West Bengal News Live Updates: বিধাননগরে মিউটেশনের জন্য লাগবে না সার্ভিস চার্জ, নির্দেশ হাইকোর্টের
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
অবশেষে কাটল জট। আগামীকাল সংসদে স্পিকার নির্বাচনে কংগ্রেস প্রার্থী কে সুরেশকেই সমর্থনের সিদ্ধান্ত তৃণমূলের।
কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার ECL-এর প্রাক্তন জিএম সহ ৩। মঙ্গলবার নিজাম প্যালেসে জেরার পর তাদের গ্রেফতার করে সিবিআই।
রাজভবনের সামনে তৃণমূলের ধর্নার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয়নি, প্রশ্ন কলকাতা হাইকোর্টের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার ভিত্তিতে এই মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা।
ভোটে জয়ের পরেও কাঁটা পুরসভা। সরকারি জমি জবরদখল, তোলাবাজি থেকে পরিষেবা। নবান্নের বৈঠকে নাম করে নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি। (Mamata Banerjee)
সল্টলেক-নিউটাউনে সরকারি জমি থেকে ফুটপাথ জবরদখল। প্রকাশ্যে সুজিত বসুকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। বললেন, 'সল্টলেকে সুজিত বসু লোক বসাচ্ছে, ছবি দেখালে লজ্জা পাবেন।' (Mamata Municipal Meeting)
গড়িয়াহাট থেকে হাতিবাগান-ফুটপাথ দখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। দুর্নীতি নিয়ে নজরদারি কমিটি গঠনের ঘোষণা। বললেন, 'পুলিশ কী চোখে ঠুলি পরে বসে আছে?' (Kolkata News)
প্রশাসকের হাতে হাওড়া পুরসভা। সুযোগ নিয়ে অবাধে টাকা তুলছে বিধায়করা, ইঙ্গিত করে আক্রমণে মমতা। কোথাও কোনও হস্তক্ষেপ নেই, দাবি অরূপের।
পুর-পরিষেবা থেকে বেলাগাম দুর্নীতি। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। হাওড়া, হলদিয়া, রানাঘাটের মহকুমা শাসককে শোকজের নির্দেশ।
বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন। (TMC News)
টেন্ডার নিয়ে বেলাগাম দুর্নীতি, এবার কেন্দ্রীয়ভাবে টেন্ডারের ঘোষণা মুখ্যমন্ত্রীর। দিঘা-হলদিয়া উন্নয়ন পরিষদ নিয়েও ক্ষুব্ধ। বললেন, 'আগে সব পরিষ্কার করব, তার পরে ভোটে যাব।'
বেআইনি নির্মাণ থেকে বেহাল পরিবেষা। পুর-এলাকা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ভোটে ধাক্কা খেয়ে স্বচ্ছ ভাবমূর্তি দেখানোর চেষ্টা, পাল্টা আক্রমণে বিরোধীরা।
৫ রাজ্যে ছড়াল নিট-কেলেঙ্কারির জাল। মহারাষ্ট্রের লাতুরে ২ শিক্ষক গ্রেফতার। গোধরাতেও গেল সিবিআই। মোদি-ধর্মেন্দ্র শপথ নিতেই উঠল স্লোগান।
নেটের প্রশ্নফাঁস তদন্তে নেমেই এনডিএ শাসিত বিহারে আক্রান্ত সিবিআই। পরিচয়পত্র দেখিয়েও মেলেনি রেহাই। হামলার মুহূর্তের ছবি এবিপি আনন্দর হাতে।
নিট থেকে নেট-প্রশ্ন ফাঁসকে হাতিয়ার করে চাপ বাড়াচ্ছে বিরোধীরা।সংসদ ভবনের বাইরে বিরোধীদের বিক্ষোভ। গঠনমূলক বিরোধী দেখতে চান প্রধানমন্ত্রী।
নিটে দুর্নীতি। চাপ বাড়িয়ে মোদিকে চিঠি মমতার। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যত বিপন্ন। রাজ্যের হাতেই আগের মতো মেডিক্যালের প্রবেশিকা ফেরানোর সওয়াল।
তিস্তার জল নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা, অন্ধকারে রেখার অভিযোগে অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে চিঠি। প্রোটোকল মেনেই বৈঠক, পাল্টা বিজেপি।
বন্ধ হয়ে গেল তারাতলায় ব্রিটানিয়ার শতাব্দী প্রাচীন বিস্কুট কারখানা। কাজ হারালেন বহু কর্মী। পণ্য পরিবহণে অসুবিধের কারণ দেখাল কর্তৃপক্ষ।
West Bengal News Live Updates: বিধাননগরে মিউটেশনের জন্য লাগবে না সার্ভিস চার্জ, নির্দেশ হাইকোর্টের
বিধাননগর পুরসভার অন্তর্গত এলাকায় জমি বা বাড়ি কিনলে আর মিউটেশনের সময় সার্ভিস চার্জ লাগবে না। মঙ্গলবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
WB News Live Updates: স্পিকার নির্বাচন নিয়ে কাটল জট, কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন তৃণমূলের
অবশেষে কাটল বিরোধী শিবিরে তৈরি হয় জট। বুধবার সংসদে স্পিকার নির্বাচনে কংগ্রেস প্রার্থী কে সুরেশকেই সমর্থন সিদ্ধান্ত নিল তৃণমূল।
West Bengal News Live Updates: হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত চালু লেডিস স্পেশাল বাস
হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত চালু হল লেডিস স্পেশাল বাস। মঙ্গলবার হাওড়ায় এই বিশেষ বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এবার থেকে প্রতিদিনই অফিস টাইমে হাওড়া থেকে ছাড়বে লেডিস স্পেশাল বাসটি।
WB News Live Updates: কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার ECL-এর প্রাক্তন জিএম সহ ৩
কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হল ECL-এর প্রাক্তন জিএম সহ ৩ জন। মঙ্গলবার নিজাম প্যালেসে জেরার পর তাদের গ্রেফতার করে সিবিআই।
West Bengal News Live Updates: রাজভবনের সামনে তৃণমূলের ধর্নার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয়নি, প্রশ্ন কলকাতা হাইকোর্টের
রাজভবনের সামনে তৃণমূলের ধর্নার বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় রাজ্যের আইনজীবীকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার।