West Bengal News Live Updates: শান্তিনিকেতনে নিহত শিশুর বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে লকেট চট্টােপাধ্যায়
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
কলকাতা: মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। দত্তক নিতে নো অবজেকশন দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। চার্জশিটে বিস্ফোরক এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate)। জনপ্রতিনিধি হিসেবে চিঠির দাবি পার্থর।
একাধিক বার তাইল্যান্ড-গোয়া গিয়েছিলেন পার্থ-অর্পিতা। ঘনিষ্ঠের বয়ান উল্লেখ করে চার্জশিটে জানাল ইডি। সমস্ত খরচ পার্থই দিয়েছিলেন বলে দাবি।
সিবিআই হেফাজতে পার্থ। অর্পিতার এলআইসির দেড় কোটির প্রিমিয়াম দিতেন প্রাক্তন শিক্ষামন্ত্রীই, ইডির চার্জশিটে ফোন থেকেই তথ্য পাওয়ার দাবি।
ইডির চার্জশিট জুড়ে মানিক ভট্টাচার্য। দুর্নীতির অভিযোগে পার্থর কাছে পরপর এসএমএস। ছত্রে ছত্রে পার্থ-মানিক যোগসূত্র উল্লেখ করে দাবি ইডির।
মানিক যা তা ভাবে টাকা নিচ্ছে, কিছু করুন। পার্থর কাছে এসএমএসে পরপর অভিযোগ। শুধুই ফরোয়ার্ড করার দাবি পার্থর, চার্জশিটে জানাল ইডি।
টেট ইন্টারভিউয়ের ডকুমেন্ট শিটে সইয়ের জায়গা ফাঁকা। বারণ করেছেন প্রাথমিক পর্ষদ সভাপতি। পার্থর কাছেই এসেছিল অভিযোগ, দাবি ইডির চার্জশিটে।
জামিনের আর্জি খারিজ, সিবিআই হেফাজতেই সুবীরেশ। সব জানতেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, দুর্নীতিতে সরাসরি যুক্ত বলে কোর্টে সওয়াল।
নম্বর কারচুপিতে সক্রিয় ভূমিকা ছিল সুবীরেশের। নবম-দশম শ্রেণির শিক্ষক পদে নিয়োগ করা হত অযোগ্য প্রার্থীদের। কোর্টে দাবি সিবিআইয়ের।
ভারত সেবাশ্রমের জমিও জোর করে হাতিয়ে নিয়েছিলেন অনুব্রত? কেষ্টকন্যার সংস্থায় কীভাবে হস্তান্তর? জানতে শান্তিনিকেতনে গেল সিবিআই।
নিয়োগ দুর্নীতি থেকে কয়লা-গরুপাচার। দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা সেলিমের। (সেলিম- তৃণমূল মানে টাকা মারা কোম্পানি। কুণাল...বি টিম।
শিশুকে অপহরণ করে খুনের অভিযোগে রণক্ষেত্র শান্তিনিকেতন। প্রতিবেশীর বাড়ির ছাদে ২দিন পরে মিলল মৃতদেহ।
আড়াই বছর পর বৃহস্পতিবার খুলছে টালা ব্রিজ। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রথমে চলবে ছোট গাড়ি, পরে চালু হবে বড় গাড়ি।
WB News Live: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে কর্মশালা
মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে, অ্যালঝাইমার্স নিয়ে আয়োজন করা হয়েছে এক কর্মশালার।
WB News Live Update: ট্রেন বন্ধ, সমস্যায় ঝাড়গ্রামবাসী
চরম সমস্যায় ঝাড়গ্রামবাসী ট্রেন বন্ধ। সরকারি বাস বন্ধ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। যার জেরে চরম সমস্যায় সাধারন মানুষ এরই পাশাপাশি আজ থেকে SBSTC র অস্থায়ী কর্মী রা কর্ম বিরতি শুরু করার ফলে সমস্যা বেড়েছে কয়েকগুন। বেতন বৃদ্ধি,বোনাস, স্থায়ী করন, ২৬দিন কাজ, সহ একাধিক দাবিতে এই কর্ম বিরতি শুরু করেছেন কর্মী রা। সব মিলিয়ে চরম নাজেহাল সাধারণ মানুষ।
WB News Live: কেন্দ্রের ব্যাঙ্ক-নীতির প্রতিবাদ
কেন্দ্রের ব্যাঙ্ক-নীতির প্রতিবাদে, সভা থেকে এই অভিযোগ তুলল, অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন।
WB News Live Update: বাস ধর্মঘট
পুজোর আগে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চালকদের বাস ধর্মঘট। আজ সকালে হাওড়ার শিবপুরের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস ডিপোতে তারা অনির্দিষ্টকাল ধর্মঘটে সামিল হন।
WB News Live: দীঘা ডিপো INTUC পক্ষ থেকে কর্ম বিরতি আজ চতুর্থ দিন
দীঘা ডিপো INTUC পক্ষ থেকে কর্ম বিরতি আজ চতুর্থ দিন। অস্থায়ী কর্মী রেগুলার করতে হবে ও সমস্ত গাড়ি অন রুট করতে হবে ২৬ দিনের হাজিরা সহ মোট ১০ দফা দাবি নিয়ে আন্দোলন।