতার।
অ্যাপোলোতে ভর্তি জ্যোতিপ্রিয় মল্লিক, জানায়নি জেল কর্তৃপক্ষ, দাবি ইডি-র। কী ধরনের শারীরিক সমস্যার কারণে জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী চিকিৎসা চলছে, কারা চিকিৎসা করছেন, জানতে চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি ED-র। রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।


















