West Bengal News Live Updates: পুরুলিয়ায় তৃণমূল নেতাকে গুলি করে 'খুন'
WB News Live: সব জেলার, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
১। হাইকোর্টের (Calcutta High Court) কড়া পদক্ষেপের পরেই রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্টই ফেরালেন রাজ্যপাল (CV Ananda Bose)। রাজীব সিন্হার (Rajiv Sinha) আর পদে থাকা নিয়েই জল্পনা।
২। বেলাগাম সন্ত্রাস, ডেকেও না আসায় রাজীবের ভূমিকায় খুব্ধ রাজ্যপাল। ফেরত পাঠালেন জয়েনিং রিপোর্ট। পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ নিয়েই বাড়ল জল্পনা (Panchayat Elections 2023)।
৩। ধাক্কা খেয়েও কেন্দ্রীয় বাহিনী নিয়ে কারিকুরি! চলবে না চালাকি, নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছাড়ন। রাজীব সিন্হাকে তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির।
৪। তেরোর চেয়েও এবার লাগবে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী। আজকের মধ্যে রিক্যুইজিশন দিতে হবে কমিশনকে। না মানলে প্রতিকূল অবস্থার হুঁশিয়ারি হাইকোর্টের।
৫। দুহাজার তেরোয় কেন্দ্রীয় বাহিনীর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল কমিশন। এখন স্বতন্ত্রতার কী হল? মন্তব্য প্রধান বিচারপতির। নাম না করে হলেও উঠল মীরা পাণ্ডের প্রসঙ্গ।
৬। আদালতে দুরমুশ কমিশন, বাহিনী নিয়ে পরপর ধাক্কা, এবার কী করবে কমিশন? (রাজীব সিনহা- হাইকোর্টের অর্ডার হাতে পাই। প্রশ্ন- সুপ্রিম কোর্টে যাবেন?...)
৭। ভোটের আগেই অশান্তির বলি ৮। এত রক্তপাত, হিংসা হলে ভোট বন্ধ করে দেওয়া উচিত। এটা রাজ্যের জন্য লজ্জার। পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিন্হার।
৮। পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্ত। বেনজির নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। উলুবেড়িয়া ১ নম্বরের ২ বাম প্রার্থীর মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ বিডিওর বিরুদ্ধে।
৯। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ। ভোটের আগেই একাধিক আসনে জয়। দক্ষিণ ২৪ পরগনা বাদে ২২ জেলার তালিকা প্রকাশ করল কমিশন।
১০। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক ব্যাপারী। ক্ষোভে ছাড়লেন দলীয় পদ। বিধায়ক পদ ছাড়ারও হুঁশিয়ারি।
১১। ১৫ জুনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষাসচিব মণীশ জৈনকে ফের তলব। শুক্রবার নথি নিয়ে হাজিরার নির্দেশ।
WB News Live: বিধি লঙ্ঘনের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি
বিধি লঙ্ঘনের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commissioner) চিঠি। 'ভোটের দিন ঘোষণার পরেই ১০ পুলিশ অফিসারের রদবদল, 'কমিশনের বদলে কীভাবে একাজ করতে পারে রাজ্য সরকার?' সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলে কমিশনকে চিঠি বিজেপির।
WB News Live: পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় প্রতিক্রিয়া শান্তনুর
পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় শান্তনু সেন বলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে, তৃণমূল কংগ্রেস অবাধ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ডাক দিয়ে, সহনশীলতার পরিচয় দিচ্ছে, এদিকে বিরোধীরা হালে পানি না পেয়ে, প্রার্থী দিতে না পেরে, তাঁদের সঙ্গে ভোটার নেই, ক্যাডার নেই, কোনও সমর্থন নেই। তাঁরা বাইরে থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে, বেআইনি অস্ত্র মজুত করে নিয়ে এসে, তারা তৃণমূল কর্মীদের বেছে বেছে কীভাবে খুন করছে, সেটা আরও একবার দেখতে পেলেন', দাবি তৃণমূল নেতার।
WB News Live: পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় প্রতিক্রিয়া শান্তনুর
পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় শান্তনু সেন বলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে, তৃণমূল কংগ্রেস অবাধ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ডাক দিয়ে, সহনশীলতার পরিচয় দিচ্ছে, এদিকে বিরোধীরা হালে পানি না পেয়ে, প্রার্থী দিতে না পেরে, তাঁদের সঙ্গে ভোটার নেই, ক্যাডার নেই, কোনও সমর্থন নেই। তাঁরা বাইরে থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে, বেআইনি অস্ত্র মজুত করে নিয়ে এসে, তারা তৃণমূল কর্মীদের বেছে বেছে কীভাবে খুন করছে, সেটা আরও একবার দেখতে পেলেন', দাবি তৃণমূল নেতার।
WB News Live: মনোনয়নপর্বে রাজ্যে খুন মাত্র ৪ জন, কমিশনকে রিপোর্ট দিল পুলিশ
ভোটের আগেই রক্তাক্ত বাংলা, মনোনয়নপর্বে রাজ্যে ৪ জন খুন, কমিশনকে রিপোর্ট দিল পুলিশ । সূত্রের খবর, নিহত ৪ জন কোন এলাকার বাসিন্দা, উল্লেখ নেই পুলিশের রিপোর্টে। অবশেষে খুনের কথা মানল পুলিশ।
WB News Live: আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরব বিজেপি
'ভোট ঘোষণার পরে কীভাবে পুলিশে রদবদল করল সরকার?' আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরব বিজেপি। বিধি লঙ্ঘনের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি। 'ভোটের দিন ঘোষণার পরেই ১০ পুলিশ অফিসারের রদবদল', 'কমিশনের বদলে কীভাবে একাজ করতে পারে রাজ্য সরকার?'
সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলে কমিশনকে চিঠি বিজেপির।