West Bengal News Live Updates: হুগলির খানাকুলের অড়ুন্ডা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও দলবদলের খেলা
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
র্যাগিংয়ের (Ragging) শিকার স্বপ্নদীপ, কিন্তু ৩ দিন পরেও অধরা মৃত্যু-রহস্য। খুন নাকি সম্মানরক্ষায় ঝাঁপ? সহপাঠীর দাবি ঘিরে উঠছে প্রশ্ন।
স্বপ্নদীপকে র্যাগিংয়ের (Jadavpur University Student Death) নামে লাগাতার হেনস্থা। ধৃত সৌরভ চৌধুরীর ১০ দিনের পুলিশ হেফাজত। সম্মিলিত অপরাধের পরেও কেন মাত্র ১ জনকে পাকড়াও? উঠছে প্রশ্ন।
স্বপ্নদীপের মৃত্যুতে আরও জোরাল র্যাগিং তত্ত্ব। পরিচয় দেওয়ার নামে ৩ দিনে ২ বার হয়রানি। কী ঘটেছিল? কারা করেছিল? জানতে ধৃত সৌরভ চৌধুরীকে রাতভর জেরা। পুলিশ হেফাজত।
যাদবপুরের হস্টেল (Jadavpur University) থেকে উদ্ধার ডায়েরি কি স্বপ্নদীপের? হাতের লেখা যাচাই করে দেখছে পুলিশ। শেষবার মা-বাবাকে কী বলেছিলেন? জানতে নদিয়ায় গোয়েন্দারা।
নেই সিসিটিভির (CCTV) নজরদারি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মদের আখড়া, কীসের চাপে নীরব দর্শক কর্তৃপক্ষ?
যাদবপুরে র্যাগিং-বিভীষিকা। ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন পড়ুয়া।
স্বপ্নদীপকে পরিচয়ের নামে যারা উত্যক্ত করেছিলেন, তাঁদের নেতৃত্ব দেন সৌরভ। ছেলে তুলে দেন সৌরভের হাতেই, দাবি স্বপ্নদীপের বাবার।
গতবছর পাসআউট। তারপরেও যাদবপুরের হস্টেলে চলছিল সৌরভের দাদাগিরি। কীভাবে দিনের পর দিন প্রাক্তনীদের দখলদারি? কোথায় নজরদারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? উঠছে প্রশ্ন।
স্বপ্নদীপকাণ্ডে আচার্যকে চিঠি রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের। যথাযথ ব্যবস্থা নিয়ে রাজ্যপালকে রিপোর্ট পাঠাতে অনুরোধ। বেআইনি ভাবে কতজন হস্টেলে? জানতে লালবাজারকে চিঠি।
বিজেপির পঞ্চায়েত রাজ সম্মেলনে মোদির মুখে বাংলার ভোট হিংসা। তৃণমূলকে তীব্র আক্রমণ।
বাংলায় বিজেপি তৃণমূল কর্মীদের খুন করেছে, উস্কানি দিয়েছেন আপনি। প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ তৃণমূলনেত্রীর।
সঙ্কটে বাংলা। জঙ্গলরাজ চলছে। ধ্বংস হচ্ছে গণতন্ত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সব রিপোর্ট দিয়েছি। বঙ্গসফরে এসে আক্রমণ নাড্ডার। পাল্টা জবাব তৃণমূলের।
পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও ঝরল প্রাণ! হাড়োয়ায় তৃণমূলের জয়ী প্রার্থীকে গুলি করে খুন। গোষ্ঠীকোন্দলের বলি, দাবি পরিবারের। দেহ ঘিরে বিক্ষোভ, আগুন।
West Bengal News Live Updates:যাদবপুরে ছাত্রের মৃত্যুর ঘটনায় তৎপর রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন
যাদবপুরে ছাত্রের মৃত্যুর ঘটনায় তৎপর রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। আজ কমিশনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ঘটনাস্থল ঘুরে দেখে রীতিমতো উষ্মা প্রকাশ করেন। এরপর তাঁরা ক্যাম্পাসের মধ্যে নিউ বয়েজ হস্টেলেও যান। ছাত্রের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা।
WB News Live Updates:যুযুধান দুই দল! কিন্তু, সেই ISF-এর সঙ্গে হাত মিলিয়েই পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূলের এক গোষ্ঠী
যুযুধান দুই দল! কিন্তু, সেই ISF-এর সঙ্গে হাত মিলিয়েই পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূলের এক গোষ্ঠী। শাসকদলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে। এক গোষ্ঠী গুলি চালানোর অভিযোগ তোলায়, যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
West Bengal News Live Updates:কেতুগ্রামে শ্যুটআউট, খুন ইটভাটার মালিক। ইটভাটার কাছেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা
কেতুগ্রামে শ্যুটআউট, খুন ইটভাটার মালিক। ইটভাটার কাছেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা
WB News Live Updates:শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউয়ে গাছ ভেঙে বিপত্তি
শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউয়ে গাছ ভেঙে বিপত্তি। গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ। ঘটনাস্থলে কাউন্সিলর ও পুরকর্মীরা। ভেঙে পড়া গাছ সরানোর চেষ্টা করা হচ্ছে
West Bengal News Live Updates:যুবকের মৃত্যু মেনে নিতে না পেরে অভিযুক্তের বাড়ি আগুন দিয়ে দিল প্রতিবেশীর
যুবকের মৃত্যু মেনে নিতে না পেরে অভিযুক্তের বাড়ি আগুন দিয়ে দিল প্রতিবেশীরা। অশোকনগর থানার ভুরকুন্ডা পঞ্চায়েতে পুমলিয়া স্বাস্থ্য কেন্দ্রের পাশে পীযুষ রায়ের বাড়ি উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়।